ETV Bharat / bharat

ছত্তিশগড়ে নাবালিকাকে ধর্ষণ, ধৃত 1 - ছত্তিশগড় ধর্ষণ

ছয় বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ ৷ ধৃত নাবালক

physical abuse
ছত্তিশগড়ে নাবালিকাকে ধর্ষণ, ধৃত 1
author img

By

Published : Dec 8, 2019, 12:43 AM IST

Updated : Dec 8, 2019, 12:50 AM IST

রায়পুর, 8 ডিসেম্বর : ফের ছত্তিশগড় ৷ বিলাসপুর, দুর্গের পর এবার রায়গড় ৷ 6 বছরের এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল ৷ অভিযুক্তের বয়স 16 ৷ প্রতিবেশী এই নাবালক খেলার নামে ভুলিয়ে নিয়ে যায় নাবালিকাকে ৷ এরপর শারীরিক নিগ্রহ করে তাকে, অভিযোগ এমনই ৷

রায়গড়ের পুলিশ সুপার সন্তোষ সিং বলেন, ''অভিযুক্তের বিরুদ্ধে FIR করা হয়েছে ৷ জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হয়েছে অভিযুক্ত নাবালককে ৷'' এদিকে, গতকাল মুম্বইয়ের এক নর্তকীকে ছত্তিশগড়ের দুর্গে ধর্ষণের অভিযোগ উঠেছে ৷

হায়দরাবাদে পশু চিকিৎসকের ধর্ষণের পর দেশজুড়ে নারী নিগ্রহের প্রতিবাদে উত্তাল হয় গোটা দেশ ৷ এনকাউন্টারে মৃত্যু হয় ধর্ষণে অভিযুক্ত চার ব্যক্তির ৷ পুলিশ জানায়, ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করে অভিযুক্তরা । তাই পুলিশ বাধ্য হয়ে তাদের এনকাউন্টার করে ।

রায়পুর, 8 ডিসেম্বর : ফের ছত্তিশগড় ৷ বিলাসপুর, দুর্গের পর এবার রায়গড় ৷ 6 বছরের এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল ৷ অভিযুক্তের বয়স 16 ৷ প্রতিবেশী এই নাবালক খেলার নামে ভুলিয়ে নিয়ে যায় নাবালিকাকে ৷ এরপর শারীরিক নিগ্রহ করে তাকে, অভিযোগ এমনই ৷

রায়গড়ের পুলিশ সুপার সন্তোষ সিং বলেন, ''অভিযুক্তের বিরুদ্ধে FIR করা হয়েছে ৷ জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হয়েছে অভিযুক্ত নাবালককে ৷'' এদিকে, গতকাল মুম্বইয়ের এক নর্তকীকে ছত্তিশগড়ের দুর্গে ধর্ষণের অভিযোগ উঠেছে ৷

হায়দরাবাদে পশু চিকিৎসকের ধর্ষণের পর দেশজুড়ে নারী নিগ্রহের প্রতিবাদে উত্তাল হয় গোটা দেশ ৷ এনকাউন্টারে মৃত্যু হয় ধর্ষণে অভিযুক্ত চার ব্যক্তির ৷ পুলিশ জানায়, ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করে অভিযুক্তরা । তাই পুলিশ বাধ্য হয়ে তাদের এনকাউন্টার করে ।

Unnao (UP), Dec 07 (ANI): On December 7, the mortal remains of Unnao rape victim reached her hometown. The victim breathed her last at 11:40 pm on December 6 at Safdarjung Hospital after battling for life for more than 40 hours. The 23-year-old was set ablaze in Unnao while on her way to a court hearing on Thursday morning. She was later airlifted to Delhi for treatment at Safdarjung Hospital. According to the police, rape accused allegedly threw kerosene on the woman and set her on fire when she was on her way to a local court for the hearing of a rape case she had filed in March.

Last Updated : Dec 8, 2019, 12:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.