রায়পুর(ছত্তিশগড়), 2 মে : সবার নজর এখন কোরোনা মোকাবিলায় ৷ সংক্রমণ রুখতে দেশের সমস্ত স্বাস্থ্যকেন্দ্র ব্যস্ত সেই নিয়ে ৷ আর তাতে অন্যান্য স্বাস্থ্যসেবায় কোনোরকম সমস্যা না হয় সেদিকে নজর দিতে বলেন ছত্তিশগড় স্বাস্থ্য দপ্তর ৷ আজ জেলাশাসকদের তেমনটাই নির্দেশ দিলেন স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক ৷
সমস্ত জেলাশাসকদের লিখিত নির্দেশ দিয়ে স্বাস্থ্য সচিব নীহারিকা বারিক সিংহ জানান, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো প্যানডেমিক মোকাবিলায় ব্যস্ত তাই বলে অন্যান্য পরিষেবায় যেন সেই প্রভাব না পড়ে ৷ প্রসবজনিত পরিষেবা, মাতৃত্বকালীন ও নবজাতকের দেখভাল, টিকাদান ইত্যাদি কাজেও যত্ন দেওয়া উচিত ৷ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা পুরো সময় কোয়ারানটিনে না দিয়ে অন্য সেবাগুলিও দেখা প্রয়োজন ৷ কোয়ারানটিন সেন্টারের জন্য নির্দিষ্ট সময় রাখা উচিত যাতে অন্যান্য কাজে সময় দেওয়া যায় ৷
ছত্তিশগড়ে 43জন কোরোনায় আক্রান্ত, তার মধ্যে 36 জন সুস্থ ৷ 145টি কোয়ারানটাইন সেন্টারে কমপক্ষে 575 জন ভরতি, যেখানে 17,634 জন হোম কোয়ারানটিনে৷