ETV Bharat / bharat

জগনমোহনের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি, গৃহবন্দী সপুত্র চন্দ্রবাবু - চন্দ্রবাবু নাইডু

অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও তাঁর ছেলে নারা লোকেশকে গৃহবন্দী করা হয়েছে ৷

জগনের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি, গৃহবন্দি সপুত্র চন্দ্রবাবু
author img

By

Published : Sep 11, 2019, 10:09 AM IST

অমরাবতী, 11 সেপ্টেম্বর : উত্তপ্ত অন্ধ্রপ্রদেশ ৷ জগনমোহন রেড্ডির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিরাট বিক্ষোভের কর্মসূচির পরিকল্পনা করেছিলেন বিরোধী দলনেতা চন্দ্রবাবু নাইডু ৷ তার আগেই বদলে গেল পরিস্থিতি ৷ অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও তাঁর ছেলে নারা লোকেশকে গৃহবন্দী করা হল রাজ্য প্রশাসনের তরফে ৷ গৃহবন্দী হলেন তেলুগু দেশম পার্টির নেতা দেবীনেনি অবিনাশ, কেশিনেনি নানি, ভূমা অখিলাপ্রিয়া ৷

YSRCP-র বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিচ্ছিলেন চন্দ্রবাবু ৷ 'চলো আত্মাকুর' কর্মসূচির আগেই গৃহবন্দী করা হল তাঁদের ৷ শাসকদলের বিরুদ্ধে হিংসা ও শোষণের অভিযোগ এনে প্রতিবাদ ও মহামিছিলে আহ্বান জানিয়েছিলেন তেলুগু দেশম পার্টি সুপ্রিমো চন্দ্রবাবু ৷ অভিযোগ, খুন করা হয়েছে TDP কর্মীদের ৷

নারাসারাওপেতা, সাত্তেনাপাল্লে, পালনাডু, গুরাজালায় জারি হয়েছে 144 ধারা ৷ TDP সমর্থকদের প্রতিবাদ সভায় সম্মতি দেওয়া হয়নি ৷ এই কারণে নাইডু রাজ্যজুড়ে অনশনের ডাক দেন ৷ মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টার অনশন পালন করেন তিনি । বলেন, ''গণতন্ত্রের কালো দিন চলছে ৷'' এদিকে গত সপ্তাহেই 100 দিন পূর্ণ করেছে জগনমোহন রেড্ডি সরকার ৷

রাজ্যে তুঘলকি শাসন চলছে বলেও মন্তব্য করেন চন্দ্রবাবু পুত্র নারা ৷ পালনাডু এলাকায় TDP কর্মীদের খুনের পিছনে YSRCP নেতাদের হাত রয়েছে বলেও উল্লেখ করেন নারা লোকেশ ৷ মে মাসে নির্বাচনে 500 জন দলীয় নেতা-কর্মীর উপর হামলা চালানোর অভিযোগ আনেন তিনি ৷

Mumbai, Sep 11 (ANI): 17 people have been rescued after a portion of a ground-plus-three-storey building collapsed in Mumbai. The incident happened at Lohar chawi, Fort area at around 9 pm on September 10. Rescue operation is underway. More details are awaited.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.