ETV Bharat / bharat

প্রকাশ্যে মাস্ক ছাড়া বেরোলেই গ্রেপ্তার চণ্ডীগড়ে

author img

By

Published : Apr 10, 2020, 8:22 AM IST

গতকাল চণ্ডীগড় প্রশাসন মাস্ক পরা বাধ্যতামূলক করে আইন জারি করেছে । যদি কেউ সেই আইন লঙ্ঘন করে তবে তাকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হবে ।

ছবি
ছবি

চণ্ডীগড়, 10 এপ্রিল : কোরোনা সংক্রণ রুখতে তৎপর প্রতিটি দেশ । বাদ পড়েনি ভারতও । দেশের প্রত্যেকটি রাজ্যের সরকার কোরোনা সংক্রমণ মোকাবিলায় নিচ্ছে একাধিক উদ্যোগ । এবার সেইরকমই তৎপরতা দেখা গেল চণ্ডীগড়ে । গতকাল সেখানকার প্রশাসন ঘোষণা করে জানায় প্রকাশ্য জায়গায় মাস্ক না পরা অবস্থায় কাউকে যদি দেখা যায় তাহলে তাকে গ্রেপ্তার করা হবে ।

গত 7 এপ্রিল মঙ্গলবার কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলিতে, প্রশাসন আগেই কোরোনা মোকাবিলার জন্য প্রকাশ্য স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করেছিল । এরপর গতকাল সন্ধেয় জারি করা চণ্ডীগড় প্রশাসনের নির্দেশ অনুযায়ী, যদি কেউ এই নির্দেশ লঙ্ঘন করে সে IPC-র 188 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য হবে । পুলিশ ও কর্তৃপক্ষ অবিলম্বে সেই আইন লঙ্ঘনকারীদের গ্রেপ্তার করবে ।

এই নির্দেশে আরও বলা হয়েছে, শুধু প্রকাশ্য জায়গায় নয়, ব্যক্তিগত গাড়ি বা অফিসের দেওয়া যানবাহনে যাঁরা যাতায়াত করবেন তাঁরাও মাস্ক ব্যবহার করবেন । এর পাশাপাশি কোনও স্থান, অফিস বা কর্মক্ষেত্রে কাজ করার সময়ও মাস্ক পরা বাধ্যতামূলক । মাস্ক ছাড়া কোনও ব্যক্তি সভা বা সমাবেশে যোগ দিতে পারবেন না । বিভিন্ন কর্মক্ষেত্রের মালিকদের এটা লক্ষ্য রাখা বাধ্যতামূলক যে তাঁর কম্পানির কর্মচারী মাস্ক ব্যবহার করছেন কি না, পাশাপাশি বলা হয়েছে এ কথাও ৷

চণ্ডীগড়, 10 এপ্রিল : কোরোনা সংক্রণ রুখতে তৎপর প্রতিটি দেশ । বাদ পড়েনি ভারতও । দেশের প্রত্যেকটি রাজ্যের সরকার কোরোনা সংক্রমণ মোকাবিলায় নিচ্ছে একাধিক উদ্যোগ । এবার সেইরকমই তৎপরতা দেখা গেল চণ্ডীগড়ে । গতকাল সেখানকার প্রশাসন ঘোষণা করে জানায় প্রকাশ্য জায়গায় মাস্ক না পরা অবস্থায় কাউকে যদি দেখা যায় তাহলে তাকে গ্রেপ্তার করা হবে ।

গত 7 এপ্রিল মঙ্গলবার কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলিতে, প্রশাসন আগেই কোরোনা মোকাবিলার জন্য প্রকাশ্য স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করেছিল । এরপর গতকাল সন্ধেয় জারি করা চণ্ডীগড় প্রশাসনের নির্দেশ অনুযায়ী, যদি কেউ এই নির্দেশ লঙ্ঘন করে সে IPC-র 188 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য হবে । পুলিশ ও কর্তৃপক্ষ অবিলম্বে সেই আইন লঙ্ঘনকারীদের গ্রেপ্তার করবে ।

এই নির্দেশে আরও বলা হয়েছে, শুধু প্রকাশ্য জায়গায় নয়, ব্যক্তিগত গাড়ি বা অফিসের দেওয়া যানবাহনে যাঁরা যাতায়াত করবেন তাঁরাও মাস্ক ব্যবহার করবেন । এর পাশাপাশি কোনও স্থান, অফিস বা কর্মক্ষেত্রে কাজ করার সময়ও মাস্ক পরা বাধ্যতামূলক । মাস্ক ছাড়া কোনও ব্যক্তি সভা বা সমাবেশে যোগ দিতে পারবেন না । বিভিন্ন কর্মক্ষেত্রের মালিকদের এটা লক্ষ্য রাখা বাধ্যতামূলক যে তাঁর কম্পানির কর্মচারী মাস্ক ব্যবহার করছেন কি না, পাশাপাশি বলা হয়েছে এ কথাও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.