ETV Bharat / bharat

চিনা সংস্থা জড়িত, বিহারের মেগা ব্রিজের টেন্ডার বাতিল কেন্দ্রের - টেন্ডার প্রক্রিয়া

মহাত্মা গান্ধি সেতুর সঙ্গে বিহারকে সংযোগ করার সেতু তৈরির টেন্ডার বাতিল করা হল । 31 জুনের মধ্য অন্য সংস্থাকে টেন্ডার দেওয়ার পরিকল্পনা করেছে বিহার সরকার ৷

BIHAR
চিনা কম্পানির অংশীদারিত্ব থাকায় বাতিল ভারতীয় কম্পানির টেন্ডার
author img

By

Published : Jun 29, 2020, 12:55 PM IST

পটনা, 29 জুন : চিনা দ্রব্য বর্জনে সরব দেশ ৷ এবার সেই আঁচ দেখতে পাওয়া গেল বিহারে ৷ রাজ্যের মধ্যে দিয়ে বয়ে যাওয়া গঙ্গার উপর দিয়ে একটা মেগা ব্রিজ তৈরির পরিকল্পনাকে বাস্তবায়িত করার ভার পড়েছিল একটি ভারতীয় কম্পানির উপর । যার অংশীদার একটি চিনা নির্মাণ কম্পানি৷ লাদাখ ইশুর পর কেন্দ্র বাতিল করে দিল ওই ভারতীয় কম্পানির টেন্ডার ৷

বাতিল করার বিষয়টি নিয়ে বিহারের সড়ক নির্মাণ মন্ত্রী নন্দ কিশোর যাদব জানান , "সাতটি কম্পানি টেন্ডারে দর দিয়েছিল ৷ তার মধ্যে তিনটি কম্পানিকে প্রতিযোগিতার শুরুতেই সরিয়ে দেওয়া হয় ৷ বাকি থাকা 4 টি কম্পানির মধ্যে দুটি কম্পানির অংশীদার হল চিনা কম্পানি ৷ প্রথমে ওই দুটি কম্পানিকে অংশীদার বদলের আবেদন করা হলে তারা তা করতে অসর্মথ হয় ৷ তারপরই আমরা কম্পানি দুটির টেন্ডার বাতিলের সিদ্ধান্ত নিয়েছি ৷ 27 তারিখে আবার নতুন করে টেন্ডার ডাকা হবে ৷ আজ এই প্রক্রিয়ার শেষ দিন ৷ "

তিনি আরও বলেন , "ব্রিজ তৈরির টেন্ডারটি পাইয়ে দেওয়া মানে বিশ্বের কাছে পরিচিতি পাবে ভারতের আপসনীতি ৷ এই গুরুত্বপূর্ণ ব্রিজ তৈরিতে চিনা কম্পানির সহযোগিতার কথা যদি ভারতীয়দের কাছে পৌঁছে যায় তাহলে তা হয়ত ভুল বার্তা বহন করতে পারে ৷ পাশাপাশি ভারত এখন "আত্মনির্ভর" নীতিতে বিশ্বাসী । তাই বিদেশি কম্পানির অপেক্ষাকৃত কম যোগদান এই নীতিকে আরও সমৃদ্ধ করতে পারে ৷ অনেক আলোচনার পর এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে ৷ সেই কারণে চালু করা হয়েছে পুনরায় টেন্ডার ডাকার প্রক্রিয়া ৷" তিনি আবারও জানান , "31 তারিখ অবধি এই টেন্ডার ডাকার প্রক্রিয়া চলবে ৷ "

পুরো পরিকল্পনাটিকে বাস্তবায়িত করতে খরচ হতে পারে 2,900 কোটি টাকা ৷ এই পরিকল্পনাটির অন্তর্গত রয়েছে 5.6 কিমি দৈর্ঘ্যের একটি ব্রিজ, ছোটো ছোটো কয়েকটি ব্রিজ এবং একটি রেলওয়ে ব্রিজ ৷ চিনা কম্পানির টেন্ডার বাতিল করে দেওয়ার প্রধান কারণ লাদাখে ভারতে উপর চিনা আক্রমণ ৷ সর্বোপরি, 20 জন জওয়ানের মৃত্যু ৷ সেই কারণে বর্জিত হচ্ছে চিনা দ্রব্য থেকে চিনা কম্পানির অংশীদারিত্ব ৷

এক কেন্দ্রীয় আধিকারিক বলেন , "2019 এর 16 ডিসেম্বর নরেন্দ্র মোদির তত্ত্বাবধানে কেন্দ্রীয় ক্যাবিনেট কমিটি ইকোনমিক্স অ্যাফেয়ারের দ্বারা অনুমোদিত হয়েছে বিহারে গঙ্গার উপর ব্রিজ তৈরির এই প্রকল্পটি ৷ এই ব্রিজটি তৈরি হলে পটনা, সারন এবং বৈশালীর বাসিন্দারা উপকৃত হবেন ৷ " তিনি আরও বলেন , "এই প্রকল্পটির সঙ্গে জড়িত রয়েছে ছোটো ছোটো কয়েকটি প্রকল্প ৷ সেগুলি হল একটি রেল ওভার ব্রিজ, 1.58 কিমি দীর্ঘ একটি সেতু , একটি ফ্লাই ওভার , তিনটি বাস স্ট্যান্ড , 13 টি রোড জংশন ৷ প্রকল্পটি শেষ করার পর্ব নির্ধারিত সময় হল 2023 এর জানুয়ারিতে ৷ "

পটনা, 29 জুন : চিনা দ্রব্য বর্জনে সরব দেশ ৷ এবার সেই আঁচ দেখতে পাওয়া গেল বিহারে ৷ রাজ্যের মধ্যে দিয়ে বয়ে যাওয়া গঙ্গার উপর দিয়ে একটা মেগা ব্রিজ তৈরির পরিকল্পনাকে বাস্তবায়িত করার ভার পড়েছিল একটি ভারতীয় কম্পানির উপর । যার অংশীদার একটি চিনা নির্মাণ কম্পানি৷ লাদাখ ইশুর পর কেন্দ্র বাতিল করে দিল ওই ভারতীয় কম্পানির টেন্ডার ৷

বাতিল করার বিষয়টি নিয়ে বিহারের সড়ক নির্মাণ মন্ত্রী নন্দ কিশোর যাদব জানান , "সাতটি কম্পানি টেন্ডারে দর দিয়েছিল ৷ তার মধ্যে তিনটি কম্পানিকে প্রতিযোগিতার শুরুতেই সরিয়ে দেওয়া হয় ৷ বাকি থাকা 4 টি কম্পানির মধ্যে দুটি কম্পানির অংশীদার হল চিনা কম্পানি ৷ প্রথমে ওই দুটি কম্পানিকে অংশীদার বদলের আবেদন করা হলে তারা তা করতে অসর্মথ হয় ৷ তারপরই আমরা কম্পানি দুটির টেন্ডার বাতিলের সিদ্ধান্ত নিয়েছি ৷ 27 তারিখে আবার নতুন করে টেন্ডার ডাকা হবে ৷ আজ এই প্রক্রিয়ার শেষ দিন ৷ "

তিনি আরও বলেন , "ব্রিজ তৈরির টেন্ডারটি পাইয়ে দেওয়া মানে বিশ্বের কাছে পরিচিতি পাবে ভারতের আপসনীতি ৷ এই গুরুত্বপূর্ণ ব্রিজ তৈরিতে চিনা কম্পানির সহযোগিতার কথা যদি ভারতীয়দের কাছে পৌঁছে যায় তাহলে তা হয়ত ভুল বার্তা বহন করতে পারে ৷ পাশাপাশি ভারত এখন "আত্মনির্ভর" নীতিতে বিশ্বাসী । তাই বিদেশি কম্পানির অপেক্ষাকৃত কম যোগদান এই নীতিকে আরও সমৃদ্ধ করতে পারে ৷ অনেক আলোচনার পর এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে ৷ সেই কারণে চালু করা হয়েছে পুনরায় টেন্ডার ডাকার প্রক্রিয়া ৷" তিনি আবারও জানান , "31 তারিখ অবধি এই টেন্ডার ডাকার প্রক্রিয়া চলবে ৷ "

পুরো পরিকল্পনাটিকে বাস্তবায়িত করতে খরচ হতে পারে 2,900 কোটি টাকা ৷ এই পরিকল্পনাটির অন্তর্গত রয়েছে 5.6 কিমি দৈর্ঘ্যের একটি ব্রিজ, ছোটো ছোটো কয়েকটি ব্রিজ এবং একটি রেলওয়ে ব্রিজ ৷ চিনা কম্পানির টেন্ডার বাতিল করে দেওয়ার প্রধান কারণ লাদাখে ভারতে উপর চিনা আক্রমণ ৷ সর্বোপরি, 20 জন জওয়ানের মৃত্যু ৷ সেই কারণে বর্জিত হচ্ছে চিনা দ্রব্য থেকে চিনা কম্পানির অংশীদারিত্ব ৷

এক কেন্দ্রীয় আধিকারিক বলেন , "2019 এর 16 ডিসেম্বর নরেন্দ্র মোদির তত্ত্বাবধানে কেন্দ্রীয় ক্যাবিনেট কমিটি ইকোনমিক্স অ্যাফেয়ারের দ্বারা অনুমোদিত হয়েছে বিহারে গঙ্গার উপর ব্রিজ তৈরির এই প্রকল্পটি ৷ এই ব্রিজটি তৈরি হলে পটনা, সারন এবং বৈশালীর বাসিন্দারা উপকৃত হবেন ৷ " তিনি আরও বলেন , "এই প্রকল্পটির সঙ্গে জড়িত রয়েছে ছোটো ছোটো কয়েকটি প্রকল্প ৷ সেগুলি হল একটি রেল ওভার ব্রিজ, 1.58 কিমি দীর্ঘ একটি সেতু , একটি ফ্লাই ওভার , তিনটি বাস স্ট্যান্ড , 13 টি রোড জংশন ৷ প্রকল্পটি শেষ করার পর্ব নির্ধারিত সময় হল 2023 এর জানুয়ারিতে ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.