দিল্লি, 30 ডিসেম্বর: বর্ষবরণের উৎসবে রাশ টানতে রাজ্য সরকারগুলিকে অনুরোধ করল কেন্দ্রীয় সরকার । পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে রাজ্যগুলিকে । দেশে কোরোনা সংক্রমণের অবস্থা এবং নতুন স্ট্রেনের জন্য এই বিধিনিষেধ আরোপ করা উচিত বলে মনে করছে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রের এক শীর্ষ আধিকারিক রাজ্যগুলিকে এই নিয়ে চিঠি লিখেছে। তাতে লেখা হয়েছে, "গত সাড়ে তিন মাসে সারা দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা কমছে । কিন্তু ইউরোপ ও অ্যামেরিকায় যেহেতু কোরোনা সংক্রমণ নতুন করে বাড়ছে, সেই দিকে নজর রেখে দেশে সতর্কতামূলক ব্যবস্থা ও নজরদারি করা উচিত।"
বিশেষ করে বর্ষবরণ ও শীতে একাধিক জায়গায় যে ভিড় জমে তার প্রেক্ষিতেই নজরদারি বাড়ানো উচিত বলে মনে করছে কেন্দ্রীয় সরকার । সেটাই ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে। তবে আন্তঃরাজ্য ও অন্তঃরাজ্য চলাচলে কোনও বিধিনিষেধ আরোপ না করার কথাই বলা হয়েছে।
আরও পড়ুন: কলকাতায় মিলল কোরোনার নতুন স্ট্রেন, সংক্রমিত যুবক ভরতি মেডিকেল কলেজে
এমন একটি সময়ে কেন্দ্রীয় সরকার এই চিঠি রাজ্য সরকারগুলিকে দিয়েছে যখন বিশ্বজুড়ে কোরোনা ভাইরাসের নতুন স্ট্রেন সামনে এসেছে। দেশেও 20 জনের শরীরে নতুন স্ট্রেনের খোঁজ পাওয়া গিয়েছে ।