ETV Bharat / bharat

2 বছর পর বাড়ি ফিরল নিখোঁজ যুবক, ETV ভারতকে ধন্যবাদ পরিবারের - boy

স্মৃতি হারিয়ে হায়দরাবাদের পথে পথে ঘুরছিল বছর আঠারোর নেত্রানন্দ । পরে মাতৃদেব আনন্দ আশ্রমে আশ্রয় নেওয়ার পর সুস্থ হয়ে ওঠে । স্মৃতি ফিরতেই নিজের বাড়িতে ফিরতে চায় নেত্রানন্দ ।

গ্রামের বাড়িতে মায়ের সঙ্গে নেত্রানন্দ
author img

By

Published : Jun 27, 2019, 12:49 PM IST

Updated : Jun 27, 2019, 12:57 PM IST

কালাহান্ডি, 27 জুন : ঘরে ফিরল নিখোঁজ ছেলে । প্রায় দু'বছর পর ছেলেকে ফিরে পেয়ে খুশি পরিবার । আনন্দিত ওড়িশার মথুরাপুর গ্রাম । আর ছেলেকে ফিরে পেতে সাহায্যের জন্য ETV ভারতকে ধন্যবাদ জানাল নেত্রানন্দের পরিবার ও গ্রামবাসীরা ।

কালাহান্ডি জেলার মথুরাপুর গ্রামের কোটা পরিবারের সদস্য তিনজন । মা ও তার দুই ছেলেমেয়ে । বছর আঠারোর নেত্রানন্দ কোটা পারিবারের আর্থিক স্থিতির চাপে মাঝপথেই বন্ধ করে নিজের পড়াশোনা । পরিবারের হাল ধরতে একটি দোকানে কাজ শুরু করে । কিন্তু মানসিক চাপে ধীরে ধীরে নিজের মানসিক ভারসাম্য হারাতে শুরু করে । উপার্জনের আশায় একদিন হঠাৎ বেরিয়ে পড়ে ঘর ছেড়ে । গন্তব্য অজানা । বিভিন্ন জায়গা ঘুরে এসে পৌঁছায় হায়দরাবাদে । ততদিনে নিজের মানসিক স্থিতি হারিয়েছে কিশোর নেত্রানন্দ । ঠাঁই নেয় হায়দরাবাদের বানজারা হিলসের TDP অফিসের ফুটপাথে । সেখান থেকে তাকে মাতৃদেব আনন্দ আশ্রমে পাঠায় স্থানীয়রা । আশ্রমে মাস চারেক থাকার পর ধীরে ধীরে আশ্রমিকদের সেবায় সুস্থ হয়ে ওঠে নেত্রানন্দ ।

ভিডিয়োয় দেখুন

নেত্রানন্দ নিজের মানসিক স্থিতি ফিরে পাওয়ার পর আশ্রমের আবাসিকদের নিজের বাড়ি ও পরিবারের কথা জানায়। তারাই পুলিশের সঙ্গে যোগাযোগ করে খোঁজ পায় ওড়িশার কালাহান্ডি জেলার মথুরাপুর গ্রামে । প্রায় দুবছর পর ছেলের খবর পেয়ে মা তির কোটা খবর দেয় ETV ভারতকে । এরপর ETV ভারতের তৎপরতায় ও জেলা পুলিশের সাহায্যে নিজের বাড়িতে ফেরে নেত্রানন্দ । ছেলেকে ফিরে পেয়ে খুশি মা তির কোটা । তিনি ETV ভারতের প্রতিনিধিকে বলেন, আর্থিক অভাবের কারণে ছেলের পড়াশোনা সম্পূর্ণ হয়নি । মাথার উপর আশ্রয়টুকু ছাড়া সংসারের সম্বল কিছু নেই । সরকার বা প্রশাসন যদি জমি ও আর্থিক সাহায্যের আশ্বাস দেয় তবে ছেলেমেয়েকে নিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন ।

আরও পড়ুন : ঝাড়খণ্ডে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় আমি ব্যথিত : মোদি

আর বাড়ি ফিরে খুশি নেত্রানন্দের বক্তব্য, "এবার নিজের পড়াশোনা সম্পূর্ণ করতে চাই ।"

কালাহান্ডি, 27 জুন : ঘরে ফিরল নিখোঁজ ছেলে । প্রায় দু'বছর পর ছেলেকে ফিরে পেয়ে খুশি পরিবার । আনন্দিত ওড়িশার মথুরাপুর গ্রাম । আর ছেলেকে ফিরে পেতে সাহায্যের জন্য ETV ভারতকে ধন্যবাদ জানাল নেত্রানন্দের পরিবার ও গ্রামবাসীরা ।

কালাহান্ডি জেলার মথুরাপুর গ্রামের কোটা পরিবারের সদস্য তিনজন । মা ও তার দুই ছেলেমেয়ে । বছর আঠারোর নেত্রানন্দ কোটা পারিবারের আর্থিক স্থিতির চাপে মাঝপথেই বন্ধ করে নিজের পড়াশোনা । পরিবারের হাল ধরতে একটি দোকানে কাজ শুরু করে । কিন্তু মানসিক চাপে ধীরে ধীরে নিজের মানসিক ভারসাম্য হারাতে শুরু করে । উপার্জনের আশায় একদিন হঠাৎ বেরিয়ে পড়ে ঘর ছেড়ে । গন্তব্য অজানা । বিভিন্ন জায়গা ঘুরে এসে পৌঁছায় হায়দরাবাদে । ততদিনে নিজের মানসিক স্থিতি হারিয়েছে কিশোর নেত্রানন্দ । ঠাঁই নেয় হায়দরাবাদের বানজারা হিলসের TDP অফিসের ফুটপাথে । সেখান থেকে তাকে মাতৃদেব আনন্দ আশ্রমে পাঠায় স্থানীয়রা । আশ্রমে মাস চারেক থাকার পর ধীরে ধীরে আশ্রমিকদের সেবায় সুস্থ হয়ে ওঠে নেত্রানন্দ ।

ভিডিয়োয় দেখুন

নেত্রানন্দ নিজের মানসিক স্থিতি ফিরে পাওয়ার পর আশ্রমের আবাসিকদের নিজের বাড়ি ও পরিবারের কথা জানায়। তারাই পুলিশের সঙ্গে যোগাযোগ করে খোঁজ পায় ওড়িশার কালাহান্ডি জেলার মথুরাপুর গ্রামে । প্রায় দুবছর পর ছেলের খবর পেয়ে মা তির কোটা খবর দেয় ETV ভারতকে । এরপর ETV ভারতের তৎপরতায় ও জেলা পুলিশের সাহায্যে নিজের বাড়িতে ফেরে নেত্রানন্দ । ছেলেকে ফিরে পেয়ে খুশি মা তির কোটা । তিনি ETV ভারতের প্রতিনিধিকে বলেন, আর্থিক অভাবের কারণে ছেলের পড়াশোনা সম্পূর্ণ হয়নি । মাথার উপর আশ্রয়টুকু ছাড়া সংসারের সম্বল কিছু নেই । সরকার বা প্রশাসন যদি জমি ও আর্থিক সাহায্যের আশ্বাস দেয় তবে ছেলেমেয়েকে নিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন ।

আরও পড়ুন : ঝাড়খণ্ডে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় আমি ব্যথিত : মোদি

আর বাড়ি ফিরে খুশি নেত্রানন্দের বক্তব্য, "এবার নিজের পড়াশোনা সম্পূর্ণ করতে চাই ।"

Panipat (Haryana), June 27 (ANI): A man allegedly shot a woman and later committed suicide in Haryana's Panipat on Wednesday. While speaking to ANI, Deputy Superintendent of Police (DSP) of Panipat Satish Gautam said, "Body of the accused man has been identified as Kishor, two illicit firearms, a bag and a bike have been recovered. Prima facie it appears that the man shot at the woman and later committed suicide."
Last Updated : Jun 27, 2019, 12:57 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.