ETV Bharat / bharat

দিল্লিতে মণিপুরের যুবতিকে 'কোরোনা' ডেকে থুতু

মণিপুরের যুবতি দিল্লির মুখার্জি নগরের বিজয়নগর এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে থাকেন । গতরাতে বাড়ি ফেরার সময় তাকে কটূক্তি করে থুতু ফেলে এক যুবক ।

author img

By

Published : Mar 23, 2020, 1:13 PM IST

ছবি
ছবি

দিল্লি, 23 মার্চ : কোরোনা বলে ডাক দিয়ে মণিপুরের এক যুবতির গায়ে থুতু ফেলল যুবক । ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে ওই যুবতি । অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ । দিল্লির বিজয়নগর এলাকার ঘটনা ।

যুবতির বাড়ি মণিপুরে । দিল্লির মুখার্জি নগরের বিজয়নগর এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে থাকেন তিনি । গতরাতে বাড়ি ফিরছিলেন । তিনি তখন বিজয়নগরের রাস্তায় । পাশ দিয়ে স্কুটিতে চেপে যাচ্ছিল এক যুবক । হঠাৎই ওই যুবতির পাশে গিয়ে স্কুটি থামায় সে । তারপর তাঁকে কোরোনা বলে থুতু ফেলে সেখান থেকে পালিয়ে যায় ।

ঘটনায় স্থানীয় থানায় জাতিবৈষম্যের অভিযোগ দায়ের করেছেন যুবতি । গতরাতের CCTV ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ । অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে । এদিকে ঘটনার পর এলাকায় থাকা উত্তর-পূর্বের রাজ্যের লোকজনের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে । সোশাল মিডিয়াতেও ভাইরাল যুবতির ছবি । মণিপুরের লোকজনের কাছেও খবর পৌঁছেছে । তাঁরাও এই ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন ।

কয়েকদিন আগে কলকাতার রাস্তায় দার্জিলিংয়ের দুই বাসিন্দাকে জাতিবিদ্বেষমূলক কটূক্তির অভিযোগ উঠল । এঁদের মধ্যে একজন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী । অন্যজন যাদবপুরের ছাত্র । তাঁদের দেখে কোরোনা এসেছে বলে কটূক্তি করেছিল অভিযুক্তরা ।

দিল্লি, 23 মার্চ : কোরোনা বলে ডাক দিয়ে মণিপুরের এক যুবতির গায়ে থুতু ফেলল যুবক । ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে ওই যুবতি । অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ । দিল্লির বিজয়নগর এলাকার ঘটনা ।

যুবতির বাড়ি মণিপুরে । দিল্লির মুখার্জি নগরের বিজয়নগর এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে থাকেন তিনি । গতরাতে বাড়ি ফিরছিলেন । তিনি তখন বিজয়নগরের রাস্তায় । পাশ দিয়ে স্কুটিতে চেপে যাচ্ছিল এক যুবক । হঠাৎই ওই যুবতির পাশে গিয়ে স্কুটি থামায় সে । তারপর তাঁকে কোরোনা বলে থুতু ফেলে সেখান থেকে পালিয়ে যায় ।

ঘটনায় স্থানীয় থানায় জাতিবৈষম্যের অভিযোগ দায়ের করেছেন যুবতি । গতরাতের CCTV ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ । অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে । এদিকে ঘটনার পর এলাকায় থাকা উত্তর-পূর্বের রাজ্যের লোকজনের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে । সোশাল মিডিয়াতেও ভাইরাল যুবতির ছবি । মণিপুরের লোকজনের কাছেও খবর পৌঁছেছে । তাঁরাও এই ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন ।

কয়েকদিন আগে কলকাতার রাস্তায় দার্জিলিংয়ের দুই বাসিন্দাকে জাতিবিদ্বেষমূলক কটূক্তির অভিযোগ উঠল । এঁদের মধ্যে একজন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী । অন্যজন যাদবপুরের ছাত্র । তাঁদের দেখে কোরোনা এসেছে বলে কটূক্তি করেছিল অভিযুক্তরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.