ETV Bharat / bharat

ভাদোদরায় ভিনরাজ্যের শ্রমিকদের বাসে আগুন, ঝাঁপ দিয়ে বাঁচলেন 18 জন

ভিনরাজ্যের বেশ কয়েকজন শ্রমিককে সায়াজিপুরার একটি রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছিল । খোয়াদিয়ার নগরের কাছে আসতেই বাসটি হঠাৎ ধোঁয়ায় ভরে যায় । আগুনের ফুলকি দেখতে পেয়ে জানালা দিয়ে ঝাঁপ দিতে শুরু করেন শ্রমিকরা ।

ছবি
ছবি
author img

By

Published : May 19, 2020, 11:12 AM IST

গান্ধিনগর, 19 মে : গুজরাতের ভাদোদরায় ভিনরাজ্যের শ্রমিকদের বাসে আগুন । জানালা দিয়ে ঝাঁপ মেরে বেঁচে যান 18 জন শ্রমিক । দমকলের চারটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর পলাতক চালক ও কন্ডাক্টর ।

গতকাল দুপুরে একটি বাসে ভিনরাজ্যের বেশ কয়েকজন শ্রমিককে সায়াজিপুরার একটি রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছিল । খোয়াদিয়ার নগরের কাছে আসতেই বাসটি হঠাৎ ধোঁয়ায় ভরে যায় । আগুনের ফুলকি দেখতে পেয়ে জানালা দিয়ে ঝাঁপ মারতে শুরু করেন শ্রমিকরা । কোনওরকমে বেঁচে যান 18 জন ।

প্রত্যক্ষদর্শীদের কথায়, বাসটির ভিতর পুরো অন্ধকার হয়ে গেছিল । কাউকে দেখা যাচ্ছিল না । হঠাৎ জানালা খুলে সেখান থেকে ঝাঁপ দিতে দেখা যায় কয়েকজনকে । তারপর বাসটিতে আগুন লেগে যায় । দমকল এসে পরে আগুন নিয়ন্ত্রণে আনে ।

দমকলের এক আধিকারিক জানিয়েছেন, "ওই শ্রমিকদের জন্য দ্রুত আরেকটি বাসের ব্যবস্থা করা হয় । কীভাবে আগুন লেগেছিল তা এখনও স্পষ্ট নয় । যদি এই দুর্ঘটনার পিছনে কারও গাফিলতি থাকে, তাহলে তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ।"

তিনি আরও জানান, কোনও শ্রমিকের কোনও মূল্যবান সামগ্রী নষ্ট হয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে । প্রয়োজনে তাঁদের সবরকম সাহায্য় করা হবে ।

গান্ধিনগর, 19 মে : গুজরাতের ভাদোদরায় ভিনরাজ্যের শ্রমিকদের বাসে আগুন । জানালা দিয়ে ঝাঁপ মেরে বেঁচে যান 18 জন শ্রমিক । দমকলের চারটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর পলাতক চালক ও কন্ডাক্টর ।

গতকাল দুপুরে একটি বাসে ভিনরাজ্যের বেশ কয়েকজন শ্রমিককে সায়াজিপুরার একটি রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছিল । খোয়াদিয়ার নগরের কাছে আসতেই বাসটি হঠাৎ ধোঁয়ায় ভরে যায় । আগুনের ফুলকি দেখতে পেয়ে জানালা দিয়ে ঝাঁপ মারতে শুরু করেন শ্রমিকরা । কোনওরকমে বেঁচে যান 18 জন ।

প্রত্যক্ষদর্শীদের কথায়, বাসটির ভিতর পুরো অন্ধকার হয়ে গেছিল । কাউকে দেখা যাচ্ছিল না । হঠাৎ জানালা খুলে সেখান থেকে ঝাঁপ দিতে দেখা যায় কয়েকজনকে । তারপর বাসটিতে আগুন লেগে যায় । দমকল এসে পরে আগুন নিয়ন্ত্রণে আনে ।

দমকলের এক আধিকারিক জানিয়েছেন, "ওই শ্রমিকদের জন্য দ্রুত আরেকটি বাসের ব্যবস্থা করা হয় । কীভাবে আগুন লেগেছিল তা এখনও স্পষ্ট নয় । যদি এই দুর্ঘটনার পিছনে কারও গাফিলতি থাকে, তাহলে তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ।"

তিনি আরও জানান, কোনও শ্রমিকের কোনও মূল্যবান সামগ্রী নষ্ট হয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে । প্রয়োজনে তাঁদের সবরকম সাহায্য় করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.