ETV Bharat / bharat

গুজরাতের প্রগতিনগরে বাড়ি ভেঙে মৃত 4 - প্রগতিনগরে বাড়ি ভেঙে মৃত

গুজরাতের নদিয়াদের প্রগতিনগরে তিনতলা বাড়ি ভেঙে মৃত্যু হল কমপক্ষে 4 জনের । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে । শুরু হয়েছে উদ্ধার কাজ ।

ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধারকাজ
author img

By

Published : Aug 10, 2019, 8:19 AM IST

Updated : Aug 10, 2019, 8:28 AM IST

খেদা (গুজরাত), 10 অগাস্ট : গুজরাতের নদিয়াদের প্রগতিনগরে তিনতলা বাড়ি ভেঙে মৃত্যু হল কমপক্ষে 4 জনের । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে । শুরু হয়েছে উদ্ধার কাজ ।

বাড়ি ভেঙে পড়ার খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ ও দমকল । উদ্ধারকার্যে নামে NDRFও । জানা যাচ্ছে, এই বাড়িটিতে 50টি পরিবার থাকত । উদ্ধারকারী দল 2 জনকে নিরাপদে বের করে আনে । তবে এখনও 7 থেকে 10 জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে মনে করা হচ্ছে ।

ভেঙে পড়া বাড়িটি বেশ পুরোনো ছিল ও কিছুদিন আগে বাড়িটি খালি করার জন্য নোটিশ দেওয়া হয়েছিল ।

খেদা (গুজরাত), 10 অগাস্ট : গুজরাতের নদিয়াদের প্রগতিনগরে তিনতলা বাড়ি ভেঙে মৃত্যু হল কমপক্ষে 4 জনের । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে । শুরু হয়েছে উদ্ধার কাজ ।

বাড়ি ভেঙে পড়ার খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ ও দমকল । উদ্ধারকার্যে নামে NDRFও । জানা যাচ্ছে, এই বাড়িটিতে 50টি পরিবার থাকত । উদ্ধারকারী দল 2 জনকে নিরাপদে বের করে আনে । তবে এখনও 7 থেকে 10 জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে মনে করা হচ্ছে ।

ভেঙে পড়া বাড়িটি বেশ পুরোনো ছিল ও কিছুদিন আগে বাড়িটি খালি করার জন্য নোটিশ দেওয়া হয়েছিল ।

Nadiad (Gujarat), Aug 10 (ANI): A three-storey apartment building in Gujarat's Nadiad collapsed on late night of Friday, 8 August. Several people are feared trapped inside the collapsed building. Rescue operations are underway. More details are awaited.
Last Updated : Aug 10, 2019, 8:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.