ETV Bharat / bharat

চার বছরের শিশুকন্যাকে ধর্ষণ, ধৃত দুই দাদা - Crime

হায়দরাবাদে চার বছরের শিশুকন্যাকে ধর্ষণ করল দুই দাদা

প্রতিকী ছবি
author img

By

Published : Jul 5, 2019, 10:58 AM IST

হায়দরাবাদ, 5 জুলাই : চার বছরের শিশুকন্যাকে ধর্ষণ করার দায়ে দুই দাদাকে গ্রেপ্তার করল পুলিশ । ঘটনাটি হায়দরাবাদের রাজেন্দ্রনগর ঘটে । ঘটনাটি তিনদিন আগে ঘটলেও বুধবার রাতে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয় । এই বিষয়ে তদন্ত শুরু করে গতকাল 18 ও 20 বছরের দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । তাদের বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু হয়েছে ।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত দাদারা মিস্টির লোভ দেখিয়ে তাদের বাড়ির ছাদে নিয়ে যায় চার বছরের শিশুকন্যাটিকে । সেখানে এই ঘটনাটি ঘটায় তারা ।

হায়দরাবাদের অদূরেই ওয়ারাঙ্গালে নয় মাসের এক শিশুর ধর্ষণ ঘিরে ইতিমধ্যেই বিক্ষোভ প্রদর্শন চলছে । একই ঘটনায় উত্তাল জয়পুরও । এরকম একটি সময়ে আরও একটি নাবালিকা ধর্ষণের ঘটনা সামনে এল তেলেঙ্গনা রাজ্যে ।

হায়দরাবাদ, 5 জুলাই : চার বছরের শিশুকন্যাকে ধর্ষণ করার দায়ে দুই দাদাকে গ্রেপ্তার করল পুলিশ । ঘটনাটি হায়দরাবাদের রাজেন্দ্রনগর ঘটে । ঘটনাটি তিনদিন আগে ঘটলেও বুধবার রাতে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয় । এই বিষয়ে তদন্ত শুরু করে গতকাল 18 ও 20 বছরের দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । তাদের বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু হয়েছে ।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত দাদারা মিস্টির লোভ দেখিয়ে তাদের বাড়ির ছাদে নিয়ে যায় চার বছরের শিশুকন্যাটিকে । সেখানে এই ঘটনাটি ঘটায় তারা ।

হায়দরাবাদের অদূরেই ওয়ারাঙ্গালে নয় মাসের এক শিশুর ধর্ষণ ঘিরে ইতিমধ্যেই বিক্ষোভ প্রদর্শন চলছে । একই ঘটনায় উত্তাল জয়পুরও । এরকম একটি সময়ে আরও একটি নাবালিকা ধর্ষণের ঘটনা সামনে এল তেলেঙ্গনা রাজ্যে ।

Mumbai, July 05 (ANI): A car caught fire outside IIT Bombay. The firefighters reached at the spot and started firefighting operations. They controlled the fire in few hours. No injuries have been reported.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.