ETV Bharat / bharat

বাবা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন - পুত্র সন্তানের বাবা হলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন

সম্প্রতি মারণ ভাইরাসের কবল থেকে পুরোপুরি মুক্ত হয়ে বাড়ি ফেরেন । সোমবার থেকে কাজেও ফিরছিলেন । তার দুদিন পরই সুখবর পেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ।

Boris Johnson
Boris Johnson
author img

By

Published : Apr 29, 2020, 5:04 PM IST

Updated : Apr 29, 2020, 8:25 PM IST

লন্ডন, 29 এপ্রিল: পুত্র সন্তানের বাবা হলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন । 55 বছর বয়সি প্রধানমন্ত্রীর বান্ধবী ক্যারি সাইমন্ডস বুধবার লন্ডন হাসপাতালে সন্তানের জন্ম দেন । মা ও সন্তান উভয়েই সুস্থ আছে বলে জানা গিয়েছে । এই কোরোনা পরিস্থিতিতে সরকারি হাসপাতালের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন জনসন ও তাঁর 32 বছর বয়সী বান্ধবী ক্যারি সাইমন্ডস ।

কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন বরিস । এক সপ্তাহ ধরে ভরতি ছিলেন লন্ডন হাসপাতালে । অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তিনটে রাত ইনটেনসিভ কেয়ারে রাখা হয়েছিল । সম্প্রতি মারণ ভাইরাসের কবল থেকে পুরোপুরি মুক্ত হয়ে বাড়ি ফেরেন । সোমবার থেকে কাজেও ফিরেছিলেন । তার দুদিন পরই সুখবর পেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী । COVID-19-এর উপসর্গ নিয়ে এক সপ্তাহ ধরে হাসপাতালে ভরতি ছিলেন সাইমন্ডসও । যদিও তাঁর দেহে ভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি ।

ক্যারি সাইমন্ডসের এটা প্রথম সন্তান হলেও প্রধানমন্ত্রী জনসন এই নিয়ে পঞ্চমবার পিতৃত্বের স্বাদ পেলেন । জনসন ও তাঁর দ্বিতীয় স্ত্রী মেরিনা হুইলারের চারটি সন্তান রয়েছে । এর আগে টনি ব্লেয়ার এবং ডেভিড ক্যামেরনও প্রধানমন্ত্রী থাকাকালীন বাবা হন ।

সাইমন্ডস অন্ত্বঃসত্ত্বা হওয়ার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বান্ধবীর সঙ্গে বাগদান পর্ব সারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী । তখনই তাঁরা জানিয়েছিলেন, গ্রীষ্মের শুরুতেই আসতে চলেছে নতুন অতিথি ।

লন্ডন, 29 এপ্রিল: পুত্র সন্তানের বাবা হলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন । 55 বছর বয়সি প্রধানমন্ত্রীর বান্ধবী ক্যারি সাইমন্ডস বুধবার লন্ডন হাসপাতালে সন্তানের জন্ম দেন । মা ও সন্তান উভয়েই সুস্থ আছে বলে জানা গিয়েছে । এই কোরোনা পরিস্থিতিতে সরকারি হাসপাতালের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন জনসন ও তাঁর 32 বছর বয়সী বান্ধবী ক্যারি সাইমন্ডস ।

কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন বরিস । এক সপ্তাহ ধরে ভরতি ছিলেন লন্ডন হাসপাতালে । অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তিনটে রাত ইনটেনসিভ কেয়ারে রাখা হয়েছিল । সম্প্রতি মারণ ভাইরাসের কবল থেকে পুরোপুরি মুক্ত হয়ে বাড়ি ফেরেন । সোমবার থেকে কাজেও ফিরেছিলেন । তার দুদিন পরই সুখবর পেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী । COVID-19-এর উপসর্গ নিয়ে এক সপ্তাহ ধরে হাসপাতালে ভরতি ছিলেন সাইমন্ডসও । যদিও তাঁর দেহে ভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি ।

ক্যারি সাইমন্ডসের এটা প্রথম সন্তান হলেও প্রধানমন্ত্রী জনসন এই নিয়ে পঞ্চমবার পিতৃত্বের স্বাদ পেলেন । জনসন ও তাঁর দ্বিতীয় স্ত্রী মেরিনা হুইলারের চারটি সন্তান রয়েছে । এর আগে টনি ব্লেয়ার এবং ডেভিড ক্যামেরনও প্রধানমন্ত্রী থাকাকালীন বাবা হন ।

সাইমন্ডস অন্ত্বঃসত্ত্বা হওয়ার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বান্ধবীর সঙ্গে বাগদান পর্ব সারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী । তখনই তাঁরা জানিয়েছিলেন, গ্রীষ্মের শুরুতেই আসতে চলেছে নতুন অতিথি ।

Last Updated : Apr 29, 2020, 8:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.