জম্মু, ৭ মার্চ : জম্মুতে বাসস্ট্যান্ডে গ্রেনেড বিস্ফোরণ। আহত হয়েছেন ১৮ জন। আহতদের মধ্যে কয়েকজন বাসচালক ও কন্ডাক্টর আছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। বিস্ফোরণের দায় এখনও কেউ স্বীকার করেনি। এলাকাটি ঘিরে রেখেছে নিরাপত্তারক্ষীরা। পুলিশ জানিয়েছে, গ্রেনেডটি একটি বাসের নিচে রাখা ছিল। পুলিশ তদন্ত শুরু করেছে।
বাসের ভিতরে কেউ ছিল কি না সেটা স্পষ্ট নয়। এক প্রত্যক্ষদর্শী সংবাদসংস্থা ANI-কে বলেন, "আমি প্রথমে ভাবি বাসের টায়ার ফেটেছে। বিস্ফোরণটি বেশ তীব্র ছিল। আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।"
জম্মুর IGP এম কে সিনহা ঘটনাস্থানে পৌঁছেছেন। পুলিশের তরফ থেকে সাংবাদিকদের জানানো হয়েছে, কারা এই ঘটনা ঘটাল তা খতিয়ে দেখা হচ্ছে। যারা আঘাত হেনেছে তাদের শীঘ্রই ধরা হবে।