ETV Bharat / bharat

সরকার গড়ার দায় BJP-র, সোনিয়ার সঙ্গে বৈঠক শেষে বললেন পাওয়ার - শরদ পাওয়ার

মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হল শরদ পাওয়ার ও সোনিয়া গান্ধির মধ্যে । বিধানসভা নির্বাচন পরবর্তী মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি সোনিয়া গান্ধির সামনে তুলে ধরেন শরদ পাওয়ার ।

শরদ পাওয়ার
author img

By

Published : Nov 4, 2019, 11:18 PM IST

দিল্লি, 4 নভেম্বর : দিল্লিতে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধির সঙ্গে আজ সন্ধ্যায় বৈঠক করলেন NCP প্রধান শরদ পাওয়ার। তাঁর সঙ্গে ছিলেন প্রফুল প্যাটেল । মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তাঁদের মধ্যে । বিধানসভা নির্বাচন পরবর্তী মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি সনিয়া গান্ধির সামনে তুলে ধরেন শরদ পাওয়ার ।

বৈঠক শেষে শরদ পাওয়ার জানান, ভোট পরবর্তী রাজনৈতিক সমীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে । NCP প্রধান বলেন, " মহারাষ্ট্রে সরকার গড়ার দায় BJP-র । মহারাষ্ট্রের মানুষ আমাদের বিরোধী আসনে বসার জন্য রায় দিয়েছে । তবে ভবিষ্যতে কী হবে তা কেউ বলতে পারে না ।"

এদিকে রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে শরদ পাওয়ারের সঙ্গে যোগাযোগ রাখছেন । তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন NCP প্রধান ।

দিল্লি, 4 নভেম্বর : দিল্লিতে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধির সঙ্গে আজ সন্ধ্যায় বৈঠক করলেন NCP প্রধান শরদ পাওয়ার। তাঁর সঙ্গে ছিলেন প্রফুল প্যাটেল । মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তাঁদের মধ্যে । বিধানসভা নির্বাচন পরবর্তী মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি সনিয়া গান্ধির সামনে তুলে ধরেন শরদ পাওয়ার ।

বৈঠক শেষে শরদ পাওয়ার জানান, ভোট পরবর্তী রাজনৈতিক সমীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে । NCP প্রধান বলেন, " মহারাষ্ট্রে সরকার গড়ার দায় BJP-র । মহারাষ্ট্রের মানুষ আমাদের বিরোধী আসনে বসার জন্য রায় দিয়েছে । তবে ভবিষ্যতে কী হবে তা কেউ বলতে পারে না ।"

এদিকে রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে শরদ পাওয়ারের সঙ্গে যোগাযোগ রাখছেন । তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন NCP প্রধান ।

Banda (Uttar Pradesh), Nov 04 (ANI): Employees of electricity department wore helmets while working at their dilapidated office building in Uttar Pradesh's Banda. They took the step to protect themselves from any untoward incident. Around 12-13 employees work in that building. The ceiling of the building is in crumbling state. One of the employees said, "It is the same condition since I joined. We have written to authorities but there is no response."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.