দিল্লি, 4 নভেম্বর : দিল্লিতে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধির সঙ্গে আজ সন্ধ্যায় বৈঠক করলেন NCP প্রধান শরদ পাওয়ার। তাঁর সঙ্গে ছিলেন প্রফুল প্যাটেল । মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তাঁদের মধ্যে । বিধানসভা নির্বাচন পরবর্তী মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি সনিয়া গান্ধির সামনে তুলে ধরেন শরদ পাওয়ার ।
বৈঠক শেষে শরদ পাওয়ার জানান, ভোট পরবর্তী রাজনৈতিক সমীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে । NCP প্রধান বলেন, " মহারাষ্ট্রে সরকার গড়ার দায় BJP-র । মহারাষ্ট্রের মানুষ আমাদের বিরোধী আসনে বসার জন্য রায় দিয়েছে । তবে ভবিষ্যতে কী হবে তা কেউ বলতে পারে না ।"
এদিকে রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে শরদ পাওয়ারের সঙ্গে যোগাযোগ রাখছেন । তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন NCP প্রধান ।