দিল্লি, 2 জুলাই : কাট-মানি নেওয়ার বিষয়টি মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এমনটাই বললেন হুগলির BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় ।
লকেটের কথায়, "তৃণমূল নেতারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাট-মানি নিয়ে থাকেন ।" আজ সংসদের জ়িরো আওয়ারে এই ভাবেই কাট-মানি ইশুতে তৃণমূলকে বিঁধলেন লকেট । পাশাপাশি তিনি আজ সংসদে দাবি করেন, "পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করেছেন যে তাঁর নেতারা কাট-মানি নেন ।"
পাশাপাশি আজ লকেট অভিযোগ করেন, "তৃণমূলের নিচু তলার কর্মী থেকে উপর মহল, সবাই কাট-মানি নেন । মুখ্যমন্ত্রী তাঁদেরকে 25 শতাংশ রেখে বাকিটা তাঁকে দিয়ে দিতে বলেন ।"
প্রসঙ্গত কাট-মানি ইশুতে এর আগে রাজ্যে এসে মমতাকে আক্রমণ করেছেন BJP-র কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় । কাটমানি ইশুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলেছিলেন তিনি । এছাড়া তৃণমূলের কাট-মানি ইশুতে সরব হয়েছে BJP রাজ্য নেতৃত্ব ।