ETV Bharat / bharat

বাজেট অধিবেশনে দলের সমস্ত সাংসদকে উপস্থিত থাকতে নির্দেশ বিজেপির - budget session

বাজেট অধিবেশন চলার সময় রোজ সংসদে উপস্থিত থাকতে হবে দলের সমস্ত সাংসদকে ৷ শুক্রবার এই নির্দেশই দিয়েছে ভারতীয় জনতা পার্টি ৷ এবারের বাজেট অধিবেশন দুটি ভাগে হবে ৷ 29 জানুয়ারি থেকে প্রথম ভাগ শুরু হবে ৷ শেষ হবে 14 ফেব্রুয়ারি ৷ আর দ্বিতীয় ভাগের শুরু 9 মার্চ ৷ যা চলবে 8 এপ্রিল পর্যন্ত ৷

bjp-asks-its-mps-to-be-present-in-parliament-during-budget-session
বাজেট অধিবেশনে দলের সমস্ত সাংসদকে সংসদে উপস্থিত থাকতে নির্দেশ বিজেপির
author img

By

Published : Jan 15, 2021, 9:31 PM IST

দিল্লি, 15 জানুয়ারি : বাজেট অধিবেশন চলার সময় রোজ সংসদে উপস্থিত থাকতে হবে দলের সমস্ত সাংসদকে ৷ শুক্রবার এই নির্দেশই দিয়েছে ভারতীয় জনতা পার্টি ৷ আগামী 29 জানুয়ারি সংসদে যৌথ অধিবেশনের মাধ্যমে শুরু হচ্ছে এই বছরের বাজেট অধিবেশন ৷ 1 ফেব্রুয়ারি লোকসভায় পেশ হবে বাজেট ৷ তার পর থেকে লোকসভা ও রাজ্যসভায় সাংসদদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রের শাসক দল ৷ সূত্রের খবর, সরকার এই অধিবেশনেও কিছু গুরুত্বপূর্ণ বিল পাস করাতে পারে ৷ সেই কারণেই সাংসদদের রোজ অধিবেশনে উপস্থিত থাকতে বলা হচ্ছে ৷

যদিও দলের সংসদীয় অফিসের সচিব বালাসুব্রহ্মণ্যম কামারসু সাংসদদের চিঠি দিয়ে জানিয়েছেন যে গুরুত্বপূর্ণ সংসদীয় কাজ, আলোচনায় যাতে প্রত্যেক সাংসদ উপস্থিত থাকতে পারেন, সেই কারণেই এই নির্দেশ দেওয়া হচ্ছে ৷ তাই অধিবেশনের সময় দিল্লির বাইরে কোনও কাজ না রাখতেও সাংসদের নির্দেশ দেওয়া হয়েছে বিজেপির তরফে ৷

সংসদে বাজেট অধিবেশনের সূচনা করেন রাষ্ট্রপতি ৷ প্রথমদিন যৌথ অধিবশেন সংসদের সেন্ট্রাল হলে ভাষণ দেন রাষ্ট্রপতি ৷ এবারও 29 জানুয়ারি প্রথামাফিক ভাষণ দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ আর 1 ফেব্রুয়ারি লোকসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷

আরও পড়ুন : আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন শুনে মেজাজ হারালেন নীতিশ

এবারের বাজেট অধিবেশন দুটি ভাগে হবে ৷ 29 জানুয়ারি থেকে প্রথম ভাগ শুরু হবে ৷ শেষ হবে 14 ফেব্রুয়ারি ৷ আর দ্বিতীয় ভাগের শুরু 9 মার্চ ৷ যা চলবে 8 এপ্রিল পর্যন্ত ৷

দিল্লি, 15 জানুয়ারি : বাজেট অধিবেশন চলার সময় রোজ সংসদে উপস্থিত থাকতে হবে দলের সমস্ত সাংসদকে ৷ শুক্রবার এই নির্দেশই দিয়েছে ভারতীয় জনতা পার্টি ৷ আগামী 29 জানুয়ারি সংসদে যৌথ অধিবেশনের মাধ্যমে শুরু হচ্ছে এই বছরের বাজেট অধিবেশন ৷ 1 ফেব্রুয়ারি লোকসভায় পেশ হবে বাজেট ৷ তার পর থেকে লোকসভা ও রাজ্যসভায় সাংসদদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রের শাসক দল ৷ সূত্রের খবর, সরকার এই অধিবেশনেও কিছু গুরুত্বপূর্ণ বিল পাস করাতে পারে ৷ সেই কারণেই সাংসদদের রোজ অধিবেশনে উপস্থিত থাকতে বলা হচ্ছে ৷

যদিও দলের সংসদীয় অফিসের সচিব বালাসুব্রহ্মণ্যম কামারসু সাংসদদের চিঠি দিয়ে জানিয়েছেন যে গুরুত্বপূর্ণ সংসদীয় কাজ, আলোচনায় যাতে প্রত্যেক সাংসদ উপস্থিত থাকতে পারেন, সেই কারণেই এই নির্দেশ দেওয়া হচ্ছে ৷ তাই অধিবেশনের সময় দিল্লির বাইরে কোনও কাজ না রাখতেও সাংসদের নির্দেশ দেওয়া হয়েছে বিজেপির তরফে ৷

সংসদে বাজেট অধিবেশনের সূচনা করেন রাষ্ট্রপতি ৷ প্রথমদিন যৌথ অধিবশেন সংসদের সেন্ট্রাল হলে ভাষণ দেন রাষ্ট্রপতি ৷ এবারও 29 জানুয়ারি প্রথামাফিক ভাষণ দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ আর 1 ফেব্রুয়ারি লোকসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷

আরও পড়ুন : আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন শুনে মেজাজ হারালেন নীতিশ

এবারের বাজেট অধিবেশন দুটি ভাগে হবে ৷ 29 জানুয়ারি থেকে প্রথম ভাগ শুরু হবে ৷ শেষ হবে 14 ফেব্রুয়ারি ৷ আর দ্বিতীয় ভাগের শুরু 9 মার্চ ৷ যা চলবে 8 এপ্রিল পর্যন্ত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.