ETV Bharat / bharat

প্রয়াত BJD বিধায়ক প্রদীপ মহারথী

কোরোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন । কিন্তু শারীরিক অসুস্থতার কারণে ফের তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছিল । আজ সকালে মারা যান । বয়স হয়েছিল 65 বছর ।

Pradeep Maharathy
Pradeep Maharathy
author img

By

Published : Oct 4, 2020, 3:46 PM IST

ভুবনেশ্বর, 4 অক্টোবর : প্রয়াত বিজু জনতা দলের (BJD) বিধায়ক প্রদীপ মহারথী । বয়স হয়েছিল 65 বছর । আজ ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান ।

সেপ্টেম্বরের 14 তারিখ তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছিল । কোরোনা মুক্ত হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছিলেন । কিন্তু পরে শারীরিক অসুস্থতার কারণে ফের তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় শুক্রবার থেকে তাঁকে ভেন্টিলেশনের সাপোর্টে রাখা হয়েছিল ।

পুরীর SCS কলেজে ছাত্র নেতা হিসেবে প্রদীপ মহারথী তাঁর রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন । 1985 সালে জনতা দলে যোগ দিয়েছিলেন । সেই বছরই পিপিলি থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন । পুরীর পিপিলি থেকে মোট সাত বারের জন্য বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি । 2000 সালে বিজু জনতা দলে যোগ দিয়েছিলেন । 2011 সালে নবীন পট্টনায়েকের মন্ত্রিসভায় কৃষি, মৎস্য, পঞ্চায়েত রাজ এবং পানীয় জলের দপ্তরের দায়িত্ব সামলেছেন ।

ওড়িশার রাজ্যপাল গণেশ লাল, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং প্রতাপ সারাঙ্গি তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ।

ভুবনেশ্বর, 4 অক্টোবর : প্রয়াত বিজু জনতা দলের (BJD) বিধায়ক প্রদীপ মহারথী । বয়স হয়েছিল 65 বছর । আজ ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান ।

সেপ্টেম্বরের 14 তারিখ তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছিল । কোরোনা মুক্ত হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছিলেন । কিন্তু পরে শারীরিক অসুস্থতার কারণে ফের তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় শুক্রবার থেকে তাঁকে ভেন্টিলেশনের সাপোর্টে রাখা হয়েছিল ।

পুরীর SCS কলেজে ছাত্র নেতা হিসেবে প্রদীপ মহারথী তাঁর রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন । 1985 সালে জনতা দলে যোগ দিয়েছিলেন । সেই বছরই পিপিলি থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন । পুরীর পিপিলি থেকে মোট সাত বারের জন্য বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি । 2000 সালে বিজু জনতা দলে যোগ দিয়েছিলেন । 2011 সালে নবীন পট্টনায়েকের মন্ত্রিসভায় কৃষি, মৎস্য, পঞ্চায়েত রাজ এবং পানীয় জলের দপ্তরের দায়িত্ব সামলেছেন ।

ওড়িশার রাজ্যপাল গণেশ লাল, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং প্রতাপ সারাঙ্গি তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.