দিল্লি, 29 জুলাই : পাঁচটি রাফাল যুদ্ধবিমান ইতিমধ্যেই ঢুকে গেছে ভারতের আকাশসীমায় । জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । প্রতিরক্ষামন্ত্রকের তরফে এক টুইটে জানানো হয়েছে, "পাখিরা ভারতীয় আকাশসীমায় ঢুকে গেছে । আম্বালায় অবতরণ শুভ হোক ।"
প্রতিরক্ষামন্ত্রকের থেকে অন্য একটি টুইটে জানানো হয়েছে, "পাঁচটি রাফাল বিমান সঙ্গে ভারতীয় আকাশসীমায় প্রবেশ করার পর তাদের নিয়ে আসছে 02 SU30 MKI বিমান ।"
-
#WATCH: Five #Rafale jets in the Indian airspace, flanked by two Su-30MKIs (Source: Raksha Mantri's Office) pic.twitter.com/hCoybNQQOv
— ANI (@ANI) July 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH: Five #Rafale jets in the Indian airspace, flanked by two Su-30MKIs (Source: Raksha Mantri's Office) pic.twitter.com/hCoybNQQOv
— ANI (@ANI) July 29, 2020#WATCH: Five #Rafale jets in the Indian airspace, flanked by two Su-30MKIs (Source: Raksha Mantri's Office) pic.twitter.com/hCoybNQQOv
— ANI (@ANI) July 29, 2020
7000 কিমি যাত্রাপথ অতিক্রম করে আডজ ভারতের মাটি স্পর্শ করতে চলেছে রাফাল । ফ্রান্সের ইস্ট্রেস এয়ারবেস থেকে দেশের উদ্দেশে 2 দিন আগে রওনা দিয়েছিল ৷ সূচি অনুযায়ী আরব আমিরশাহির আল ধাফরা বিমানঘাঁটিতে থামার আগে ফ্রান্সের এয়ারফোর্স ট্যাঙ্কার থেকে জ্বালানি ভরে রাফাল । ভারতীয় বায়ুসেনার তরফে শেয়ার করা হয়েছিল সেই ছবি ৷ আজ হরিয়ানার আম্বালায় অবতরণের কথা পাঁচটি রাফাল-এর ৷ ইতিমধ্যেই পাঁচটি যুদ্ধবিমান ভারতীয় আকাশসীমায় প্রবেশ করে গেছে । স্বাগত জানাতে তৈরি আম্বালা বিমানঘাঁটি ।
উল্লেখ্য, এই বিমানঘাঁটি পাকিস্তান ও চিন সীমান্ত থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত । তাই কড়া নিরাপত্তা জারি করা হয়েছে ।