ETV Bharat / bharat

ভারতের আকাশসীমায় প্রবেশ, রাফালকে স্বাগত প্রতিরক্ষামন্ত্রকের - রাফাল

প্রতিরক্ষামন্ত্রকের তরফে এক টুইটে জানানো হয়েছে, "পাখিরা ভারতীয় আকাশসীমায় ঢুকে গেছে । আম্বালায় অবতরণ শুভ হোক ।"

রাফালকে স্বাগত
রাফালকে স্বাগত
author img

By

Published : Jul 29, 2020, 3:02 PM IST

Updated : Jul 29, 2020, 3:19 PM IST

দিল্লি, 29 জুলাই : পাঁচটি রাফাল যুদ্ধবিমান ইতিমধ্যেই ঢুকে গেছে ভারতের আকাশসীমায় । জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । প্রতিরক্ষামন্ত্রকের তরফে এক টুইটে জানানো হয়েছে, "পাখিরা ভারতীয় আকাশসীমায় ঢুকে গেছে । আম্বালায় অবতরণ শুভ হোক ।"

প্রতিরক্ষামন্ত্রকের থেকে অন্য একটি টুইটে জানানো হয়েছে, "পাঁচটি রাফাল বিমান সঙ্গে ভারতীয় আকাশসীমায় প্রবেশ করার পর তাদের নিয়ে আসছে 02 SU30 MKI বিমান ।"

7000 কিমি যাত্রাপথ অতিক্রম করে আডজ ভারতের মাটি স্পর্শ করতে চলেছে রাফাল । ফ্রান্সের ইস্ট্রেস এয়ারবেস থেকে দেশের উদ্দেশে 2 দিন আগে রওনা দিয়েছিল ৷ সূচি অনুযায়ী আরব আমিরশাহির আল ধাফরা বিমানঘাঁটিতে থামার আগে ফ্রান্সের এয়ারফোর্স ট্যাঙ্কার থেকে জ্বালানি ভরে রাফাল । ভারতীয় বায়ুসেনার তরফে শেয়ার করা হয়েছিল সেই ছবি ৷ আজ হরিয়ানার আম্বালায় অবতরণের কথা পাঁচটি রাফাল-এর ৷ ইতিমধ্যেই পাঁচটি যুদ্ধবিমান ভারতীয় আকাশসীমায় প্রবেশ করে গেছে । স্বাগত জানাতে তৈরি আম্বালা বিমানঘাঁটি ।

উল্লেখ্য, এই বিমানঘাঁটি পাকিস্তান ও চিন সীমান্ত থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত । তাই কড়া নিরাপত্তা জারি করা হয়েছে ।

দিল্লি, 29 জুলাই : পাঁচটি রাফাল যুদ্ধবিমান ইতিমধ্যেই ঢুকে গেছে ভারতের আকাশসীমায় । জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । প্রতিরক্ষামন্ত্রকের তরফে এক টুইটে জানানো হয়েছে, "পাখিরা ভারতীয় আকাশসীমায় ঢুকে গেছে । আম্বালায় অবতরণ শুভ হোক ।"

প্রতিরক্ষামন্ত্রকের থেকে অন্য একটি টুইটে জানানো হয়েছে, "পাঁচটি রাফাল বিমান সঙ্গে ভারতীয় আকাশসীমায় প্রবেশ করার পর তাদের নিয়ে আসছে 02 SU30 MKI বিমান ।"

7000 কিমি যাত্রাপথ অতিক্রম করে আডজ ভারতের মাটি স্পর্শ করতে চলেছে রাফাল । ফ্রান্সের ইস্ট্রেস এয়ারবেস থেকে দেশের উদ্দেশে 2 দিন আগে রওনা দিয়েছিল ৷ সূচি অনুযায়ী আরব আমিরশাহির আল ধাফরা বিমানঘাঁটিতে থামার আগে ফ্রান্সের এয়ারফোর্স ট্যাঙ্কার থেকে জ্বালানি ভরে রাফাল । ভারতীয় বায়ুসেনার তরফে শেয়ার করা হয়েছিল সেই ছবি ৷ আজ হরিয়ানার আম্বালায় অবতরণের কথা পাঁচটি রাফাল-এর ৷ ইতিমধ্যেই পাঁচটি যুদ্ধবিমান ভারতীয় আকাশসীমায় প্রবেশ করে গেছে । স্বাগত জানাতে তৈরি আম্বালা বিমানঘাঁটি ।

উল্লেখ্য, এই বিমানঘাঁটি পাকিস্তান ও চিন সীমান্ত থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত । তাই কড়া নিরাপত্তা জারি করা হয়েছে ।

Last Updated : Jul 29, 2020, 3:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.