ETV Bharat / bharat

নীতীশ কুমারকে ফের জেতানোর সিদ্ধান্ত নিয়েছে বিহারবাসী : মোদি - নরেন্দ্র মোদি

RJD-কে আক্রমণ করে নরেন্দ্র মোদি বলেন, লালুপ্রসাদ যাদবের দল দুর্নীতির আতুঁড়ঘর ৷ ক্ষমতায় থাকাকালীন RJD-র নেতারা জনগণের কথা ভুলে গিয়ে শুধুই নিজেদের আখের গুছিয়েছেন ৷

bihar-has-decided-to-re-elect-nitish-kumar-pm-modi
নীতীশ কুমারকে পুনর্নিবাচনের সিদ্ধান্ত নিয়েছে বিহারবাসী : মোদি
author img

By

Published : Oct 23, 2020, 6:27 PM IST

ভাগলপুর, 23 অক্টোবর : নীতীশ কুমারের নেতৃত্বে NDA-কে আবারও বিহারের মসনদে বসানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সেখানকার বাসিন্দারা ৷ ভাগলপুরে নির্বাচনী প্রচারে এসে একথা বললেন নরেন্দ্র মোদি ৷ আজ বিহারে তিনটি নির্বাচনী জনসভা করেন তিনি ৷

নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে নরেন্দ্র মোদি বলেন, এটা তাঁর দিনের তিন নম্বর জনসভা ৷ তিনি যেখানে যাচ্ছেন সেখানেই মানুষ শুধুই NDA-কে সমর্থন করছে ৷ তিনি আরও বলেন, এতেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিহারের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তারা NDA-কেই আবারও সেখানকার মসনদে দেখতে চান ৷ এর মূল কারণ বিহারের উন্নয়নের গতি ৷ এরপরই RJD-কে আক্রমণ করেন তিনি ৷ বলেন, লালুপ্রসাদ যাদবের দল দুর্নীতির আতুঁড়ঘর ৷ ক্ষমতায় থাকাকালীন RJD-র নেতারা জনগণের কথা ভুলে গিয়ে শুধুই নিজেদের আখের গুছিয়েছেন ৷ তারা পিছিয়ে পড়া শ্রেণির মানুষের কথা কোনওদিনই ভাবেনি ৷ বিহার এমন একটি রাজ্য় যেখানে গণতন্ত্রের বীজ বোপন করা হয়েছিল ৷ কিন্তু, RJD-র জঙ্গলরাজে গণতন্ত্র ও উন্নয়ন ধুলিসাৎ হয়ে গিয়েছিল ৷ একটি দুর্নীতি মুক্ত সরকার বিহারের মানুষের অধিকার ৷

আজ সাসারাম ও গয়াতেও জনসভা করেন নরেন্দ্র মোদি ৷ বিহার নির্বাচনের আগে মোট 12টি জনসভা করার কথা রয়েছে তাঁর ৷

ভাগলপুর, 23 অক্টোবর : নীতীশ কুমারের নেতৃত্বে NDA-কে আবারও বিহারের মসনদে বসানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সেখানকার বাসিন্দারা ৷ ভাগলপুরে নির্বাচনী প্রচারে এসে একথা বললেন নরেন্দ্র মোদি ৷ আজ বিহারে তিনটি নির্বাচনী জনসভা করেন তিনি ৷

নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে নরেন্দ্র মোদি বলেন, এটা তাঁর দিনের তিন নম্বর জনসভা ৷ তিনি যেখানে যাচ্ছেন সেখানেই মানুষ শুধুই NDA-কে সমর্থন করছে ৷ তিনি আরও বলেন, এতেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিহারের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তারা NDA-কেই আবারও সেখানকার মসনদে দেখতে চান ৷ এর মূল কারণ বিহারের উন্নয়নের গতি ৷ এরপরই RJD-কে আক্রমণ করেন তিনি ৷ বলেন, লালুপ্রসাদ যাদবের দল দুর্নীতির আতুঁড়ঘর ৷ ক্ষমতায় থাকাকালীন RJD-র নেতারা জনগণের কথা ভুলে গিয়ে শুধুই নিজেদের আখের গুছিয়েছেন ৷ তারা পিছিয়ে পড়া শ্রেণির মানুষের কথা কোনওদিনই ভাবেনি ৷ বিহার এমন একটি রাজ্য় যেখানে গণতন্ত্রের বীজ বোপন করা হয়েছিল ৷ কিন্তু, RJD-র জঙ্গলরাজে গণতন্ত্র ও উন্নয়ন ধুলিসাৎ হয়ে গিয়েছিল ৷ একটি দুর্নীতি মুক্ত সরকার বিহারের মানুষের অধিকার ৷

আজ সাসারাম ও গয়াতেও জনসভা করেন নরেন্দ্র মোদি ৷ বিহার নির্বাচনের আগে মোট 12টি জনসভা করার কথা রয়েছে তাঁর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.