ETV Bharat / bharat

চপারকে মিজ়াইল দিয়ে নামানো বড় ভুল: বায়ুসেনা প্রধান - বদগাঁওয়ের কাছে এম আই-17 V5-কে মিজ়াইল দিয়ে নামানো হয়েছিল

এম আই-17 V5-চপারকে মিজ়াইল দিয়ে নামানোর সিদ্ধান্ত ভুল ছিল ৷ আজ একথা জানান বায়ুসেনা প্রধান রাকেশ কুমার সিং ভাদোরিয়া ৷

ছবি
author img

By

Published : Oct 4, 2019, 6:23 PM IST

দিল্লি, 4 অক্টোবর : এম আই-17 V5-চপারকে মিজ়াইল দিয়ে নামানোর সিদ্ধান্ত যে ভুল ছিল, স্বীকার করে নিলেন বায়ুসেনা প্রধান ৷ আজ বায়ুসেনা প্রধান রাকেশ কুমার সিং ভাদোরিয়া একটি সাংবাদিক বৈঠকে একথা বলেন৷

বায়ুসেনা প্রধান বলেন, "আমাদের তরফে বড় ভুল হয়েছিল ৷ আমরা মেনে নিচ্ছি ৷ এবিষয়ে গতসপ্তাহেই তদন্ত শেষ হয়েছে ৷ আমাদের মিজ়াইলই আঘাত হানে ৷ বিষয়টি প্রমাণিত হয়েছে । তদন্তের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ এই বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে ৷ যাতে এমন কোনও ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে ৷" ঘটনায় দু'জন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ৷

27 ফেব্রুয়ারি শ্রীনগরে বদগাঁওয়ের কাছে এম আই-17 V5-কে মিজ়াইল দিয়ে নামানো হয়েছিল ৷ পরদিন ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে বালাকোটের সন্ত্রাস প্রশিক্ষণ কেন্দ্রকে উড়িয়ে দেয় ৷

তদন্তে প্রকাশ, শ্রীনগর বিমানবন্দরে স্পাইডার এয়ার ডিফেন্স মিজ়াইল সিস্টেম থেকে মিজ়াইল ছুড়ে চপারটিকে নামানো হয়েছিল ৷ এই সিস্টেমের দায়িত্বে থাকা আধিকারিকরাই ভুল করেন ৷ তারা ভেবেছিলেন এটি শত্রুপক্ষের যুদ্ধবিমান ৷ টেক অফের 10 মিনিট পরেই ভেঙে পড়ে চপার ৷ আগুন ধরে যায় তাতে ৷ ভেঙে পড়া চপারের চারদিকে গ্রামবাসীরাও জড়ো হয়েছিল ৷ এম আই 17 দু'টুকরো হয়ে যায় এবং মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় ৷ ঘটনায় ছ'জন বায়ুসেনা কর্মী ও একজন সাধারণ নাগরিকের মৃত্যু হয় ৷

দিল্লি, 4 অক্টোবর : এম আই-17 V5-চপারকে মিজ়াইল দিয়ে নামানোর সিদ্ধান্ত যে ভুল ছিল, স্বীকার করে নিলেন বায়ুসেনা প্রধান ৷ আজ বায়ুসেনা প্রধান রাকেশ কুমার সিং ভাদোরিয়া একটি সাংবাদিক বৈঠকে একথা বলেন৷

বায়ুসেনা প্রধান বলেন, "আমাদের তরফে বড় ভুল হয়েছিল ৷ আমরা মেনে নিচ্ছি ৷ এবিষয়ে গতসপ্তাহেই তদন্ত শেষ হয়েছে ৷ আমাদের মিজ়াইলই আঘাত হানে ৷ বিষয়টি প্রমাণিত হয়েছে । তদন্তের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ এই বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে ৷ যাতে এমন কোনও ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে ৷" ঘটনায় দু'জন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ৷

27 ফেব্রুয়ারি শ্রীনগরে বদগাঁওয়ের কাছে এম আই-17 V5-কে মিজ়াইল দিয়ে নামানো হয়েছিল ৷ পরদিন ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে বালাকোটের সন্ত্রাস প্রশিক্ষণ কেন্দ্রকে উড়িয়ে দেয় ৷

তদন্তে প্রকাশ, শ্রীনগর বিমানবন্দরে স্পাইডার এয়ার ডিফেন্স মিজ়াইল সিস্টেম থেকে মিজ়াইল ছুড়ে চপারটিকে নামানো হয়েছিল ৷ এই সিস্টেমের দায়িত্বে থাকা আধিকারিকরাই ভুল করেন ৷ তারা ভেবেছিলেন এটি শত্রুপক্ষের যুদ্ধবিমান ৷ টেক অফের 10 মিনিট পরেই ভেঙে পড়ে চপার ৷ আগুন ধরে যায় তাতে ৷ ভেঙে পড়া চপারের চারদিকে গ্রামবাসীরাও জড়ো হয়েছিল ৷ এম আই 17 দু'টুকরো হয়ে যায় এবং মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় ৷ ঘটনায় ছ'জন বায়ুসেনা কর্মী ও একজন সাধারণ নাগরিকের মৃত্যু হয় ৷

Adampur (Haryana), Oct 04 (ANI): TikTok star Sonali Phogat who is contesting Haryana Assembly Elections 2019 from Adampur seat on BJP ticket will file nomination today."All my followers are here to show their support. They all are waiting for me to file the nomination. My party gives me the strength to work. I'm sure we'll win this election," Phogat said.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.