দিল্লি, 4 অক্টোবর : এম আই-17 V5-চপারকে মিজ়াইল দিয়ে নামানোর সিদ্ধান্ত যে ভুল ছিল, স্বীকার করে নিলেন বায়ুসেনা প্রধান ৷ আজ বায়ুসেনা প্রধান রাকেশ কুমার সিং ভাদোরিয়া একটি সাংবাদিক বৈঠকে একথা বলেন৷
বায়ুসেনা প্রধান বলেন, "আমাদের তরফে বড় ভুল হয়েছিল ৷ আমরা মেনে নিচ্ছি ৷ এবিষয়ে গতসপ্তাহেই তদন্ত শেষ হয়েছে ৷ আমাদের মিজ়াইলই আঘাত হানে ৷ বিষয়টি প্রমাণিত হয়েছে । তদন্তের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ এই বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে ৷ যাতে এমন কোনও ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে ৷" ঘটনায় দু'জন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ৷
27 ফেব্রুয়ারি শ্রীনগরে বদগাঁওয়ের কাছে এম আই-17 V5-কে মিজ়াইল দিয়ে নামানো হয়েছিল ৷ পরদিন ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে বালাকোটের সন্ত্রাস প্রশিক্ষণ কেন্দ্রকে উড়িয়ে দেয় ৷
তদন্তে প্রকাশ, শ্রীনগর বিমানবন্দরে স্পাইডার এয়ার ডিফেন্স মিজ়াইল সিস্টেম থেকে মিজ়াইল ছুড়ে চপারটিকে নামানো হয়েছিল ৷ এই সিস্টেমের দায়িত্বে থাকা আধিকারিকরাই ভুল করেন ৷ তারা ভেবেছিলেন এটি শত্রুপক্ষের যুদ্ধবিমান ৷ টেক অফের 10 মিনিট পরেই ভেঙে পড়ে চপার ৷ আগুন ধরে যায় তাতে ৷ ভেঙে পড়া চপারের চারদিকে গ্রামবাসীরাও জড়ো হয়েছিল ৷ এম আই 17 দু'টুকরো হয়ে যায় এবং মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় ৷ ঘটনায় ছ'জন বায়ুসেনা কর্মী ও একজন সাধারণ নাগরিকের মৃত্যু হয় ৷