মুজাফ্ফনগর, 29 জানুয়ারি : ভারতীয় কিষান ইউনিয়নের নেতা নরেশ টিকাইত ‘মহাপঞ্চায়েত’ ডেকেছিলেন৷ উত্তর প্রদেশের মুজফ্ফরনগরে এই মহাপঞ্চায়েতের ডাক দেওয়া হয়েছিল৷ সেখানে প্রচুর সংখ্যায় কৃষক জমা হয়েছিলেন৷ এই নরেশ টিকাইতের ভাই রাকেশ টিকাইত ৷ যিনি কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত ৷ শুক্রবার যে জায়গায় এই মহাপঞ্চায়েত অনুষ্ঠিত হয়, সেখান থেকে গাজিপুর সীমানার দূরত্ব প্রায় 150 কিলোমিটার ৷ কৃষকদের নিয়ে সেখানেই আন্দোলন করছেন রাকেশ৷
বৃহস্পতিবার রাতে গাজিপুর সীমানায় উত্তরপ্রদেশ পুলিশের বিশাল বাহিনী হাজির হয়েছিল৷ খবর ছড়ায়, পুলিশের উদ্দেশ্য ছিল বিক্ষোভকারী কৃষকদের ওই এলাকা থেকে সরিয়ে দেওয়া৷ তার পরই নরেশ টিকাইত এই মহাপঞ্চায়েতের ডাক দেন ৷ সেখানেই দলে দলে মানুষ যোগদান করেন ৷ কিন্তু সেখানে কী সিদ্ধান্ত হয়েছে, তা এখনও জানা যায়নি৷
এদিকে নরেশের ভাই রাকেশ বৃহস্পতিবার রাতে পুলিশ দেখে কান্নাকাটি করেন৷ সরকারের বিরুদ্ধে কৃষকদের ‘শেষ’ করে দেওয়ার অভিযোগ তোলেন৷ তার আগে পুলিশ বাহিনী হাজির হতেই অনেকে আন্দোলনস্থল ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করেন৷ কিন্তু রাকেশের বক্তব্য সামনে আসার পর আবার কৃষকরা আন্দোলন করতে ফিরে আসেন৷
আরও পড়ুন : টার্নিং পয়েন্ট রাকেশ টিকাইতের কান্না, ভিড় ফিরল গাজিপুর সীমান্তে
যদিও উত্তরপ্রদেশ পুলিশের এক শীর্ষ আধিকারিক প্রশান্ত কুমার জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে কৃষকদের তুলে দেওয়ার কোনও পরিকল্পনা ছিল না ৷ কৃষকদের আন্দোলনে সমাজ- বিরোধী ঢুকে পড়ছে, তাদের খুঁজতেই ওই রাতে পুলিশ গিয়েছিল বলে তাঁর দাবি ৷