ETV Bharat / bharat

লক্ষ্য আত্মনির্ভরতা, 101 প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে নিষেধাজ্ঞা ঘোষণা রাজনাথের - সরঞ্জাম আমদানিতে নিষেধাজ্ঞা ঘোষণা করলেন প্রতিরক্ষামন্ত্রী

অর্থনীতি চাঙ্গা করতে 'আত্মনির্ভর ভারত'-কেই হাতিয়ার বানিয়েছে কেন্দ্র । ঘোষণা হয়েছে আর্থিক প্যাকেজ । এইবার প্রতিরক্ষামন্ত্রকের তরফেও আত্মনির্ভর ভারত লক্ষ্যেই জোর দেওয়া হচ্ছে । 101টি প্রতিরক্ষা সামগ্রী আমদানিতে জারি নিষেধাজ্ঞা ।

rajnath
rajnath
author img

By

Published : Aug 9, 2020, 10:35 AM IST

Updated : Aug 9, 2020, 11:59 AM IST

দিল্লি, 9 অগাস্ট : নজরে আত্মনির্ভর ভারত অভিযান । 101টি প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে নিষেধাজ্ঞা ঘোষণা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । ভারতের নিজস্ব উৎপাদনে জোর দিতেই কেন্দ্রের তরফে এই পদক্ষেপ করা হচ্ছে ।

লকডাউন চলাকালীন ভারতের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বারবার সতর্ক করেছেন বিশেষজ্ঞরা । অর্থনীতি চাঙ্গা করতে 'আত্মনির্ভর ভারত'-কেই হাতিয়ার বানিয়েছে কেন্দ্র । ঘোষণা হয়েছে আর্থিক প্যাকেজ । এইবার প্রতিরক্ষামন্ত্রকের তরফেও আত্মনির্ভর ভারত লক্ষ্যেই জোর দেওয়া হচ্ছে । প্রথমেই দেশীয় শিল্পসংস্থাগুলির উৎপাদন বাড়ানোয় নজর দিচ্ছে কেন্দ্র । সেই উদ্দেশ্যেই মূলত প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

আজ কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী জানান, নির্দিষ্ট সময়সীমা পর 101টি প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি বন্ধ করবে ভারত । দেশীয় শিল্প সংস্থাগুলিই সেই অস্ত্র ও সরঞ্জাম উৎপাদন করবে । পরবর্তী ছয়-সাত বছরে দেশীয় শিল্প সংস্থাগুলিকে প্রায় 4 লাখ কোটির বরাত দেওয়া হবে । 2020 সাল থেকে 2024 সালের মধ্যে নিষেধাজ্ঞা জারি হবে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ।

  • The Ministry of Defence is now ready for a big push to #AtmanirbharBharat initiative. MoD will introduce import embargo on 101 items beyond given timeline to boost indigenisation of defence production.

    — Rajnath Singh (@rajnathsingh) August 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কোন কোন প্রতিরক্ষা ও সামরিক সরঞ্জাম আমদানিতে নিষেধাজ্ঞা জারি করছে কেন্দ্র ? তারও একটি তালিকা ইতিমধ্যেই বানানো হয়েছে । প্রতিরক্ষাবাহিনী, স্টেকহোল্ডার, গণ এবং বেসরকারি সংস্থাগুলির সঙ্গে দীর্ঘ আলোচনার পরে সরঞ্জামের এই তালিকা তৈরি হয়েছে । আর্টিলারি গান, অ্যাসল্ট রাইফেল, করভেটস, সোনার সিস্টেম, ট্রান্সপোর্ট এয়ারক্রাফটস, লাইট কমব্যাট হেলিকপ্টারস, র্যাডারস এবং অন্যান্য সরঞ্জাম এই তালিকা ভুক্ত বলে কেন্দ্রের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে ।

  • Taking cue from that evocation, the Ministry of Defence has prepared a list of 101 items for which there would be an embargo on the import beyond the timeline indicated against them. This is a big step towards self-reliance in defence. #AtmanirbharBharat

    — Rajnath Singh (@rajnathsingh) August 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রের এই সিদ্ধান্ত ভারতের প্রতিরক্ষা শিল্পের কাছে বড় সুযোগ বলে টুইটে লেখেন রাজনাথ । বলেন, "ভারতের প্রতিরক্ষা শিল্পের কাছে একটি বড় সুযোগ । তালিকার সরঞ্জামগুলি এইবার তারা নিজস্ব নকশা এবং দক্ষতার মাধ্যমে DRDO প্রযুক্তিকে ব্যবহার করে উৎপাদন করতে পারবে ।"

দিল্লি, 9 অগাস্ট : নজরে আত্মনির্ভর ভারত অভিযান । 101টি প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে নিষেধাজ্ঞা ঘোষণা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । ভারতের নিজস্ব উৎপাদনে জোর দিতেই কেন্দ্রের তরফে এই পদক্ষেপ করা হচ্ছে ।

লকডাউন চলাকালীন ভারতের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বারবার সতর্ক করেছেন বিশেষজ্ঞরা । অর্থনীতি চাঙ্গা করতে 'আত্মনির্ভর ভারত'-কেই হাতিয়ার বানিয়েছে কেন্দ্র । ঘোষণা হয়েছে আর্থিক প্যাকেজ । এইবার প্রতিরক্ষামন্ত্রকের তরফেও আত্মনির্ভর ভারত লক্ষ্যেই জোর দেওয়া হচ্ছে । প্রথমেই দেশীয় শিল্পসংস্থাগুলির উৎপাদন বাড়ানোয় নজর দিচ্ছে কেন্দ্র । সেই উদ্দেশ্যেই মূলত প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

আজ কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী জানান, নির্দিষ্ট সময়সীমা পর 101টি প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি বন্ধ করবে ভারত । দেশীয় শিল্প সংস্থাগুলিই সেই অস্ত্র ও সরঞ্জাম উৎপাদন করবে । পরবর্তী ছয়-সাত বছরে দেশীয় শিল্প সংস্থাগুলিকে প্রায় 4 লাখ কোটির বরাত দেওয়া হবে । 2020 সাল থেকে 2024 সালের মধ্যে নিষেধাজ্ঞা জারি হবে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ।

  • The Ministry of Defence is now ready for a big push to #AtmanirbharBharat initiative. MoD will introduce import embargo on 101 items beyond given timeline to boost indigenisation of defence production.

    — Rajnath Singh (@rajnathsingh) August 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কোন কোন প্রতিরক্ষা ও সামরিক সরঞ্জাম আমদানিতে নিষেধাজ্ঞা জারি করছে কেন্দ্র ? তারও একটি তালিকা ইতিমধ্যেই বানানো হয়েছে । প্রতিরক্ষাবাহিনী, স্টেকহোল্ডার, গণ এবং বেসরকারি সংস্থাগুলির সঙ্গে দীর্ঘ আলোচনার পরে সরঞ্জামের এই তালিকা তৈরি হয়েছে । আর্টিলারি গান, অ্যাসল্ট রাইফেল, করভেটস, সোনার সিস্টেম, ট্রান্সপোর্ট এয়ারক্রাফটস, লাইট কমব্যাট হেলিকপ্টারস, র্যাডারস এবং অন্যান্য সরঞ্জাম এই তালিকা ভুক্ত বলে কেন্দ্রের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে ।

  • Taking cue from that evocation, the Ministry of Defence has prepared a list of 101 items for which there would be an embargo on the import beyond the timeline indicated against them. This is a big step towards self-reliance in defence. #AtmanirbharBharat

    — Rajnath Singh (@rajnathsingh) August 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রের এই সিদ্ধান্ত ভারতের প্রতিরক্ষা শিল্পের কাছে বড় সুযোগ বলে টুইটে লেখেন রাজনাথ । বলেন, "ভারতের প্রতিরক্ষা শিল্পের কাছে একটি বড় সুযোগ । তালিকার সরঞ্জামগুলি এইবার তারা নিজস্ব নকশা এবং দক্ষতার মাধ্যমে DRDO প্রযুক্তিকে ব্যবহার করে উৎপাদন করতে পারবে ।"

Last Updated : Aug 9, 2020, 11:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.