ETV Bharat / bharat

রাষ্ট্রমন্ত্রী হিসেবে মোদির মন্ত্রিসভায় ওড়িশার "নরেন্দ্র মোদি"

author img

By

Published : May 31, 2019, 12:51 AM IST

রাষ্ট্রমন্ত্রী মন্ত্রী হিসেবে শপথ নিলেন বালাসোর লোকসভা থেকে জয়ী সাংসদ প্রতাপচন্দ্র সারেঙ্গি । শপথপাঠের সময় করতালির মাধ্যমে তাঁকে অভিনন্দন জানান খোদ দলের সভাপতি অমিত শাহ ।

শপথবাক্য পাঠ করছেন প্রতাপচন্দ্র সারেঙ্গি

দিল্লি, 31 মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ওড়িশার "নরেন্দ্র মোদি"। গতকাল রাষ্ট্রপতি ভবনে মোদির মন্ত্রিসভায় রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন বালাসোরের প্রতাপচন্দ্র সারেঙ্গি ।

বছর ৬৪-র প্রতাপ সারেঙ্গি নিজের সাধারণ জীবনযাপনের জন্য মানুষের কাছে জনপ্রিয় । শপথপাঠের সময় ওড়িশার এই নয়া সাংসদকে করতালির মাধ্যমে অভিনন্দন জানান সাংসদ অমিত শাহ ।

নিতান্তই সহজ-সরল অনাড়ম্বর জীবন সারেঙ্গির । সঙ্গী হল সাইকেল । সাইকেল চেপেই নিজের লোকসভা চষেছেন ভোটের প্রচারে । জনসভায় যাওয়ার জন্য তাঁর সঙ্গী ছিল অটো রিকশা । এতেই ফল মিলেছে ।

ওড়িশার বালাসোর জেলা থেকে BJD প্রার্থী রবীন্দ্র জেনাকে হারিয়েছেন 13 হাজার ভোটে । তবে সারেঙ্গিকে মোদি তাঁর মন্ত্রিসভার কোন দায়িত্ব দেন, সেটাই এখন দেখার ।

দিল্লি, 31 মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ওড়িশার "নরেন্দ্র মোদি"। গতকাল রাষ্ট্রপতি ভবনে মোদির মন্ত্রিসভায় রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন বালাসোরের প্রতাপচন্দ্র সারেঙ্গি ।

বছর ৬৪-র প্রতাপ সারেঙ্গি নিজের সাধারণ জীবনযাপনের জন্য মানুষের কাছে জনপ্রিয় । শপথপাঠের সময় ওড়িশার এই নয়া সাংসদকে করতালির মাধ্যমে অভিনন্দন জানান সাংসদ অমিত শাহ ।

নিতান্তই সহজ-সরল অনাড়ম্বর জীবন সারেঙ্গির । সঙ্গী হল সাইকেল । সাইকেল চেপেই নিজের লোকসভা চষেছেন ভোটের প্রচারে । জনসভায় যাওয়ার জন্য তাঁর সঙ্গী ছিল অটো রিকশা । এতেই ফল মিলেছে ।

ওড়িশার বালাসোর জেলা থেকে BJD প্রার্থী রবীন্দ্র জেনাকে হারিয়েছেন 13 হাজার ভোটে । তবে সারেঙ্গিকে মোদি তাঁর মন্ত্রিসভার কোন দায়িত্ব দেন, সেটাই এখন দেখার ।

New Delhi, Apr 14 (ANI): You already know that allergy season has arrived when you sneeze your head off frequently. A new study has found that allergy season has worsened because of increased pollen count and changing the climate. As reported by CNN, low-income households and kids tend to be at higher risk of catching diseases like Asthma, because of exposure to pollen. With rising temperature, the situation is likely to get worst for allergies because plants like ragweed will start migrating. If the temperature continues to increase at its current stride, it is expected that by the end of the century, the growing season will be longer by about a month in most part of the world. Places that did not witness the pollen-producing flora will soon see them in plenty, exposing whole new populations to pollen. Use AQI monitoring mobile applications to track the quality of air around. To prevent pollen to enter inside, leave your footwear at the door. Change your clothes if you've been outside for a long duration. Tidy the pets that have to go out.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.