ETV Bharat / bharat

কর্নাটকে লকডাউনে ক্ষতিগ্রস্ত চাষিদের সহায়তা করার আশ্বাস ইয়েদুরাপ্পার - কর্নাটকের চাষিদের সাহায্য়ের আশ্বাস বি এস ইয়েদুরাপ্পার

কর্নাটকের কৃষিক্ষেত্রের নেতাদের সঙ্গে গতকাল কথা বলেন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা । সেখানেই তিনি জানান, কৃষিকাজে কোনও বাধা আসতে দেবে না কর্নাটক সরকার ।

Yedurappa on Farmers
বি এস ইয়েদুরাপ্পা
author img

By

Published : May 8, 2020, 10:31 AM IST

বেঙ্গালুরু, 8 মে : কৃষি সংক্রান্ত কাজে কোনওরমক বাধা আসতে দেবে না কর্নাটক সরকার । গতকাল রাজ্যের কৃষিক্ষেত্রে নেতাদের সঙ্গে কথা বলা সময় এ বিষয়ে নিশ্চিত করলেন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা । পাশাপাশি জানান, চাষিদের সহায়তা করার বিষয়ে দ্রুত নিজের অবস্থান স্পষ্ট করবে তাঁর সরকার ।

লকডাউনে সমস্যার সম্মুখীন হচ্ছেন কর্নাটকের চাষিরা । নিজেদের সমস্যার কথাও জানিয়েছিলেন তাঁরা । পাশাপাশি এই বিষয়ে সরকারের সাহায্যের আর্জি জানান । তাই গতকাল কর্নাটকের কৃষিক্ষেত্রের নেতাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা । তিনি কৃষিক্ষেত্রে নেতাদের বলেন, "আমরা দ্রুত কৃষিদের সহায়তা করার বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করব । কৃষিমূলক কাজকর্মের পথে আমরা কোনও বাধা আসতে দেব না ।"

মুখ্যমন্ত্রী জানান, কৃষিক্ষেত্রের কথা মাথায় রেখে প্রাক বর্ষা কাজকর্ম পুরোদমে চলছে । তিনি বলেন, "সরকার সহায়তা কেন্দ্রের ব্যবস্থা করেছে । এই কেন্দ্রগুলির মাধ্যমে চাষের সরঞ্জাম ভাড়ায় দেওয়া হচ্ছে । বেশিরভাগ জায়গায় 80 শতাংশ ফসল তোলা হয়েছে । এই কাজের জন্য প্রতিবেশী রাজ্যগুলি থেকে চাষের সরঞ্জাম আনার ব্যবস্থা করা হয়েছে ।"

ইয়েদুরাপ্পা কৃষি নেতাদের জানান, রাজ্যে প্রচুর পরিমাণে সার ও বীজ পাওয়া যাচ্ছে । পাশাপাশি ফুল, সবজি ও ফল অন্যান্য রাজ্যে পাঠানোর জন্য যে ব্যবস্থা করা হয়েছে সে সম্পর্কেও কৃষি নেতাদের জানান তিনি । পণ্য বিক্রি করতে চাষিদের জন্য বাজারের উন্নয়ন করার কথাও বলেন ইয়েদুরাপ্পা । একইসঙ্গে রায়চুড়, কোপ্পাল ও বল্লারিতে শিলাবৃষ্টির ফলে যে সমস্ত চাষিদের ফসল নষ্ট হয়েছে তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিয়েও কর্নাটক সরকার ভাবনা চিন্তা করছে বলে জানান তিনি ।

বেঙ্গালুরু, 8 মে : কৃষি সংক্রান্ত কাজে কোনওরমক বাধা আসতে দেবে না কর্নাটক সরকার । গতকাল রাজ্যের কৃষিক্ষেত্রে নেতাদের সঙ্গে কথা বলা সময় এ বিষয়ে নিশ্চিত করলেন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা । পাশাপাশি জানান, চাষিদের সহায়তা করার বিষয়ে দ্রুত নিজের অবস্থান স্পষ্ট করবে তাঁর সরকার ।

লকডাউনে সমস্যার সম্মুখীন হচ্ছেন কর্নাটকের চাষিরা । নিজেদের সমস্যার কথাও জানিয়েছিলেন তাঁরা । পাশাপাশি এই বিষয়ে সরকারের সাহায্যের আর্জি জানান । তাই গতকাল কর্নাটকের কৃষিক্ষেত্রের নেতাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা । তিনি কৃষিক্ষেত্রে নেতাদের বলেন, "আমরা দ্রুত কৃষিদের সহায়তা করার বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করব । কৃষিমূলক কাজকর্মের পথে আমরা কোনও বাধা আসতে দেব না ।"

মুখ্যমন্ত্রী জানান, কৃষিক্ষেত্রের কথা মাথায় রেখে প্রাক বর্ষা কাজকর্ম পুরোদমে চলছে । তিনি বলেন, "সরকার সহায়তা কেন্দ্রের ব্যবস্থা করেছে । এই কেন্দ্রগুলির মাধ্যমে চাষের সরঞ্জাম ভাড়ায় দেওয়া হচ্ছে । বেশিরভাগ জায়গায় 80 শতাংশ ফসল তোলা হয়েছে । এই কাজের জন্য প্রতিবেশী রাজ্যগুলি থেকে চাষের সরঞ্জাম আনার ব্যবস্থা করা হয়েছে ।"

ইয়েদুরাপ্পা কৃষি নেতাদের জানান, রাজ্যে প্রচুর পরিমাণে সার ও বীজ পাওয়া যাচ্ছে । পাশাপাশি ফুল, সবজি ও ফল অন্যান্য রাজ্যে পাঠানোর জন্য যে ব্যবস্থা করা হয়েছে সে সম্পর্কেও কৃষি নেতাদের জানান তিনি । পণ্য বিক্রি করতে চাষিদের জন্য বাজারের উন্নয়ন করার কথাও বলেন ইয়েদুরাপ্পা । একইসঙ্গে রায়চুড়, কোপ্পাল ও বল্লারিতে শিলাবৃষ্টির ফলে যে সমস্ত চাষিদের ফসল নষ্ট হয়েছে তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিয়েও কর্নাটক সরকার ভাবনা চিন্তা করছে বলে জানান তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.