ETV Bharat / bharat

ভারত- অস্ট্রেলিয়া কথায় খিচুড়ি কূটনীতি

কোরোনা ভাইরাসের কারণে এই প্রথমবার ভার্চুয়ালি বৈঠকে বসলেন ভারত ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। বৈঠক শেষ হল খিচুড়ি ও শিঙাড়ার আলোচনায়।

author img

By

Published : Jun 4, 2020, 10:38 PM IST

Scott morrison
Scott morrison

মেলবোর্ন, 4 জুন : সিঙাড়া আর আমের চাটনি বানিয়েআগেই মন জয় করে নিয়েছিলেন ভারতীয়দের। এবার গুজরাতি খিচুড়ি বানানোর কথা দিলেনতিনি। " তিনি" যে সে কেউ নন, কথা হচ্ছে অস্ট্রেলিয়ারপ্রধানমন্ত্রী স্কট মরিসনের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভার্চুয়াল আলাপচারিতাশেষ হল খিচুড়ি ও সিঙাড়ার কথা নিয়েই।

স্কটমরিসন বলেন, প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদির সঙ্গে আগামী মুখোমুখি সাক্ষাতের আগেই তিনি বানাবেন গুজরাতিখিচুড়ি। সিঙ্গারা বানানো ও তার টুইট নিয়েও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে স্কটমরিসন বলেন, " সিঙ্গারার জন্য ধন্যবাদ। সপ্তাহের শেষটা বেশ মজা করেই কাটল।"

কোরোনাভাইরাসের ফলে এই প্রথম ভারত- অস্ট্রেলিয়ার মধ্যে ভার্চুয়ালি সামিট হল। এই বিষয়েঅস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, " এই পরিস্থিতিতে যদি এইভাবেই দেখা করতেহয়, আমি তাতেএকটুও অবাক হব না। " 2014 সালেরলোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির হলোগ্রাম প্রচার প্রসঙ্গ টেনে আপনি বলেন," আপনিপ্রথম হলোগ্রামের মাধ্যমে প্রচার শুরু করেন। পরেরবার হয়তো আপনার একটি হলোগ্রামউপস্থিত থাকবে এখানে। "

ভারত- অস্ট্রেলিয়া কথায় খিচুড়ি কূটনীতি

মেলবোর্ন, 4 জুন : সিঙাড়া আর আমের চাটনি বানিয়েআগেই মন জয় করে নিয়েছিলেন ভারতীয়দের। এবার গুজরাতি খিচুড়ি বানানোর কথা দিলেনতিনি। " তিনি" যে সে কেউ নন, কথা হচ্ছে অস্ট্রেলিয়ারপ্রধানমন্ত্রী স্কট মরিসনের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভার্চুয়াল আলাপচারিতাশেষ হল খিচুড়ি ও সিঙাড়ার কথা নিয়েই।

স্কটমরিসন বলেন, প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদির সঙ্গে আগামী মুখোমুখি সাক্ষাতের আগেই তিনি বানাবেন গুজরাতিখিচুড়ি। সিঙ্গারা বানানো ও তার টুইট নিয়েও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে স্কটমরিসন বলেন, " সিঙ্গারার জন্য ধন্যবাদ। সপ্তাহের শেষটা বেশ মজা করেই কাটল।"

কোরোনাভাইরাসের ফলে এই প্রথম ভারত- অস্ট্রেলিয়ার মধ্যে ভার্চুয়ালি সামিট হল। এই বিষয়েঅস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, " এই পরিস্থিতিতে যদি এইভাবেই দেখা করতেহয়, আমি তাতেএকটুও অবাক হব না। " 2014 সালেরলোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির হলোগ্রাম প্রচার প্রসঙ্গ টেনে আপনি বলেন," আপনিপ্রথম হলোগ্রামের মাধ্যমে প্রচার শুরু করেন। পরেরবার হয়তো আপনার একটি হলোগ্রামউপস্থিত থাকবে এখানে। "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.