দিল্লি, 10 মার্চ: জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পদত্যাগের পরই একের পর এক রাজনীতিবিদ তাঁদের প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন ৷ বাদ পড়লেন না অশোক গেহলটও ৷
সিন্ধিয়ার ইস্তফার পর অশোক গেহলট বলেন, ‘‘জাতীয় সংকটের সময় BJP-র সঙ্গে হাত মেলানো একজন নেতার আত্মকেন্দ্রিকতার প্রমাণ দেয়, বিশেষত যখন BJP দেশের অর্থনীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সামাজিক কাঠামো এবং বিচার বিভাগকে নষ্ট করছে ।’’
-
Mr Scindia has betrayed the trust of the people as well as the ideology. Such people proves they can’t thrive without power. Sooner they leave the better.
— Ashok Gehlot (@ashokgehlot51) March 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
2/2
">Mr Scindia has betrayed the trust of the people as well as the ideology. Such people proves they can’t thrive without power. Sooner they leave the better.
— Ashok Gehlot (@ashokgehlot51) March 10, 2020
2/2Mr Scindia has betrayed the trust of the people as well as the ideology. Such people proves they can’t thrive without power. Sooner they leave the better.
— Ashok Gehlot (@ashokgehlot51) March 10, 2020
2/2
একদিকে যেমন ইস্তফাপত্রে সিন্ধিয়া লিখেছেন ‘‘এগিয়ে যাওয়ার সময় এসেছে ’’, আবার অন্যদিকে দলের তরফ থেকে বলা হয়েছে দলবিরোধী কাজের জন্য বহিষ্কার করা হয়েছে তাঁকে ৷ এই উত্তাল পরিস্থিতিতে দলের সদস্যদের তরফ থেকেও মিলছে মিশ্র প্রতিক্রিয়া ৷ তবে অশোক গেহলট কোনও রাখঢাক না রেখেই টুইটে লেখেন , ‘‘মানুষের বিশ্বাসের সঙ্গে সঙ্গে আদর্শের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে সিন্ধিয়া ৷ এতে প্রমাণিত হয় যে এই ধরনের মানুষ ক্ষমতা ছাড়া থাকতে পারেন না ৷ যত তাড়াতাড়ি বিদায় নেবেন, ততই ভালো ৷’’
-
Joining hands with BJP in a time of national crisis speaks volumes about a leaders self-indulgent political ambitions. Especially when the BJP ruining the economy, democratic institutions, social fabric and as well the Judiciary.
— Ashok Gehlot (@ashokgehlot51) March 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
1/2
">Joining hands with BJP in a time of national crisis speaks volumes about a leaders self-indulgent political ambitions. Especially when the BJP ruining the economy, democratic institutions, social fabric and as well the Judiciary.
— Ashok Gehlot (@ashokgehlot51) March 10, 2020
1/2Joining hands with BJP in a time of national crisis speaks volumes about a leaders self-indulgent political ambitions. Especially when the BJP ruining the economy, democratic institutions, social fabric and as well the Judiciary.
— Ashok Gehlot (@ashokgehlot51) March 10, 2020
1/2
গতকাল 20 জন মন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা এবং 19 জন বিধায়কের বেঙ্গালুরু যাওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই সবথেকে বেশি আলোচিত হয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ আজ তাঁর পদত্যাগে কংগ্রেস যেমন তাঁর পদক্ষেপের তুমুল সমালোচনা করেছে, বিপরীত দিকে BJP-র তরফ থেকে তাঁকে স্বাগত জানানো হয়েছে ৷