ETV Bharat / bharat

অরুণাচলে বিধায়কসহ 11 জনকে গুলি করে হত্যা জঙ্গিদের - shoot out

অরুণাচলে জঙ্গিদের গুলিতে মৃত বিধায়কসহ 11 । তিরাপ জেলায় বিধায়ক ও তাঁর সঙ্গী এবং নিরাপত্তারক্ষীদের উপর হামলা চালায় NSCN জঙ্গিরা ।

মৃতদের ছবি
author img

By

Published : May 21, 2019, 4:23 PM IST

Updated : May 21, 2019, 6:14 PM IST

ইটানগর, 21 মে : অরুণাচলের এক বিধায়কসহ 11 জনকে গুলি করে মারল NSCN (ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড) জঙ্গিরা । মৃত বিধায়কের নাম তিরং আবো ।

আজ তিরাপ জেলার বোগাপানি এলাকায় ওই বিধায়কের গাড়িতে হামলা চালায় NSCN জঙ্গিরা । জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় 11 জনের । মৃতদের মধ্যে বিধায়কের ছেলেও রয়েছে ।

তিরং আবো ন্যাশনাল পিপল'স পার্টির পশ্চিম খোনসা আসনের বিধায়ক ছিলেন । এবারও ওই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন । 23 মে লোকসভার সঙ্গে অরুণাচল বিধানসভার ফল ঘোষণা হবে ।

ইটানগর, 21 মে : অরুণাচলের এক বিধায়কসহ 11 জনকে গুলি করে মারল NSCN (ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড) জঙ্গিরা । মৃত বিধায়কের নাম তিরং আবো ।

আজ তিরাপ জেলার বোগাপানি এলাকায় ওই বিধায়কের গাড়িতে হামলা চালায় NSCN জঙ্গিরা । জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় 11 জনের । মৃতদের মধ্যে বিধায়কের ছেলেও রয়েছে ।

তিরং আবো ন্যাশনাল পিপল'স পার্টির পশ্চিম খোনসা আসনের বিধায়ক ছিলেন । এবারও ওই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন । 23 মে লোকসভার সঙ্গে অরুণাচল বিধানসভার ফল ঘোষণা হবে ।


Bengaluru, May 21 (ANI): While speaking to mediapersons, when asked if Congress should have thought before giving portfolios in Karnataka. Congress leader, Roshan Baig said, "Portfolios were sold. How can I blame H. D. Kumaraswamy for it? He was not allowed to function. From day 1, Siddaramaiah said 'I am going to be the Chief Minister'. You have gone to their doorstep to form the government." Later, when asked whether Siddaramaiah should be held responsible for the collapse of the government? He said, "KC Venugopal is a buffoon. I feel sorry for my leader Rahul Gandhi. Buffoons like Venugopal, the arrogant attitude of Siddaramaiah and the flop show of Gundu Rao are the result of the downfall."
Last Updated : May 21, 2019, 6:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.