ETV Bharat / bharat

ন্যূনতম আয় যোজনা ঘোষণা করুন : রাহুল - কংগ্রেস নেতা রাহুল গান্ধি

দেশের গরিব মানুষের জন্য ন্যূনতম আয় যোজনা প্রকল্পের ঘোষণার দাবি জানালেন রাহুল গান্ধি । পাশাপাশি চিন-ভারত সীমান্ত দ্বন্দ্ব নিয়ে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন তিনি ।

rahul
rahul
author img

By

Published : Jun 30, 2020, 9:28 PM IST

দিল্লি, 30জুন : দেশের দুঃস্থ মানুষের স্বার্থে ন্যূনতম আয় যোজনা (NYAY) প্রকল্প ঘোষণার দাবি জানালেন রাহুল গান্ধি । পাশাপাশি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, কবে চিনের সেনারা ভারতের ভূমি ছেড়ে যাবে ।

রাহুল গান্ধি আজ একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করেন । ভিডিয়ো বার্তায় তিনি বলেন, “কোরোনা ভাইরাস প্যানডেমিকের কারণে ভয়াবহ ক্ষতিগ্রস্ত গরিব, মধ্যবিত্ত এবং উপার্জননির্ভর শ্রেণি । আমরা সরকারের কাছে অন্তত পক্ষে ছয়মাসের জন্য ন্যূনতম আয় যোজনা প্রকল্পের দাবি জানিয়েছি । গরিব মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে 7,500 টাকা করে পাঠানো উচিত কেন্দ্রের । ”

পাশাপাশি চিন-ভারত সীমান্ত দ্ব্ন্দ্ব প্রসঙ্গও টেনে আনেন রাহুল । বলেন, প্রত্যেকেই জানেন চিনা সেনারা আমাদের পবিত্র ভূমির চার জায়গা দখল করেছে । পেট্রপণ্যের দাম বৃদ্ধি নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেন তিনি ।

2019-র সাধারণ নির্বাচনে ইস্তেহারে ন্যূনতম আয় যোজনার প্রস্তাব দিয়েছিল কংগ্রেস । জানিয়েছিল, ক্ষমতায় এলে একটি আইন তৈরি করবে সরকার । গরিব মানুষের স্বার্থে এই যোজনার প্রস্তাব দেওয়া হয় । যা প্রায় 250 মিলিয়ন মানুষকে সাহায্য করবে বলে জানানো হয়েছিল । আর্থিক অবস্থানের উপর বিচার করে 20 শতাংশ ভারতীয় পরিবারকে নগদ টাকা দিয়ে সাহায্যের কথা উল্লেখ করা হয় এই যোজনায় ।

ন্যূনতম আয় যোজনা ঘোষণা করুন : রাহুল

দিল্লি, 30জুন : দেশের দুঃস্থ মানুষের স্বার্থে ন্যূনতম আয় যোজনা (NYAY) প্রকল্প ঘোষণার দাবি জানালেন রাহুল গান্ধি । পাশাপাশি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, কবে চিনের সেনারা ভারতের ভূমি ছেড়ে যাবে ।

রাহুল গান্ধি আজ একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করেন । ভিডিয়ো বার্তায় তিনি বলেন, “কোরোনা ভাইরাস প্যানডেমিকের কারণে ভয়াবহ ক্ষতিগ্রস্ত গরিব, মধ্যবিত্ত এবং উপার্জননির্ভর শ্রেণি । আমরা সরকারের কাছে অন্তত পক্ষে ছয়মাসের জন্য ন্যূনতম আয় যোজনা প্রকল্পের দাবি জানিয়েছি । গরিব মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে 7,500 টাকা করে পাঠানো উচিত কেন্দ্রের । ”

পাশাপাশি চিন-ভারত সীমান্ত দ্ব্ন্দ্ব প্রসঙ্গও টেনে আনেন রাহুল । বলেন, প্রত্যেকেই জানেন চিনা সেনারা আমাদের পবিত্র ভূমির চার জায়গা দখল করেছে । পেট্রপণ্যের দাম বৃদ্ধি নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেন তিনি ।

2019-র সাধারণ নির্বাচনে ইস্তেহারে ন্যূনতম আয় যোজনার প্রস্তাব দিয়েছিল কংগ্রেস । জানিয়েছিল, ক্ষমতায় এলে একটি আইন তৈরি করবে সরকার । গরিব মানুষের স্বার্থে এই যোজনার প্রস্তাব দেওয়া হয় । যা প্রায় 250 মিলিয়ন মানুষকে সাহায্য করবে বলে জানানো হয়েছিল । আর্থিক অবস্থানের উপর বিচার করে 20 শতাংশ ভারতীয় পরিবারকে নগদ টাকা দিয়ে সাহায্যের কথা উল্লেখ করা হয় এই যোজনায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.