ETV Bharat / bharat

অন্ধ্রপ্রদেশের বিধান পরিষদ বিলোপে সায় মন্ত্রিসভার - Jagan Mohan Reddy

বিধান পরিষদের আদৌ কোনও প্রয়োজন আছে কি না তা নিয়ে আজ আলোচনায় বসেছিল জগনমোহন রেড্ডির মন্ত্রিসভা ৷ বৈঠক শেষে অন্ধ্রপ্রদেশের বিধান পরিষদ বিলোপে সায় জানাল মন্ত্রিসভা ৷

Andhra Pradesh LC
ছবি সৌজন্য : ANI
author img

By

Published : Jan 27, 2020, 12:25 PM IST

অমরাবতী, 27 জানুয়ারি : অন্ধ্রপ্রদেশের বিধান পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর দিল অন্ধ্রপ্রদেশ মন্ত্রিসভা ৷ কিছুদিন আগেই রাজ্যের তিন রাজধানীর বিল সিলেক্ট কমিটিতে পাঠিয়েছিলেন বিধান পরিষদের সভাপতি ৷ সেই রোষের থেকেই কি ভেঙে ফেলা হচ্ছে বিধান পরিষদ ? শুরু হয়েছে জল্পনা ৷

এদিকে বিধান পরিষদ ভেঙে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে অন্ধ্রপ্রদেশ মন্ত্রিসভা, তার প্রতিবাদে তেলুগু দেশম পার্টি (TDP) আজ বিধানসভা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে ৷ তাদের অভিযোগ, সরকার বিধান পরিষদের সদস্যদের সঙ্গে অন্যায় করছে ৷

আরও পড়ুন : ক'টি রাজধানী রাজ্যের ? বিশেষ অধিবেশন অন্ধ্রপ্রদেশ বিধানসভায়

বিধান পরিষদের আদৌ কোনও প্রয়োজন আছে কি না, তা নিয়ে 23 জানুয়ারি আলোচনা হয় অন্ধ্রপ্রদেশ বিধানসভায় ৷ এরপরই আজ বিধান পরিষদ ভেঙে ফেলার পক্ষে মত দিল অন্ধ্রপ্রদেশের মন্ত্রিসভা ৷ মতে শাসক দল YSRC-র সমর্থন থাকলেও, মত নেই বিরোধীদের ৷ এত সহজে যে বিধান পরিষদ ভেঙে ফেলতে পারবে না সরকার, সেই কথাও আজ স্পষ্ট করে দেয় TDP ৷

অন্ধ্রপ্রদেশের বিধানসভায় 175টি আসনের মধ্যে শাসকদলের হাতে রয়েছে 151 টি আসন ৷ কিন্তু বিধান পরিষদে 58টি আসনের মধ্যে 28টি রয়েছে প্রধান বিরোধী দল TDP-র দখলে ৷ এই পরিস্থিতিতে বিরোধীদের কণ্ঠরোধ করতেই সরকার বিধান পরিষদ ভেঙে ফেলার দিকে এগোচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ৷

অমরাবতী, 27 জানুয়ারি : অন্ধ্রপ্রদেশের বিধান পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর দিল অন্ধ্রপ্রদেশ মন্ত্রিসভা ৷ কিছুদিন আগেই রাজ্যের তিন রাজধানীর বিল সিলেক্ট কমিটিতে পাঠিয়েছিলেন বিধান পরিষদের সভাপতি ৷ সেই রোষের থেকেই কি ভেঙে ফেলা হচ্ছে বিধান পরিষদ ? শুরু হয়েছে জল্পনা ৷

এদিকে বিধান পরিষদ ভেঙে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে অন্ধ্রপ্রদেশ মন্ত্রিসভা, তার প্রতিবাদে তেলুগু দেশম পার্টি (TDP) আজ বিধানসভা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে ৷ তাদের অভিযোগ, সরকার বিধান পরিষদের সদস্যদের সঙ্গে অন্যায় করছে ৷

আরও পড়ুন : ক'টি রাজধানী রাজ্যের ? বিশেষ অধিবেশন অন্ধ্রপ্রদেশ বিধানসভায়

বিধান পরিষদের আদৌ কোনও প্রয়োজন আছে কি না, তা নিয়ে 23 জানুয়ারি আলোচনা হয় অন্ধ্রপ্রদেশ বিধানসভায় ৷ এরপরই আজ বিধান পরিষদ ভেঙে ফেলার পক্ষে মত দিল অন্ধ্রপ্রদেশের মন্ত্রিসভা ৷ মতে শাসক দল YSRC-র সমর্থন থাকলেও, মত নেই বিরোধীদের ৷ এত সহজে যে বিধান পরিষদ ভেঙে ফেলতে পারবে না সরকার, সেই কথাও আজ স্পষ্ট করে দেয় TDP ৷

অন্ধ্রপ্রদেশের বিধানসভায় 175টি আসনের মধ্যে শাসকদলের হাতে রয়েছে 151 টি আসন ৷ কিন্তু বিধান পরিষদে 58টি আসনের মধ্যে 28টি রয়েছে প্রধান বিরোধী দল TDP-র দখলে ৷ এই পরিস্থিতিতে বিরোধীদের কণ্ঠরোধ করতেই সরকার বিধান পরিষদ ভেঙে ফেলার দিকে এগোচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ৷

New Delhi, Jan 27 (ANI): Delhi is continuously reeling under cold waves. The temperature has dropped down further to several degrees due to heavy snowfall in parts of North India. Pollution level is also not upto the mark here. Major pollutant PM 2.5, PM 10 was at 250 and 257 respectively, both in 'poor' category.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.