ETV Bharat / bharat

জঙ্গিদের খতম করতে কি নির্বাচন কমিশেনের অনুমতি নেবেন জওয়ানরা ? মোদি

উত্তরপ্রদেশে জনসভায় এসে বিরোধীদের আক্রমণ করলেন নরেন্দ্র মোদি। বললেন,"জঙ্গিদের খতম করতে কি নির্বাচন কমিশেনের অনুমতি নেবেন জওয়ানরা ?"

ফাইল ফোটো
author img

By

Published : May 12, 2019, 12:43 PM IST

লখনউ, 12 মে : ওরা বোমা, বন্দুক নিয়ে সামনে দাঁড়িয়ে আছে । আমার জওয়ানরা কি তখন নির্বাচন কমিশেনের অনুমতি নেবে। জিজ্ঞেস করবে জঙ্গিদের মারব কি মারব না ?" উত্তরপ্রদেশের কুশিনগরের জনসভায় এসে আজ একথা বলেন নরেন্দ্র মোদি।

তিনি বলেন, "আজ সকালে খবর পেলাম, কাশ্মীরে আমাদের সেনা জঙ্গিদের খতম করেছে । এবার কয়েকজনের এটা নিয়ে সমস্যা যে, দেশে যখন নির্বাচন চলছে তখন মোদি কেন সন্ত্রাসবাদীদের মারছে ?"

মোদি বলেন, "কাশ্মীরে যেদিন থেকে আমরা এসেছি, দু'তিন দিন অন্তর সাফাই চলছে, এই সাফাই অভিযান আমার কাজ ভাই ।"

লখনউ, 12 মে : ওরা বোমা, বন্দুক নিয়ে সামনে দাঁড়িয়ে আছে । আমার জওয়ানরা কি তখন নির্বাচন কমিশেনের অনুমতি নেবে। জিজ্ঞেস করবে জঙ্গিদের মারব কি মারব না ?" উত্তরপ্রদেশের কুশিনগরের জনসভায় এসে আজ একথা বলেন নরেন্দ্র মোদি।

তিনি বলেন, "আজ সকালে খবর পেলাম, কাশ্মীরে আমাদের সেনা জঙ্গিদের খতম করেছে । এবার কয়েকজনের এটা নিয়ে সমস্যা যে, দেশে যখন নির্বাচন চলছে তখন মোদি কেন সন্ত্রাসবাদীদের মারছে ?"

মোদি বলেন, "কাশ্মীরে যেদিন থেকে আমরা এসেছি, দু'তিন দিন অন্তর সাফাই চলছে, এই সাফাই অভিযান আমার কাজ ভাই ।"

New Delhi, May 12 (ANI): Union Minister for Science and Technology Harsh Vardhan cast his vote in Delhi today. Delhi Deputy Chief Minister Manish Sisodia cast his vote at a polling booth in Pandav Nagar, in East Delhi Constituency. Sixth phase of Lok Sabha elections are underway for 59 parliamentary constituencies across 7 states and UT (Delhi). Last phase of elections will be held on May 19 and counting will take place on May 23.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.