ETV Bharat / bharat

আর্থিক সংকট মোচনে রাজনীতি সরিয়ে সবার মতামত নিক সরকার : মনমোহন সিং

বর্তমান সরকারের সার্বিক অব্যবস্থার কারণেই বৃদ্ধির হার গত 6 বছরে সব থেকে কম বলে মন্তব্য করলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ।

মনমোহন সিং
author img

By

Published : Sep 1, 2019, 12:53 PM IST

দিল্লি, 1 সেপ্টেম্বর : দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং । বর্তমান সরকারের সার্বিক অব্যবস্থার কারণেই বৃদ্ধির হার গত 6 বছরে সব থেকে কম বলে মন্তব্য করলেন তিনি । এপ্রিল-জুন ত্রৈমাসিকে বৃদ্ধি 5 শতাংশে নেমে এসেছে । তার আগের ত্রৈমাসিকে বৃদ্ধির হার ছিল 5.8 শতাংশ । গত বছর এপ্রিল-জুন ত্রৈমাসিকে এই হার ছিল 8 শতাংশ ।

মনমোহন সিং বলেন, "ভারত এই ভাবে বেশি দূর এগোতে পারবে না । সরকারের কাছে আবেদন করছি যাতে রাজনৈতিক দূরত্ব পার করে সংকট মোচনে সবার মতামত নেয় । দেশের আর্থিক হাল ক্রমশ বেহাল হচ্ছে । অবিলম্বে সমস্যা মেটানো প্রয়োজন ।"

এর আগে দেশের আর্থিক অবস্থা বেহাল বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার । তিনি বলেছিলেন, "এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে চলছে দেশের অর্থনীতি ৷"

দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । ইতিমধ্যে শিল্পক্ষেত্রে মূলধনী ঋণে ও গৃহঋণে সুদ কমানোর কথা বলেন তিনি । পাশাপাশি 10টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণের কথা ঘোষণাও করেন অর্থমন্ত্রী ।

দিল্লি, 1 সেপ্টেম্বর : দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং । বর্তমান সরকারের সার্বিক অব্যবস্থার কারণেই বৃদ্ধির হার গত 6 বছরে সব থেকে কম বলে মন্তব্য করলেন তিনি । এপ্রিল-জুন ত্রৈমাসিকে বৃদ্ধি 5 শতাংশে নেমে এসেছে । তার আগের ত্রৈমাসিকে বৃদ্ধির হার ছিল 5.8 শতাংশ । গত বছর এপ্রিল-জুন ত্রৈমাসিকে এই হার ছিল 8 শতাংশ ।

মনমোহন সিং বলেন, "ভারত এই ভাবে বেশি দূর এগোতে পারবে না । সরকারের কাছে আবেদন করছি যাতে রাজনৈতিক দূরত্ব পার করে সংকট মোচনে সবার মতামত নেয় । দেশের আর্থিক হাল ক্রমশ বেহাল হচ্ছে । অবিলম্বে সমস্যা মেটানো প্রয়োজন ।"

এর আগে দেশের আর্থিক অবস্থা বেহাল বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার । তিনি বলেছিলেন, "এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে চলছে দেশের অর্থনীতি ৷"

দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । ইতিমধ্যে শিল্পক্ষেত্রে মূলধনী ঋণে ও গৃহঋণে সুদ কমানোর কথা বলেন তিনি । পাশাপাশি 10টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণের কথা ঘোষণাও করেন অর্থমন্ত্রী ।

Jamaica, Sep 01 (ANI): Indian batsman Hanuma vihari scored a maiden ton in the second test against West Indies. While speaking to mediapersons on his achievement he said, "I am really happy that I could get my first hundred on those conditions it gives me lot of satisfaction. "I was patient they have bowled really well after lunch we have to give credit to the bowlers. Even though we have scored 400 but that doesn't show the way they have bowled. It was a challenging condition."

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.