দিল্লি, 1 সেপ্টেম্বর : দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং । বর্তমান সরকারের সার্বিক অব্যবস্থার কারণেই বৃদ্ধির হার গত 6 বছরে সব থেকে কম বলে মন্তব্য করলেন তিনি । এপ্রিল-জুন ত্রৈমাসিকে বৃদ্ধি 5 শতাংশে নেমে এসেছে । তার আগের ত্রৈমাসিকে বৃদ্ধির হার ছিল 5.8 শতাংশ । গত বছর এপ্রিল-জুন ত্রৈমাসিকে এই হার ছিল 8 শতাংশ ।
মনমোহন সিং বলেন, "ভারত এই ভাবে বেশি দূর এগোতে পারবে না । সরকারের কাছে আবেদন করছি যাতে রাজনৈতিক দূরত্ব পার করে সংকট মোচনে সবার মতামত নেয় । দেশের আর্থিক হাল ক্রমশ বেহাল হচ্ছে । অবিলম্বে সমস্যা মেটানো প্রয়োজন ।"
এর আগে দেশের আর্থিক অবস্থা বেহাল বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার । তিনি বলেছিলেন, "এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে চলছে দেশের অর্থনীতি ৷"
দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । ইতিমধ্যে শিল্পক্ষেত্রে মূলধনী ঋণে ও গৃহঋণে সুদ কমানোর কথা বলেন তিনি । পাশাপাশি 10টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণের কথা ঘোষণাও করেন অর্থমন্ত্রী ।