ETV Bharat / bharat

BJP দরজা খুললে পাওয়ার-চহ্বান ছাড়া সবাই যোগ দেবেন : অমিত শাহ - Congress

মহাজনাদেশ যাত্রায় অংশ নিয়ে NCP সুপ্রিমো শরদ পাওয়ার এবং মহারাষ্ট্রের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চহ্বানকে আক্রমণ করলেন অমিত শাহ ৷

অমিত শাহ
author img

By

Published : Sep 2, 2019, 1:00 PM IST

সোলাপুর (মহারাষ্ট্র), 2 সেপ্টেম্বর : মহাজনাদেশ যাত্রায় অংশ নিয়ে NCP সুপ্রিমো শরদ পাওয়ার এবং মহারাষ্ট্রের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চহ্বানকে আক্রমণ করলেন অমিত শাহ ৷ তিনি বলেন, BJP যদি দরজা উন্মুক্ত করে, তবে শরদ পাওয়ার ও পৃথ্বীরাজ চহ্বান ছাড়া ওঁদের দলে আরও কেউ থাকবেন না ৷

গতকাল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ আয়োজিত সোলাপুরে 'মহাজনদেশ যাত্রা'র দ্বিতীয় পর্বের সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ অনুষ্ঠান শেষে তিনি কংগ্রেস ও NCP নেতাদের BJP-তে যোগদান প্রসঙ্গে মন্তব্য করেন ৷ বছরের শেষে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন রয়েছে ৷ সেকথা উল্লেখ করে তিনি বলেন, "বিধানসভা নির্বাচনের আগে যদি BJP নিজের দ্বার উন্মুক্ত করে তবে শরদ পাওয়ার ও পৃথ্বীরাজ চহ্বান ছাড়া তাঁদের দলে আর কেউ থাকবেন না ৷"

আরও পড়ুন : রাহুল গান্ধির প্রশংসা করে পাকিস্তান, লজ্জা হওয়া উচিত : অমিত শাহ

বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস ও NCP-র নেতারা যে BJP-তে যোগ দিতে পা বাড়িয়ে রয়েছেন, তা নিয়ে বিরোধী NCP ও কংগ্রেসকে কটাক্ষ করেন অমিত শাহ ৷

সোলাপুর (মহারাষ্ট্র), 2 সেপ্টেম্বর : মহাজনাদেশ যাত্রায় অংশ নিয়ে NCP সুপ্রিমো শরদ পাওয়ার এবং মহারাষ্ট্রের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চহ্বানকে আক্রমণ করলেন অমিত শাহ ৷ তিনি বলেন, BJP যদি দরজা উন্মুক্ত করে, তবে শরদ পাওয়ার ও পৃথ্বীরাজ চহ্বান ছাড়া ওঁদের দলে আরও কেউ থাকবেন না ৷

গতকাল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ আয়োজিত সোলাপুরে 'মহাজনদেশ যাত্রা'র দ্বিতীয় পর্বের সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ অনুষ্ঠান শেষে তিনি কংগ্রেস ও NCP নেতাদের BJP-তে যোগদান প্রসঙ্গে মন্তব্য করেন ৷ বছরের শেষে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন রয়েছে ৷ সেকথা উল্লেখ করে তিনি বলেন, "বিধানসভা নির্বাচনের আগে যদি BJP নিজের দ্বার উন্মুক্ত করে তবে শরদ পাওয়ার ও পৃথ্বীরাজ চহ্বান ছাড়া তাঁদের দলে আর কেউ থাকবেন না ৷"

আরও পড়ুন : রাহুল গান্ধির প্রশংসা করে পাকিস্তান, লজ্জা হওয়া উচিত : অমিত শাহ

বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস ও NCP-র নেতারা যে BJP-তে যোগ দিতে পা বাড়িয়ে রয়েছেন, তা নিয়ে বিরোধী NCP ও কংগ্রেসকে কটাক্ষ করেন অমিত শাহ ৷

Jorhat (Assam), Sep 02 (ANI): A 73-year-old doctor was allegedly beaten to death by a tea garden worker's family and others after the worker died during treatment at a hospital in Teok Tea Garden. According to police, a magisterial enquiry has been ordered in this matter. Many aspiring doctors studying at Assam Medical College, Dibrugarh took out a candle march demanding stern laws against the violence against doctors.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.