ETV Bharat / bharat

AAP ছাড়লেন বিধায়ক অলকা লাম্বা - Alka Says "Time To Say Goodbye"

আম আদমি পার্টি (AAP) ছাড়লেন বিধায়ক অলকা লাম্বা ৷ আজ একটি টুইট করে AAP বিধায়ক লাম্বা বলেন, সময় এসেছে বিদায়ের ৷

অলকা লাম্বা
author img

By

Published : Sep 6, 2019, 10:44 AM IST

Updated : Sep 6, 2019, 12:18 PM IST

দিল্লি, 6 সেপ্টেম্বর : আম আদমি পার্টি (AAP) ছাড়লেন বিধায়ক অলকা লাম্বা ৷ আজ একটি টুইট করে AAP বিধায়ক লাম্বা বলেন, সময় এসেছে বিদায়ের ৷

নিজের টুইটে অলকা লেখেন, "AAP-কে বিদায় জানানোর সময় এসেছে ৷ AAP-র সদস্যপদ থেকে ইস্তফা দিচ্ছি ৷ বিগত ছয় বছরের এই যাত্রাপথে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি ৷ সকলকে ধন্যবাদ ৷ " পরে তিনি আরও একটি টুইটে AAP সুপ্রিমো কেজরিওয়ালকে আক্রমণ করে বলেন, " আপনার দলের মুখপাত্র আমায় জানিয়েছিলেন, যদি আমি টুইটারেও AAP-র প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিই, তবে সেটা গ্রহণ করা হবে ৷ তবে আম আদমি পার্টি নয়, দল এখন হয়েছে খাস আদমি পার্টি ৷ "

  • Alka Lamba, AAP MLA from Delhi's Chandni Chowk tweets,"The time has come to say,"Good Bye" to AAP and to resign from the primary membership of the party." (File pic) pic.twitter.com/dGiMxVWzeJ

    — ANI (@ANI) September 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও তাঁর পদত্যাগের বিষয়টি আশ্চর্যের নয়৷ দিন কয়েক আগেই তিনি AAP ছাড়ার কথা জানিয়েছিলেন ৷ মঙ্গলবার অলকা লাম্বা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করেন ৷ যদিও সোনিয়া গান্ধির সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে অলকা লাম্বা জানান, দেশের রাজনৈতিক পরিস্থিতি সহ অন্যান্য ইশু নিয়ে আলোচনা করেন ৷

আরও পড়ুন : শোবেন খাটে, খাবেন ডাল-রুটি ; তিহার-'যাত্রার' পথেও অর্থনীতি নিয়ে চিন্তিত চিদম্বরম !

লোকসভা নির্বাচনে দলের পরাজয়ের জন্য AAP সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকেই দায়ী করেন লাম্বা ৷ এরপর তাঁকে AAP বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সরিয়ে দেওয়া হয় ৷ তারপর থেকেই AAP-র সঙ্গে দূরত্ব তৈরি হয় অলকার ৷

উল্লেখ্য, AAP-এ যোগদানের আগে 20 বছর ধরে তিনি কংগ্রেস বিধায়ক ছিলেন৷ দিল্লির নির্বাচনে চাঁদনি চক থেকে কংগ্রেসের টিকিটে লড়াই করে জয়লাভও করেন ৷ পরে 2013 সালে AAP-এ যোগদান করেন অলকা লাম্বা ৷

দিল্লি, 6 সেপ্টেম্বর : আম আদমি পার্টি (AAP) ছাড়লেন বিধায়ক অলকা লাম্বা ৷ আজ একটি টুইট করে AAP বিধায়ক লাম্বা বলেন, সময় এসেছে বিদায়ের ৷

নিজের টুইটে অলকা লেখেন, "AAP-কে বিদায় জানানোর সময় এসেছে ৷ AAP-র সদস্যপদ থেকে ইস্তফা দিচ্ছি ৷ বিগত ছয় বছরের এই যাত্রাপথে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি ৷ সকলকে ধন্যবাদ ৷ " পরে তিনি আরও একটি টুইটে AAP সুপ্রিমো কেজরিওয়ালকে আক্রমণ করে বলেন, " আপনার দলের মুখপাত্র আমায় জানিয়েছিলেন, যদি আমি টুইটারেও AAP-র প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিই, তবে সেটা গ্রহণ করা হবে ৷ তবে আম আদমি পার্টি নয়, দল এখন হয়েছে খাস আদমি পার্টি ৷ "

  • Alka Lamba, AAP MLA from Delhi's Chandni Chowk tweets,"The time has come to say,"Good Bye" to AAP and to resign from the primary membership of the party." (File pic) pic.twitter.com/dGiMxVWzeJ

    — ANI (@ANI) September 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও তাঁর পদত্যাগের বিষয়টি আশ্চর্যের নয়৷ দিন কয়েক আগেই তিনি AAP ছাড়ার কথা জানিয়েছিলেন ৷ মঙ্গলবার অলকা লাম্বা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করেন ৷ যদিও সোনিয়া গান্ধির সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে অলকা লাম্বা জানান, দেশের রাজনৈতিক পরিস্থিতি সহ অন্যান্য ইশু নিয়ে আলোচনা করেন ৷

আরও পড়ুন : শোবেন খাটে, খাবেন ডাল-রুটি ; তিহার-'যাত্রার' পথেও অর্থনীতি নিয়ে চিন্তিত চিদম্বরম !

লোকসভা নির্বাচনে দলের পরাজয়ের জন্য AAP সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকেই দায়ী করেন লাম্বা ৷ এরপর তাঁকে AAP বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সরিয়ে দেওয়া হয় ৷ তারপর থেকেই AAP-র সঙ্গে দূরত্ব তৈরি হয় অলকার ৷

উল্লেখ্য, AAP-এ যোগদানের আগে 20 বছর ধরে তিনি কংগ্রেস বিধায়ক ছিলেন৷ দিল্লির নির্বাচনে চাঁদনি চক থেকে কংগ্রেসের টিকিটে লড়াই করে জয়লাভও করেন ৷ পরে 2013 সালে AAP-এ যোগদান করেন অলকা লাম্বা ৷

New Delhi, Sep 05 (ANI): While speaking to media on Congress party meeting, General Secretary of the All India Congress Committee (AICC) PC Chacko said, "Four former party presidents of Delhi met Sonia Gandhi today." "She has said that we will announce the new President for Delhi within 2-3 days," she added.
Last Updated : Sep 6, 2019, 12:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.