ETV Bharat / bharat

"BJP-কে দেখাব কী করতে পারি", ট্রেনে মিলল বিস্ফোরক-সহ চিরকুট - Kurla Terminus

কুরলা টার্মিনাসে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরা থেকেই বিস্ফোরক । মিলল একটি চিরকুটও । তাতে লেখা, "আমরা কী করতে পারি, BJP-কে তা দেখিয়ে দেব ।"

ট্রেনে মিলল বিস্ফোরক
author img

By

Published : Jun 5, 2019, 5:01 PM IST

Updated : Jun 5, 2019, 5:38 PM IST

মুম্বই, 5 জুন : মুম্বইয়ে শালিমার এক্সপ্রেসের কামরার মধ্যে মিলল বিস্ফোরক । সেই সঙ্গে মিলল একটি চিরকুট । তাতে লেখা রয়েছে, "আমরা কী করতে পারি, BJP-কে তা দেখিয়ে দেব ।" মুম্বইয়ের কুরলা টার্মিনাসে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরা থেকেই বিস্ফোরক ও চিরকুট উদ্ধার হয়েছে ।

আজ সকাল সাড়ে সাতটায় কুরলা টার্মিনাসে ঢোকে শালিমার এক্সপ্রেস । যাত্রীরা সব নেমে যাওয়ার পর কামরা পরিষ্কার করতে শুরু করেন রেল কর্মীরা । এরই মধ্যে এক কর্মী সিটের নিচে একটি বাক্স দেখতে পান । সন্দেহ হওয়ায় রেল পুলিশে খবর দেওয়া হয় । কুরলা টার্মিনাস থেকে যাত্রীদের সরিয়ে দেওয়া হয় । মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক ।

এদিকে, কামরায় উদ্ধার হয় বিস্ফোরকও । যেগুলি জিলেটিন স্টিকের মত দেখতে । যার মধ্যে বারুদ ছিল । এগুলির সঙ্গে বৈদ্যুতিক তার যুক্ত ছিল বলে জানা গেছে । শুধু তাই নয়, বিস্ফোরকের সঙ্গে যুক্ত ছিল ব্যাটারিও । ঘটনাস্থানে পৌঁছেছে ফরেনসিক সায়েন্টিফিক ল্যাব(FSL)-র কর্মীরা । তদন্ত শুরু করেছে মহারাষ্ট্র অ্যান্টি টেরোরিজ়ম স্কয়্যাড(ATS) ।

এক পুলিশ অফিসার বলেন, "খুব একটা ভয়ের কিছু না থাকলেও, আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি । বিস্ফোরকের সঙ্গে বৈদ্যুতিক তারের সংযোগ ছিল । ডিটোনেটর না থাকলেও ওই বিস্ফোরকে অগ্নিসংযোগ হলে বিস্ফোরণ হতে পারে ।"

এদিকে, বিস্ফোরকের পাশেই পাওয়া গেছে একটি চিরকুট । তাতে লেখা রয়েছে, "আমরা কী করতে পারি, BJP-কে তা দেখিয়ে দেব ।" প্রসঙ্গত, গতকালই নবি মুম্বইয়ের উরানে একটি ব্রিজের উপর থেকে মিলেছিল ISIS-র মেসেজ ।

কারা রেখে গেছে বিস্ফোরক ? তদন্তের কিনারা করতে CCTV ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ।

মুম্বই, 5 জুন : মুম্বইয়ে শালিমার এক্সপ্রেসের কামরার মধ্যে মিলল বিস্ফোরক । সেই সঙ্গে মিলল একটি চিরকুট । তাতে লেখা রয়েছে, "আমরা কী করতে পারি, BJP-কে তা দেখিয়ে দেব ।" মুম্বইয়ের কুরলা টার্মিনাসে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরা থেকেই বিস্ফোরক ও চিরকুট উদ্ধার হয়েছে ।

আজ সকাল সাড়ে সাতটায় কুরলা টার্মিনাসে ঢোকে শালিমার এক্সপ্রেস । যাত্রীরা সব নেমে যাওয়ার পর কামরা পরিষ্কার করতে শুরু করেন রেল কর্মীরা । এরই মধ্যে এক কর্মী সিটের নিচে একটি বাক্স দেখতে পান । সন্দেহ হওয়ায় রেল পুলিশে খবর দেওয়া হয় । কুরলা টার্মিনাস থেকে যাত্রীদের সরিয়ে দেওয়া হয় । মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক ।

এদিকে, কামরায় উদ্ধার হয় বিস্ফোরকও । যেগুলি জিলেটিন স্টিকের মত দেখতে । যার মধ্যে বারুদ ছিল । এগুলির সঙ্গে বৈদ্যুতিক তার যুক্ত ছিল বলে জানা গেছে । শুধু তাই নয়, বিস্ফোরকের সঙ্গে যুক্ত ছিল ব্যাটারিও । ঘটনাস্থানে পৌঁছেছে ফরেনসিক সায়েন্টিফিক ল্যাব(FSL)-র কর্মীরা । তদন্ত শুরু করেছে মহারাষ্ট্র অ্যান্টি টেরোরিজ়ম স্কয়্যাড(ATS) ।

এক পুলিশ অফিসার বলেন, "খুব একটা ভয়ের কিছু না থাকলেও, আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি । বিস্ফোরকের সঙ্গে বৈদ্যুতিক তারের সংযোগ ছিল । ডিটোনেটর না থাকলেও ওই বিস্ফোরকে অগ্নিসংযোগ হলে বিস্ফোরণ হতে পারে ।"

এদিকে, বিস্ফোরকের পাশেই পাওয়া গেছে একটি চিরকুট । তাতে লেখা রয়েছে, "আমরা কী করতে পারি, BJP-কে তা দেখিয়ে দেব ।" প্রসঙ্গত, গতকালই নবি মুম্বইয়ের উরানে একটি ব্রিজের উপর থেকে মিলেছিল ISIS-র মেসেজ ।

কারা রেখে গেছে বিস্ফোরক ? তদন্তের কিনারা করতে CCTV ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ।

New Delhi, Jun 05 (ANI): As the nation celebrates World Environment Day today, the Minister of State for Environment, Forest and Climate Change, Babul Supriyo came out and said, "We are the solution to the pollution. We cannot change the extreme conditions only by celebrating environment day instead we need to make it a part of our mind frame". He also added, "Though we are one of the few countries in the world with a larger forest area but we are definitely not doing enough to save our environment".
Last Updated : Jun 5, 2019, 5:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.