ETV Bharat / bharat

দূষণ বিপদসীমা ছাড়িয়েছে, বিষ বাতাসে ধুঁকছে দিল্লি - delhi pollution

দিল্লি NCR-এ বাতাসের গুণমান সূচক বিপজ্জনক সীমা পার করেছে ৷ পাঞ্জাবিবাগ এবং নারেলা সংলগ্ন অঞ্চলের পরিস্থিতিও গুরুতর ৷ রাজধানীতে জারি রয়েছে জনস্বাস্থ্য সংক্রাম্ত জরুরি অবস্থা ৷ ধোঁয়াশার কারণে ছিল দৃশ্যমানতা সকাল থেকেই কম ৷ বিমান পরিষেবাও ব্যাহত হয়েছে রাজধানীর বিমানবন্দরে ৷ দূষণ থেকে বাঁচতে চিকিৎসকরা যত বেশি সম্ভব N-95 মাস্ক ব্যবহার করার জন্য উপদেশ দিচ্ছেন ৷ চোখ-মুখ জ্বলছে, কষ্ট হচ্ছে শ্বাস নিতে ৷ পরিস্থিতি হচ্ছে সংকটজনক ৷

ধুঁকছে দিল্লি
author img

By

Published : Nov 3, 2019, 1:21 PM IST

Updated : Nov 3, 2019, 7:24 PM IST

দিল্লি, 3 নভেম্বর: দিল্লির দূষণ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে প্রতিদিন ৷ বিষাক্ত হয়ে উঠছে বাতাস ৷ রাজধানীর বুকে শ্বাস নেওয়া ক্রমশ দুষ্কর হয়ে উঠেছে ৷ দিল্লি NCR-এ বাতাসের গুণমান সূচক বিপদসীমা পেরিয়েছে ৷ যেখানে AQI 0 থেকে 50-এর মধ্যে ঘোরাফেরা করলে তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক নয় বলে ধরা হয় । আজ সকাল থেকেই দিল্লির আকাশ ছিল গাঢ় ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন ৷ সকালের দিকে বিক্ষিপ্ত কিছু বৃষ্টিপাত হলেও ধোঁয়াশা কমেনি ৷ এদিকে বাতাসের গুণমান সূচক বিপজ্জনক সীমার উপর দিয়ে যাচ্ছে ৷ আজ সকাল 10টায় বাতাসের গুণমান সূচকে দূষণের মাত্রা ছিল 625 ৷ এই পরিস্থিতিতে রাজধানীতে আগামীকাল থেকে আবারও জোড়-বিজোড় আইন চালু করা হবে ৷ এই নিয়ে তৃতীয়বার দিল্লিতে জোড়-বিজোড় আইন চালু করা হচ্ছে ৷

পাঞ্জাবিবাগ এবম নারেলা সংলগ্ন অঞ্চলের পরিস্থিতিও গুরুতর ৷ বাতাসের গুণমান সূচক সেখানে 999 ছুঁয়েছে ৷ পাশাপাশি পূর্ব দিল্লির ঝিলমিল শিল্পাঞ্চলের ITI শাদ্রাতে সকাল 9টায় বাতাসের গুণমান সূচক ছিল 889 ৷ আর কে পুরমের কাছে এই সূচক ছিল 749 ৷ মার্কিন দূতাবাসের কাছেও বিপজ্জনক সীমা ছুঁয়েছে বাতাস ৷ নয়ডা, গাজিয়াবাদ, গুরগাঁও এবং ফরিদাবাদের কাছে দূষণ সূচক 400 থেকে 709-এর আশেপাশে ঘোরাফেরা করছে ৷

ধোঁয়াশার কারণে ছিল দৃশ্যমানতা সকাল থেকেই কম ৷ বিমান পরিষেবাও ব্যাহত হয়েছে রাজধানীর বিমানবন্দরে ৷ 32 টি বিমানের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে বলেও জানা গেছে ৷ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ গত শুক্রবার থেকে রাজধানীতে জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে ৷ বছরে প্রথমবার দিল্লিতে জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা জারি করা হল ৷ বাড়তে থাকা দূষণের প্রভাবে হাঁপানি, ব্রংকাইটিস ও COPD-র রোগীদের স্বাস্থ্য আরও অবনতি হতে পারে ৷ দূষণ থেকে বাঁচতে চিকিৎসকরা যত বেশি সম্ভব N-95 মাস্ক ব্যবহার করার জন্য উপদেশ দিচ্ছেন ৷

রাজধানীর জনজীবন আপাতত স্তব্ধ ৷ দীপাবলীর ছুটির পর থেকে যা যা খুলেছিল, সেগুলি আগামী মঙ্গলবার পর্যন্ত ফের বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ শিশুদের শহরের দূষণের থেকে দূরে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ দীপাবলীর পর থেকেই দিল্লির দূষণ পরিস্থিতি গুরুতর হতে শুরু করে ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, এটি গত পাঁচ বছরে সবথেকে খারাপ অবস্থা ৷ সমগ্র উত্তর ভারতজুড়েই একই সমস্যা চলছে বলেও তিনি বলেন ৷ পরিস্থিতি আরও কঠিন হওয়ার আগে কেন্দ্রকে হস্তক্ষেপ করার জন্য আবেদনও জানান কেজরিওয়াল ৷ দিল্লি, পাঞ্জাব ও হরিয়ানার সরকারের পক্ষ থেকে শনিবার যৌথভাবে কেন্দ্রকে হস্তক্ষেপ করার জন্য আবেদন করা হয় ৷

দিল্লি, 3 নভেম্বর: দিল্লির দূষণ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে প্রতিদিন ৷ বিষাক্ত হয়ে উঠছে বাতাস ৷ রাজধানীর বুকে শ্বাস নেওয়া ক্রমশ দুষ্কর হয়ে উঠেছে ৷ দিল্লি NCR-এ বাতাসের গুণমান সূচক বিপদসীমা পেরিয়েছে ৷ যেখানে AQI 0 থেকে 50-এর মধ্যে ঘোরাফেরা করলে তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক নয় বলে ধরা হয় । আজ সকাল থেকেই দিল্লির আকাশ ছিল গাঢ় ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন ৷ সকালের দিকে বিক্ষিপ্ত কিছু বৃষ্টিপাত হলেও ধোঁয়াশা কমেনি ৷ এদিকে বাতাসের গুণমান সূচক বিপজ্জনক সীমার উপর দিয়ে যাচ্ছে ৷ আজ সকাল 10টায় বাতাসের গুণমান সূচকে দূষণের মাত্রা ছিল 625 ৷ এই পরিস্থিতিতে রাজধানীতে আগামীকাল থেকে আবারও জোড়-বিজোড় আইন চালু করা হবে ৷ এই নিয়ে তৃতীয়বার দিল্লিতে জোড়-বিজোড় আইন চালু করা হচ্ছে ৷

পাঞ্জাবিবাগ এবম নারেলা সংলগ্ন অঞ্চলের পরিস্থিতিও গুরুতর ৷ বাতাসের গুণমান সূচক সেখানে 999 ছুঁয়েছে ৷ পাশাপাশি পূর্ব দিল্লির ঝিলমিল শিল্পাঞ্চলের ITI শাদ্রাতে সকাল 9টায় বাতাসের গুণমান সূচক ছিল 889 ৷ আর কে পুরমের কাছে এই সূচক ছিল 749 ৷ মার্কিন দূতাবাসের কাছেও বিপজ্জনক সীমা ছুঁয়েছে বাতাস ৷ নয়ডা, গাজিয়াবাদ, গুরগাঁও এবং ফরিদাবাদের কাছে দূষণ সূচক 400 থেকে 709-এর আশেপাশে ঘোরাফেরা করছে ৷

ধোঁয়াশার কারণে ছিল দৃশ্যমানতা সকাল থেকেই কম ৷ বিমান পরিষেবাও ব্যাহত হয়েছে রাজধানীর বিমানবন্দরে ৷ 32 টি বিমানের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে বলেও জানা গেছে ৷ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ গত শুক্রবার থেকে রাজধানীতে জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে ৷ বছরে প্রথমবার দিল্লিতে জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা জারি করা হল ৷ বাড়তে থাকা দূষণের প্রভাবে হাঁপানি, ব্রংকাইটিস ও COPD-র রোগীদের স্বাস্থ্য আরও অবনতি হতে পারে ৷ দূষণ থেকে বাঁচতে চিকিৎসকরা যত বেশি সম্ভব N-95 মাস্ক ব্যবহার করার জন্য উপদেশ দিচ্ছেন ৷

রাজধানীর জনজীবন আপাতত স্তব্ধ ৷ দীপাবলীর ছুটির পর থেকে যা যা খুলেছিল, সেগুলি আগামী মঙ্গলবার পর্যন্ত ফের বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ শিশুদের শহরের দূষণের থেকে দূরে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ দীপাবলীর পর থেকেই দিল্লির দূষণ পরিস্থিতি গুরুতর হতে শুরু করে ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, এটি গত পাঁচ বছরে সবথেকে খারাপ অবস্থা ৷ সমগ্র উত্তর ভারতজুড়েই একই সমস্যা চলছে বলেও তিনি বলেন ৷ পরিস্থিতি আরও কঠিন হওয়ার আগে কেন্দ্রকে হস্তক্ষেপ করার জন্য আবেদনও জানান কেজরিওয়াল ৷ দিল্লি, পাঞ্জাব ও হরিয়ানার সরকারের পক্ষ থেকে শনিবার যৌথভাবে কেন্দ্রকে হস্তক্ষেপ করার জন্য আবেদন করা হয় ৷

Intro:दिल्ली एनसीआर गैस चैंबर में तब्दील, हवा जहरीली होती जा रही है। दिल्ली एनसीआर में लगातार प्रदूषण सारे रिकॉर्ड तोड़ रहा है। एयर क्वालिटी इंडेक्स 1000 के पार चला गया है। हालांकि रविवार को सुबह दिल्ली और उसके आसपास में हल्की बारिश हुई थी ऐसे में माना जा रहा था कि प्रदूषण का स्तर कम होगा लेकिन प्रदूषण का स्तर और भी खतरनाक हो गया है। दिल्ली और नोएडा में बढ़ते प्रदूषण को देखते हुए 4 और 5 नवंबर को सरकारी और गैर सरकारी स्कूल बंद रहेंगे। वहीं दिल्ली में 4 नवंबर से सम विषम भी लागू हो जाएगा।


Body:बता दे रियल टाइम एयर क्वालिटी इंडेक्स दिल्ली-एनसीआर में 1000 के पार हो गया है इस स्थिति भयावक हो गई है। बता दे स्थिति ऐसी हो गई है कि 50 मीटर तक की विजिबिलिटी भी नहीं रह गई है। लोग दिन में बाइक, मोटर साईकल की बत्तियां जलाकर चल रहे हैं। वहीं सेंट्रल पॉल्यूशन कंट्रोल बोर्ड के आंकड़ों के मुताबिक दिल्ली का एयर क्वालिटी इंडेक्स 490, नोएडा का एयर क्वालिटी इंडेक्स तकरीबन 500 पहुंच गया है।

बढ़ते प्रदूषण के साथ लोगों को अस्थमा, ब्रोंकाइटिस और COPD के मरीजों की तकलीफ़ बढ़ गई है। अस्थमा मरीज़ों का तबीयत बिगड़ रही साथ ही दवाओं का इस्तेमाल बढ़ता जा रहा है। प्रदूषण के साथ खांसी और सांस लेने की समस्या बढ़ रही है।

"N95 मास्क का इस्तेमाल"
डॉक्टर सुधीर ने ज्यादा से ज्यादा मास्क इस्तेमाल करने की बात कही है। साथ ही उन्होंने n95 मस्क इस्तेमाल करने के बाद चाहिए मांस की खासियत बताते हुए उन्होंने कहा कि इससे तकरीबन 95 परसेंट तक डस्ट पार्टिकल से बचा जा सकता है।



Conclusion:लगातार स्थिति खराब होती जा रही है इसके पीछे हवा की धीमी गति भी एक वजह बताई जा रही है साथी पराली जलाने की शिकायत पर अब सरकार सचेत है और लगातार पराली जलाने वालों के खिलाफ कार्रवाई की जा रही है।
Last Updated : Nov 3, 2019, 7:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.