গুয়াহাটি, 28 মে : মনমোহন সিং-কে এবার অসম থেকে রাজ্যসভায় পাঠানো যাচ্ছে না । জানালেন অসম কংগ্রেসের মুখপাত্র অপূর্বকুমার ভট্টাচার্য । বিধানসভায় নির্দিষ্ট সংখ্যক বিধায়ক না থাকায় এই সিদ্ধান্ত বলে জানান তিনি । অসমের বদলে তাঁকে অন্য কোনও রাজ্য থেকে রাজ্যসভায় পাঠানোর ব্যাপারে চিন্তাভাবনা করছে কংগ্রেস ।
1991 সাল থেকে একটানা রাজ্যসভার সাংসদ মনমোহন সিং । অসম থেকেই নির্বাচিত হয়ে আসছেন তিনি । তবে এবার অসমে কংগ্রেসের প্রয়োজনীয় সংখ্যক বিধায়ক না থাকায় সেই রাজ্য থেকে মনমোহনকে রাজ্যসভায় পাঠানো যাচ্ছে না । পাশাপাশি সানতিউস কুজুরকেও অসম থেকে রাজ্যসভায় পাঠাতে পারছে না কংগ্রেস । এবিষয়ে অপূর্ববাবু বলেন, "আমাদের প্রয়োজনীয় বিধায়ক নেই তাই আমরা এবার এখান থেকে কোনও সাংসদ মনোনীত করতে পারব না ।"
অসমে 126 জনের বিধানসভায় এবার কংগ্রেস পেয়েছে মাত্র 25টি সিট । ফলে রাজ্যসভায় সাংসদ পাঠানোর জন্য পর্যাপ্ত বিধায়ক নেই কংগ্রেসের । ফলে 28 বছর পর অন্য কোনও রাজ্য থেকে রাজ্যসভায় যেতে পারেন প্রাক্তন প্রধানমন্ত্রী । তবে, কোথা থেকে তা নিয়ে জল্পনা তৈরি হলেও এখনও পর্যন্ত কংগ্রেসের তরফ থেকে কিছু জানানো হয়নি ।