ETV Bharat / bharat

নেই প্রয়োজনীয় সংখ্যা, অসম থেকে মনমোহনকে রাজ্যসভায় পাঠাতে পারছে না কংগ্রেস

28 বছর পর অসম থেকে মনোনিত হচ্ছেন না মনমোহন ।

ফাইল ফোটো
author img

By

Published : May 28, 2019, 11:32 PM IST

গুয়াহাটি, 28 মে : মনমোহন সিং-কে এবার অসম থেকে রাজ্যসভায় পাঠানো যাচ্ছে না । জানালেন অসম কংগ্রেসের মুখপাত্র অপূর্বকুমার ভট্টাচার্য । বিধানসভায় নির্দিষ্ট সংখ্যক বিধায়ক না থাকায় এই সিদ্ধান্ত বলে জানান তিনি । অসমের বদলে তাঁকে অন্য কোনও রাজ্য থেকে রাজ্যসভায় পাঠানোর ব্যাপারে চিন্তাভাবনা করছে কংগ্রেস ।

1991 সাল থেকে একটানা রাজ্যসভার সাংসদ মনমোহন সিং । অসম থেকেই নির্বাচিত হয়ে আসছেন তিনি । তবে এবার অসমে কংগ্রেসের প্রয়োজনীয় সংখ্যক বিধায়ক না থাকায় সেই রাজ্য থেকে মনমোহনকে রাজ্যসভায় পাঠানো যাচ্ছে না । পাশাপাশি সানতিউস কুজুরকেও অসম থেকে রাজ্যসভায় পাঠাতে পারছে না কংগ্রেস । এবিষয়ে অপূর্ববাবু বলেন, "আমাদের প্রয়োজনীয় বিধায়ক নেই তাই আমরা এবার এখান থেকে কোনও সাংসদ মনোনীত করতে পারব না ।"

অসমে 126 জনের বিধানসভায় এবার কংগ্রেস পেয়েছে মাত্র 25টি সিট । ফলে রাজ্যসভায় সাংসদ পাঠানোর জন্য পর্যাপ্ত বিধায়ক নেই কংগ্রেসের । ফলে 28 বছর পর অন্য কোনও রাজ্য থেকে রাজ্যসভায় যেতে পারেন প্রাক্তন প্রধানমন্ত্রী । তবে, কোথা থেকে তা নিয়ে জল্পনা তৈরি হলেও এখনও পর্যন্ত কংগ্রেসের তরফ থেকে কিছু জানানো হয়নি ।

গুয়াহাটি, 28 মে : মনমোহন সিং-কে এবার অসম থেকে রাজ্যসভায় পাঠানো যাচ্ছে না । জানালেন অসম কংগ্রেসের মুখপাত্র অপূর্বকুমার ভট্টাচার্য । বিধানসভায় নির্দিষ্ট সংখ্যক বিধায়ক না থাকায় এই সিদ্ধান্ত বলে জানান তিনি । অসমের বদলে তাঁকে অন্য কোনও রাজ্য থেকে রাজ্যসভায় পাঠানোর ব্যাপারে চিন্তাভাবনা করছে কংগ্রেস ।

1991 সাল থেকে একটানা রাজ্যসভার সাংসদ মনমোহন সিং । অসম থেকেই নির্বাচিত হয়ে আসছেন তিনি । তবে এবার অসমে কংগ্রেসের প্রয়োজনীয় সংখ্যক বিধায়ক না থাকায় সেই রাজ্য থেকে মনমোহনকে রাজ্যসভায় পাঠানো যাচ্ছে না । পাশাপাশি সানতিউস কুজুরকেও অসম থেকে রাজ্যসভায় পাঠাতে পারছে না কংগ্রেস । এবিষয়ে অপূর্ববাবু বলেন, "আমাদের প্রয়োজনীয় বিধায়ক নেই তাই আমরা এবার এখান থেকে কোনও সাংসদ মনোনীত করতে পারব না ।"

অসমে 126 জনের বিধানসভায় এবার কংগ্রেস পেয়েছে মাত্র 25টি সিট । ফলে রাজ্যসভায় সাংসদ পাঠানোর জন্য পর্যাপ্ত বিধায়ক নেই কংগ্রেসের । ফলে 28 বছর পর অন্য কোনও রাজ্য থেকে রাজ্যসভায় যেতে পারেন প্রাক্তন প্রধানমন্ত্রী । তবে, কোথা থেকে তা নিয়ে জল্পনা তৈরি হলেও এখনও পর্যন্ত কংগ্রেসের তরফ থেকে কিছু জানানো হয়নি ।

New Delhi, May 28 (ANI): After BJP's gigantic triumph in Lok Sabha elections, two TMC and one CPM MLAs from West Bengal joined the BJP at party's headquarters in the national capital. Over 50 Councillors also join the party. The MLAs, who joined the BJP, includes Subhranshu Roy, Tusharkanti Bhattacharjee of TMC and Devendra Roy from CPM. Subhranshu is the son of BJP leader Mukul Roy and had been suspended by TMC recently. The MLAs and councillors joined the party under in presence of BJP National General Secretary Kailash Vijayvargiya.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.