ETV Bharat / bharat

"চাকরি কোথায়" প্রশ্ন শুনলেই মোদি পুলওয়ামার উদাহরণ দেন : শত্রুঘ্ন - modi

BJP-র সঙ্গে সংযোগ ছিন্ন করে সঠিক কাজ করেছেন বলে মত অধুনা কংগ্রেস নেতা শত্রুঘ্ন সিনহার । লালকৃষ্ণ আদবানিজি তাঁকে আশীর্বাদ করেছেন বলেও জানান শত্রুঘ্ন সিনহা ।

শত্রুঘ্ন সিনহা
author img

By

Published : May 15, 2019, 9:49 AM IST

পটনা, 15 মে : "BJP-র সঙ্গে সংযোগ ছিন্ন করে সঠিক কাজ করেছি ।" বললেন শত্রুঘ্ন সিনহা । সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অধুনা কংগ্রেস নেতা বলেন, "আমি সঠিক পথই বেছে নিয়েছি । স্বয়ং লালকৃষ্ণ আদবানিজি আমাকে আশীর্বাদ করেছেন । দল ছাড়ার কথা যখন ওঁকে বললাম, উনি কেঁদে ফেলেছিলেন । আমাকে আটকাননি । শুধু বলেছিলেন, "ওকে । আমার আশীর্বাদ রইল ।"

অটল বিহারী বাজপেয়ির আমলে BJP-তে যোগ দিয়েছিলেন শত্রুঘ্ন । সেই দিনগুলোর সঙ্গে বর্তমান সময়ের পার্থক্য চোখে আঙুল দিয়ে দেখালেন শত্রুঘ্ন । বললেন, "তখন ছিল গণতন্ত্র । আর এখন একনায়কতন্ত্র । এখন তো বর্ষীয়ানদেরই শ্রদ্ধা করা হয় না ।"

লালকৃষ্ণ আদবানি BJP-র প্রতিষ্ঠাতা-সদস্য । বয়সের 'অজুহাতে' এবার তাঁকে নির্বাচনের টিকিট দেয়নি BJP । তাঁর জায়গায় গান্ধিনগর আসন থেকে লড়ছেন অমিত শাহ । যা নিয়ে যারপরনাই ক্ষুব্ধ শত্রুঘ্ন ।

নরেন্দ্র মোদি-অমিত শাহর সঙ্গে প্রথম থেকেই বনিবনি ছিল না শত্রুঘ্নর । তিনি গত 2 বছরে একাধিকবার মোদিকে খোঁচা দিয়েছেন । এবারও রেয়াত করলেন না । বললেন, "উনি কাজের কাজ না করে শুধু বড় বড় কথা বলেন । যখনই কেউ চাকরি নিয়ে প্রশ্ন করে, উনি পুলওয়ামার কথা বলেন । মানুষের প্রশ্নের জবাব দেন না কেন ?"

নরেন্দ্র মোদি 23 মে-র পর প্রধানমন্ত্রী থাকবেন না বলেও দাবি করেন শত্রুঘ্ন । বলেন, "মমতা ব্যানার্জি আগেই বলে দিয়েছেন ওঁর এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে । আমিও তাই বলছি । উনি আগে বলেছিলেন, আমি ঝোলা নিয়ে এসেছি, চলে যাব । সেই সময় এসে গেছে ।"

পটনা, 15 মে : "BJP-র সঙ্গে সংযোগ ছিন্ন করে সঠিক কাজ করেছি ।" বললেন শত্রুঘ্ন সিনহা । সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অধুনা কংগ্রেস নেতা বলেন, "আমি সঠিক পথই বেছে নিয়েছি । স্বয়ং লালকৃষ্ণ আদবানিজি আমাকে আশীর্বাদ করেছেন । দল ছাড়ার কথা যখন ওঁকে বললাম, উনি কেঁদে ফেলেছিলেন । আমাকে আটকাননি । শুধু বলেছিলেন, "ওকে । আমার আশীর্বাদ রইল ।"

অটল বিহারী বাজপেয়ির আমলে BJP-তে যোগ দিয়েছিলেন শত্রুঘ্ন । সেই দিনগুলোর সঙ্গে বর্তমান সময়ের পার্থক্য চোখে আঙুল দিয়ে দেখালেন শত্রুঘ্ন । বললেন, "তখন ছিল গণতন্ত্র । আর এখন একনায়কতন্ত্র । এখন তো বর্ষীয়ানদেরই শ্রদ্ধা করা হয় না ।"

লালকৃষ্ণ আদবানি BJP-র প্রতিষ্ঠাতা-সদস্য । বয়সের 'অজুহাতে' এবার তাঁকে নির্বাচনের টিকিট দেয়নি BJP । তাঁর জায়গায় গান্ধিনগর আসন থেকে লড়ছেন অমিত শাহ । যা নিয়ে যারপরনাই ক্ষুব্ধ শত্রুঘ্ন ।

নরেন্দ্র মোদি-অমিত শাহর সঙ্গে প্রথম থেকেই বনিবনি ছিল না শত্রুঘ্নর । তিনি গত 2 বছরে একাধিকবার মোদিকে খোঁচা দিয়েছেন । এবারও রেয়াত করলেন না । বললেন, "উনি কাজের কাজ না করে শুধু বড় বড় কথা বলেন । যখনই কেউ চাকরি নিয়ে প্রশ্ন করে, উনি পুলওয়ামার কথা বলেন । মানুষের প্রশ্নের জবাব দেন না কেন ?"

নরেন্দ্র মোদি 23 মে-র পর প্রধানমন্ত্রী থাকবেন না বলেও দাবি করেন শত্রুঘ্ন । বলেন, "মমতা ব্যানার্জি আগেই বলে দিয়েছেন ওঁর এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে । আমিও তাই বলছি । উনি আগে বলেছিলেন, আমি ঝোলা নিয়ে এসেছি, চলে যাব । সেই সময় এসে গেছে ।"

Gorakhpur (UP), May 15 (ANI): Chief Minister of Uttar Pradesh Yogi Adityanath condemned the attack on BJP chief Amit Shah's rally and requested the President to suspend the West Bengal government immediately citing lack of law and order situation in the state. "BJP president Amit Shah was undertaking his road show according to the permission granted to him, the barbaric attack on his road show reveals the real situation in West Bengal. The EC should take notice of this government-sponsored attack, we would also request the President to either suspend the state government or put the state under President rule," Yogi Adityanath said at a press conference in UP's Gorakhpur. This came after clashes broke out this evening at the mega roadshow of Shah in Kolkata resulting in utter chaos after sticks were hurled at his convoy and police resorted to lathi-charge to disperse the crowd. Clashes reportedly broke out after some miscreants started throwing sticks at the convoy in which Shah was travelling, leading to arson and violence.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.