ETV Bharat / bharat

ঠাকরে পরিবারে প্রথম, বিধানসভা নির্বাচনে লড়ছেন আদিত্য

শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে জানিয়েছেন, তাঁর পুত্র আদিত্য ঠাকরে মুম্বইয়ের ওরলি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ।

আদিত্য ঠাকরে
author img

By

Published : Sep 30, 2019, 10:30 PM IST

মুম্বই, 30 সেপ্টেম্বর : ঠাকরে পরিবার থেকে এই প্রথম ভোটে দাঁড়িয়ে ইতিহাস গড়তে চলেছেন আদিত্য ঠাকরে । শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে জানিয়েছেন, তাঁর পুত্র মুম্বইয়ের ওরলি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন । এর আগে ঠাকরে পরিবারের কেউ কোনওদিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি । এই প্রথম পরিবার থেকে আদিত্য নির্বাচনে অংশ নিতে চলেছেন । ওরলি বিধানসভা কেন্দ্রে প্রার্থী হতে চলেছেন আদিত্য ।

ওরলি কেন্দ্রটি শিবসেনার জন্য অত্যন্ত সুরক্ষিত কেন্দ্র । যার ফলে এই কেন্দ্রটিকেই আদিত্যর জন্য বেছে নেওয়া হয়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের । এর আগে এখান থেকে শিবসেনার সুনীল শিন্ডে প্রতিদ্বন্দ্বিতা করে বিধায়ক হয়েছিলেন । অন্যদিকে এখানকার প্রাক্তন NCP নেতা সচিন আহির শিবসেনায় যোগ দেওয়ায় আদিত্যর জয় আরও সহজ হল বলেই মনে করা হচ্ছে ।

1966 সালে শিবসেনা তৈরি করেন বাল ঠাকরে । সেই থেকে এতদিন পর্যন্ত পরিবারের কোনও সদস্য নির্বাচনে অংশ নেননি । কোনও সাংবিধানিক পদে কাজ করতে দেখা যায়নি ঠাকরে পরিবারের কাউকে । আদিত্য জিতলে তিনি প্রথম সদস্য হবেন যিনি ঠাকরে পরিবার থেকে কোনও সাংবিধানিক পদের দায়িত্ব সামলাবেন । এর আগে 2014 সালে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা ঘোষণা করেছিলেন । তবে পরে তিনি তাঁর মত বদলে ফেলেন । এবং ভোটে দাঁড়াননি । ফলে আদিত্যই পরিবারের হয়ে প্রথম ব্যক্তি যিনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন ।

মুম্বই, 30 সেপ্টেম্বর : ঠাকরে পরিবার থেকে এই প্রথম ভোটে দাঁড়িয়ে ইতিহাস গড়তে চলেছেন আদিত্য ঠাকরে । শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে জানিয়েছেন, তাঁর পুত্র মুম্বইয়ের ওরলি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন । এর আগে ঠাকরে পরিবারের কেউ কোনওদিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি । এই প্রথম পরিবার থেকে আদিত্য নির্বাচনে অংশ নিতে চলেছেন । ওরলি বিধানসভা কেন্দ্রে প্রার্থী হতে চলেছেন আদিত্য ।

ওরলি কেন্দ্রটি শিবসেনার জন্য অত্যন্ত সুরক্ষিত কেন্দ্র । যার ফলে এই কেন্দ্রটিকেই আদিত্যর জন্য বেছে নেওয়া হয়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের । এর আগে এখান থেকে শিবসেনার সুনীল শিন্ডে প্রতিদ্বন্দ্বিতা করে বিধায়ক হয়েছিলেন । অন্যদিকে এখানকার প্রাক্তন NCP নেতা সচিন আহির শিবসেনায় যোগ দেওয়ায় আদিত্যর জয় আরও সহজ হল বলেই মনে করা হচ্ছে ।

1966 সালে শিবসেনা তৈরি করেন বাল ঠাকরে । সেই থেকে এতদিন পর্যন্ত পরিবারের কোনও সদস্য নির্বাচনে অংশ নেননি । কোনও সাংবিধানিক পদে কাজ করতে দেখা যায়নি ঠাকরে পরিবারের কাউকে । আদিত্য জিতলে তিনি প্রথম সদস্য হবেন যিনি ঠাকরে পরিবার থেকে কোনও সাংবিধানিক পদের দায়িত্ব সামলাবেন । এর আগে 2014 সালে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা ঘোষণা করেছিলেন । তবে পরে তিনি তাঁর মত বদলে ফেলেন । এবং ভোটে দাঁড়াননি । ফলে আদিত্যই পরিবারের হয়ে প্রথম ব্যক্তি যিনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন ।

New Delhi, Sep 30 (ANI): Ahead of the festive season, Delhi's Commissioner of Police, Amulya Patnaik said like every year, there will be special focus on security arrangements in the national capital during upcoming festivals. Patnaik informed ANI that Delhi Police ties up with organisers of Ramleela, Durga Puja and other functions to provide security, and the staff is put on maximum alert during this season."I am very proud to say that every year during festive occasions, Delhi Police has risen to the occasion and this year also, we have made special arrangements and we will make sure that the citizens of Delhi enjoy the festive season," Patnaik told ANI.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.