ETV Bharat / bharat

সন্ন্যাসিনীকে গণধর্ষণ বিহারে - বিহারের শেখপুরে গণধর্ষণ

বিহারের ফুলচোর জেলার কাছে সন্ন্যাসিনীকে গণধর্ষণ । 'মা অসুস্থ' এই বলে ডেকে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Oct 29, 2019, 11:52 AM IST

শেখপুরা, 29 অক্টোবর : বিহারের শেখপুরে গণধর্ষণের শিকার সন্ন্যাসিনী । 'মা অসুস্থ' এই বলে ডেকে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ । ঘটনায় জড়িত তাঁরই পরিচিতরা । এদের মধ্যে কেউ আশ্রমের, কেউ তাঁর প্রতিবেশী ৷ ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক । তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

বাড়ি উত্তরপ্রদেশের বাস্তি জেলায় । থাকতেন বিহারের নওয়াদা জেলার ককোলাট এলাকার একটি আশ্রমে । রবিবার রাতে উত্তরপ্রদেশ থেকে তাঁরই গ্রামের দু'জন আশ্রমে পৌঁছে জানায়, তাঁর মা গুরুতর অসুস্থ । খবরটি শুনেই তিনি আশ্রমের দুই সদস্যের সঙ্গে উত্তরপ্রদেশে উদ্দেশে রওনা দেন । গাড়ির চালকের আসনে সে সময় ছিলেন অভিযুক্ত দু'জনের মধ্যে একজন । সুযোগ বুঝে বিহারের ফুলচোর জেলার কাছে গাড়ি থামিয়ে ধর্ষণ করা হয় তাঁকে। পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণের পর তাঁকে সেখানে ফেলে পালায় অভিযুক্তরা । পরে তিনি থানায় গিয়ে ওই চারজনের নামে অভিযোগ দায়ের করেন ।

পুরো বিষয়টি উল্লেখ করে মহিলা থানার আধিকারিক জানান, এই ঘটনায় চারজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে । অভিযুক্তদের খুঁজতে তল্লাশি শুরু হয়েছে ।

শেখপুরা, 29 অক্টোবর : বিহারের শেখপুরে গণধর্ষণের শিকার সন্ন্যাসিনী । 'মা অসুস্থ' এই বলে ডেকে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ । ঘটনায় জড়িত তাঁরই পরিচিতরা । এদের মধ্যে কেউ আশ্রমের, কেউ তাঁর প্রতিবেশী ৷ ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক । তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

বাড়ি উত্তরপ্রদেশের বাস্তি জেলায় । থাকতেন বিহারের নওয়াদা জেলার ককোলাট এলাকার একটি আশ্রমে । রবিবার রাতে উত্তরপ্রদেশ থেকে তাঁরই গ্রামের দু'জন আশ্রমে পৌঁছে জানায়, তাঁর মা গুরুতর অসুস্থ । খবরটি শুনেই তিনি আশ্রমের দুই সদস্যের সঙ্গে উত্তরপ্রদেশে উদ্দেশে রওনা দেন । গাড়ির চালকের আসনে সে সময় ছিলেন অভিযুক্ত দু'জনের মধ্যে একজন । সুযোগ বুঝে বিহারের ফুলচোর জেলার কাছে গাড়ি থামিয়ে ধর্ষণ করা হয় তাঁকে। পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণের পর তাঁকে সেখানে ফেলে পালায় অভিযুক্তরা । পরে তিনি থানায় গিয়ে ওই চারজনের নামে অভিযোগ দায়ের করেন ।

পুরো বিষয়টি উল্লেখ করে মহিলা থানার আধিকারিক জানান, এই ঘটনায় চারজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে । অভিযুক্তদের খুঁজতে তল্লাশি শুরু হয়েছে ।

Krishna District (AP), Oct 29 (ANI): A part of the roof of a primary school in Andhra Pradesh's Surampalli village collapsed. The roof collapsed as the building was in dilapidated condition. Around 35 students were present during the incident. Mishap occurred during school hours but the classroom was not occupied when the incident occured. No injuries were reported.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.