ETV Bharat / bharat

লুকআউট নোটিশ ED-র, চিদম্বরমের গ্রেপ্তারি সময়ের অপেক্ষা ? - CBI team arrives at the residence of P Chidambaram

সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন (SLP) দাখিল করলেন চিদম্বরমের আইনজীবীরা । এদিকে, আজ সকালে তাঁর সমর্থনে মুখ খুলেছেন প্রিয়াঙ্কা গান্ধি ।

পি চিদম্বরম
author img

By

Published : Aug 21, 2019, 8:43 AM IST

Updated : Aug 21, 2019, 11:34 AM IST

দিল্লি, 21 অগাস্ট : প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বিশেষজ্ঞরা বলছেন, পি চিদম্বরমের গ্রেপ্তারি শুধু সময়ের অপেক্ষা ।

এর আগে আজ সকালে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেন চিদম্বরমের আইনজীবীরা । যদিও সুপ্রিম কোর্টের বিচারপতি এন ভি রমান্না চিদম্বরমের জামিনের আবেদন সংক্রান্ত ফাইল প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের দরবারে পাঠিয়ে দেন । কিন্তু, সেখানেও সমস্যা দেখা যায় । কারণ, তাঁর আইনজীবী কপিল সিব্বল এই আবেদনকে 'জরুরি ভিত্তিক' বলে উল্লেখ করেননি । বর্তমানে প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চে প্রতিদিন অযোধ্যা মামলার শুনানি চলছে । তাই, সবার প্রথমে চিদম্বরমের মামলা শোনা সম্ভব নয় ।


গতকালই INX মিডিয়া মামলায় চিদম্বরমের আগাম জামিনের আবেদন খারিজ করেছে দিল্লি হাইকোর্ট । এরপর সন্ধ্যায় চিদম্বরমের বাড়ি যান CBI আধিকারিকরা । কিন্তু, তাঁর খোঁজ মেলেনি । তার কয়েক ঘণ্টা পরই তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করার জন্য পি চিদম্বরমকে নোটিশ দিল CBI । নোটিশ পাওয়ার দু'ঘণ্টার মধ্যেই CBI-র ডেপুটি SP আর পার্থসারথির সঙ্গে দেখা করতে বলা হয়েছে তাঁকে । সূত্রে খবর, নোটিশটি প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে মেইল করেও পাঠানো হয়েছে ।

পি চিদম্বরমকে পাঠানো নোটিশের উত্তরে তাঁর আইনজীবী আর্শদীপ সিং খুরানা CBI-কে লেখেন, "আমার মক্কেলকে কোন আইনে দু'ঘণ্টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে তা উল্লেখ করা হয়নি নোটিশে ।" পাশাপাশি তিনি CBI-কে জানান, INX মামলায় আগাম জামিনের জন্য 20 অগাস্ট পি চিদম্বরম সুপ্রিম কোর্টে আবেদন করেছেন । যেখানে তাঁকে বুধবার সকাল 10 টা 30 মিনিটের আগে একটি স্পেশাল লিভ পিটিশান করতে বলা হয়েছে । তাই সুপ্রিম কোর্টের শুনানি পর্যন্ত কোনও কঠোর পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি ।

আজ সকালে ফের একবার পি চিদম্বরমের বাড়িতে যায় CBI । চিদম্বরমের খোঁজ না পেয়ে কিছুক্ষণ পর তাঁরা ফিরে আসেন ।

আরও পড়ুন: "2 ঘণ্টার মধ্যে হাজির হন", চিদম্বরমকে নোটিশ CBI-র

এদিকে, আজ চিদম্বরমের সমর্থনে মুখ খোলেন প্রিয়াঙ্কা গান্ধি । টুইট করেন, 'এতদিন অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়বদ্ধতার সঙ্গে দেশসেবা করেছেন চিদম্বরম জি । বর্তমান সরকারের ব্যর্থতার দিকগুলো তুলে ধরেছেন । কিন্তু, এই সত্য হজম করার ক্ষমতা ভীরুদের নেই । তাই, তাঁকে ঘৃণ্যভাবে ধরার চেষ্টা চলছে ।' এরপর আরও একটি টুইটে তিনি লেখেন, 'উনি সত্যের জন্য যুদ্ধ করছেন । যাই হোক না কেন । আমরা তাঁর পাশে আছি ।'

দিল্লি, 21 অগাস্ট : প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বিশেষজ্ঞরা বলছেন, পি চিদম্বরমের গ্রেপ্তারি শুধু সময়ের অপেক্ষা ।

এর আগে আজ সকালে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেন চিদম্বরমের আইনজীবীরা । যদিও সুপ্রিম কোর্টের বিচারপতি এন ভি রমান্না চিদম্বরমের জামিনের আবেদন সংক্রান্ত ফাইল প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের দরবারে পাঠিয়ে দেন । কিন্তু, সেখানেও সমস্যা দেখা যায় । কারণ, তাঁর আইনজীবী কপিল সিব্বল এই আবেদনকে 'জরুরি ভিত্তিক' বলে উল্লেখ করেননি । বর্তমানে প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চে প্রতিদিন অযোধ্যা মামলার শুনানি চলছে । তাই, সবার প্রথমে চিদম্বরমের মামলা শোনা সম্ভব নয় ।


গতকালই INX মিডিয়া মামলায় চিদম্বরমের আগাম জামিনের আবেদন খারিজ করেছে দিল্লি হাইকোর্ট । এরপর সন্ধ্যায় চিদম্বরমের বাড়ি যান CBI আধিকারিকরা । কিন্তু, তাঁর খোঁজ মেলেনি । তার কয়েক ঘণ্টা পরই তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করার জন্য পি চিদম্বরমকে নোটিশ দিল CBI । নোটিশ পাওয়ার দু'ঘণ্টার মধ্যেই CBI-র ডেপুটি SP আর পার্থসারথির সঙ্গে দেখা করতে বলা হয়েছে তাঁকে । সূত্রে খবর, নোটিশটি প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে মেইল করেও পাঠানো হয়েছে ।

পি চিদম্বরমকে পাঠানো নোটিশের উত্তরে তাঁর আইনজীবী আর্শদীপ সিং খুরানা CBI-কে লেখেন, "আমার মক্কেলকে কোন আইনে দু'ঘণ্টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে তা উল্লেখ করা হয়নি নোটিশে ।" পাশাপাশি তিনি CBI-কে জানান, INX মামলায় আগাম জামিনের জন্য 20 অগাস্ট পি চিদম্বরম সুপ্রিম কোর্টে আবেদন করেছেন । যেখানে তাঁকে বুধবার সকাল 10 টা 30 মিনিটের আগে একটি স্পেশাল লিভ পিটিশান করতে বলা হয়েছে । তাই সুপ্রিম কোর্টের শুনানি পর্যন্ত কোনও কঠোর পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি ।

আজ সকালে ফের একবার পি চিদম্বরমের বাড়িতে যায় CBI । চিদম্বরমের খোঁজ না পেয়ে কিছুক্ষণ পর তাঁরা ফিরে আসেন ।

আরও পড়ুন: "2 ঘণ্টার মধ্যে হাজির হন", চিদম্বরমকে নোটিশ CBI-র

এদিকে, আজ চিদম্বরমের সমর্থনে মুখ খোলেন প্রিয়াঙ্কা গান্ধি । টুইট করেন, 'এতদিন অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়বদ্ধতার সঙ্গে দেশসেবা করেছেন চিদম্বরম জি । বর্তমান সরকারের ব্যর্থতার দিকগুলো তুলে ধরেছেন । কিন্তু, এই সত্য হজম করার ক্ষমতা ভীরুদের নেই । তাই, তাঁকে ঘৃণ্যভাবে ধরার চেষ্টা চলছে ।' এরপর আরও একটি টুইটে তিনি লেখেন, 'উনি সত্যের জন্য যুদ্ধ করছেন । যাই হোক না কেন । আমরা তাঁর পাশে আছি ।'

Chhapra (Bihar), Aug 21 (ANI): A police sub-inspector and a constable were shot dead by unidentified assailants in Bihar's Chhapra. The incident took place near Marhaura market of Saran district. As per information, the part of a police team was reportedly returning after conducting a raid in that area. Sub-Inspector Mithilesh Kumar and constable Farooq were part of the Special Investigation Team (SIT) which was investigating a robbery case that took place at a house in Marhaura market few days back. An SIT was formed to investigate this case. Meanwhile, another cop, who got injured in the firing, has been admitted in the hospital for medical treatment. Police is present at the spot and have begun investigation in this case. Several police teams have been formed and raids are being conducted in adjoining areas to apprehend the assailants.
Last Updated : Aug 21, 2019, 11:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.