দিল্লি, 22 মার্চ : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে জনতা কারফিউ ৷ কোরোনা নিয়ে বাড়তে থাকা আতঙ্কের মধ্যেই এবার খানিক স্বস্তির বার্তা দিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) ৷ ICMR -এর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব আজ বললেন, "যারা যারা কোরোনায় আক্রান্ত হয়েছে তাদের মধ্যে শতকরা 80 ভাগ মানুষ ঠান্ডা ও হালকা জ্বর অনুভব করতে পারে ৷ তবে এরা সকলেই নিজে থেকেই আবার সুস্থ হয়ে উঠবে ৷"
দিল্লিতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে আজ বলরাম ভার্গব বলেন, "বাকি 20 শতাংশ মানুষও একইরকম সর্দি-কাশি ও জ্বর অনুভব করতে পারে ৷ তাঁদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভরতি করতে হতে পারে ৷"
তিনি আরও বলেন, "যে পাঁচ শতাংশ মানুষ হাসপাতালে ভরতি হবেন, তাঁদের যথোপোযুক্ত চিকিৎসা করা হবে ৷" ICMR -এর তরফে এখনও পর্যন্ত প্রায় 17 হাজার মানুষের শারীরিক পরীক্ষা করা হয়েছে ৷ সেই প্রসঙ্গ টেনে ICMR-এর ডিরেক্টর জেনারেল বলেন, "আমাদের প্রতিদিন 10 হাজার মানুষের স্বাস্থ্যপরীক্ষা করার মতো পরিকাঠামো রয়েছে ৷ সেই হিসাবে দেখলে প্রতি সপ্তাহে আমরা প্রায় 70 হাজার মানুষের স্বাস্থ্যপরীক্ষা করতে পারব ৷
আজ দেশজুড়ে যে জনতা কারফিউ চলছে সেই প্রসঙ্গ তুলে তিনি বলেন, "ভাইরাসের সংক্রমণের শৃঙ্খল ভাঙার সবথেকে কার্যকরী উপায় হল মানুষকে বাইরের খোলা পরিবেশে আসা থেকে আটকানো ৷ এই ভাইরাস বাতাসে সংক্রমিত হয় না ৷ এটি ড্রপলেটস্ দ্বারা সংক্রমিত হয় ৷"
আজকের ওই যৌথ সাংবাদিক বৈঠক থেকে স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল বলেন, "কেন্দ্রের তরফে রাজ্য সরকারগুলির কাছে আবেদন জানানো হয়েছে, যে 75 টি জেলায় সংক্রমণের হদিশ মিলেছে, সেই সমস্ত এলাকাগুলিতে জরুরি পরিষেবা বাদ দিয়ে বাকি সমস্ত পরিষেবা বন্ধ করে দেওয়ার জন্য ৷"
এদিকে শেষ পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুসারে দেশে এখনও 341 জনের শরীরে এই ভাইরাসের হদিশ মিলেছে ৷ আর এতেই চাপ বাড়ছে কেন্দ্রের ৷ তবে পরিস্থিতি মোকাবিলায় এখনও পর্যন্ত প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নিয়েছে কেন্দ্র ও রাজ্যের প্রশাসনগুলি ৷