ETV Bharat / bharat

দেশে 24 ঘণ্টায় সংক্রমিত 69,921, সুস্থ 65 হাজারের বেশি - Covid cases in India

কয়েকদিনের তুলনায় গত 24 ঘণ্টায় কমেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । একদিনে সুস্থ হয়েছে 65 হাজার 81 জন ।

corona
দেশে 24 ঘণ্টায় সংক্রমিত 69,921 জন
author img

By

Published : Sep 1, 2020, 10:21 AM IST

দিল্লি, 31 অগাস্ট : দেশে বাড়ছে কোরোনা সংক্রমণ । গত কয়েকদিন ধরে আক্রান্তের সংখ্যা ছিল 75 হাজারের বেশি । তবে সেই তুলনায় গত 24 ঘণ্টায় কমেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, 24 ঘণ্টায় সংক্রমিত হয়েছে 69 হাজার 921 জন । এই নিয়ে দেশজুড়ে মোট 36 লাখ 91 হাজার 167 জন কোরোনায় আক্রান্ত হয়েছে ।

কমেছে মৃতের সংখ্যাও । 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 819 জনের । মোট মৃত্যু হয়েছে 65 হাজার 288 জনের । সক্রিয় আক্রান্তের সংখ্যা 7 লাখ 85 হাজার 996 ।

রেকর্ড হারে সংক্রমণের পাশাপাশি সুস্থও হচ্ছে অনেকে । সুস্থতার হার প্রায় 76 শতাংশ । এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছে 28 লাখ 39 হাজার 883 ।

দেশে সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে মহারাষ্ট্র । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 7 লাখ 92 হাজার 541 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 94 হাজার 399 । মহারাষ্ট্রের পরই সর্বাধিক সংক্রমণ অন্ধ্রপ্রদেশে । সেখানে মোট সংক্রমিত 4 লাখ 34 হাজার 771 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 276 । আক্রান্তের নিরিখে পিছিয়ে নেই তামিলনাড়ুও । সেখানে এখনও পর্যন্ত 4 লাখ 28 হাজার 41 জন কোরোনায় আক্রান্ত । সক্রিয় আক্রান্ত 52 হাজার 578 জন । সংক্রমণ বাড়ছে কর্নাটক , উত্তরপ্রদেশেও ।

দিল্লি, 31 অগাস্ট : দেশে বাড়ছে কোরোনা সংক্রমণ । গত কয়েকদিন ধরে আক্রান্তের সংখ্যা ছিল 75 হাজারের বেশি । তবে সেই তুলনায় গত 24 ঘণ্টায় কমেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, 24 ঘণ্টায় সংক্রমিত হয়েছে 69 হাজার 921 জন । এই নিয়ে দেশজুড়ে মোট 36 লাখ 91 হাজার 167 জন কোরোনায় আক্রান্ত হয়েছে ।

কমেছে মৃতের সংখ্যাও । 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 819 জনের । মোট মৃত্যু হয়েছে 65 হাজার 288 জনের । সক্রিয় আক্রান্তের সংখ্যা 7 লাখ 85 হাজার 996 ।

রেকর্ড হারে সংক্রমণের পাশাপাশি সুস্থও হচ্ছে অনেকে । সুস্থতার হার প্রায় 76 শতাংশ । এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছে 28 লাখ 39 হাজার 883 ।

দেশে সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে মহারাষ্ট্র । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 7 লাখ 92 হাজার 541 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 94 হাজার 399 । মহারাষ্ট্রের পরই সর্বাধিক সংক্রমণ অন্ধ্রপ্রদেশে । সেখানে মোট সংক্রমিত 4 লাখ 34 হাজার 771 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 276 । আক্রান্তের নিরিখে পিছিয়ে নেই তামিলনাড়ুও । সেখানে এখনও পর্যন্ত 4 লাখ 28 হাজার 41 জন কোরোনায় আক্রান্ত । সক্রিয় আক্রান্ত 52 হাজার 578 জন । সংক্রমণ বাড়ছে কর্নাটক , উত্তরপ্রদেশেও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.