ETV Bharat / bharat

সংক্রমিতের সংখ্যা 31 লাখ ছাড়াল, 24 ঘণ্টায় আক্রান্ত 61, 408

সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা 31 লাখ 6 হাজার 349 জন ৷

সংক্রমিতের সংখ্যা 31 লাখ ছাড়াল, 24 ঘণ্টায় আক্রান্ত 61408
সংক্রমিতের সংখ্যা 31 লাখ ছাড়াল, 24 ঘণ্টায় আক্রান্ত 61408
author img

By

Published : Aug 24, 2020, 10:06 AM IST

দিল্লি, 24 অগাস্ট: আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনই পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হারও ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 61 হাজার 408 জন ৷ একইসঙ্গে গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 57 হাজার 468 জন মানুষ ৷

সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা 31 লাখ 6 হাজার 349 জন ৷ তার মধ্যে সুস্থ হয়েছেন অধিকাংশই ৷ সুস্থতার হার 75 শতাংশ ৷ এখনও পর্যন্ত দেশে কোরোনায় সুস্থ হয়েছেন 23 লাখ 38 হাজার 36 জন ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 836 জনের ৷ এই নিয়ে কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 57 হাজার 542 ৷

  • India reported 61,408 new COVID-19 cases, 57,468 recoveries and 836 deaths in the last 24 hours. With this, the total COVID-19 tally rises to 31,06,349 including 23,38,036 cured/discharged/migrated cases & 57,542 deaths: Union Ministry of Health pic.twitter.com/jzYnnHjTzt

    — ANI (@ANI) August 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে মহারাষ্ট্র । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 6 লাখ 82 হাজার 383 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 71 হাজার 542 । মহারাষ্ট্রের পরেই দ্বিতীয় সর্বাধিক সংক্রমণ তামিলনাড়ুতে । সংশ্লিষ্ট রাজ্যে মোট সংক্রমিত 3 লাখ 79 হাজার 385 জন । সক্রিয় আক্রান্ত 53 হাজার 541 । আক্রান্তের নিরিখে পিছিয়ে নেই অন্ধ্রপ্রদেশ । সেখানে এখনও পর্যন্ত 3 লাখ 53 হাজার 111 জন কোরোনায় সংক্রমিত । সক্রিয় আক্রান্ত 89 হাজার 389 ।

দিল্লি, 24 অগাস্ট: আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনই পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হারও ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 61 হাজার 408 জন ৷ একইসঙ্গে গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 57 হাজার 468 জন মানুষ ৷

সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা 31 লাখ 6 হাজার 349 জন ৷ তার মধ্যে সুস্থ হয়েছেন অধিকাংশই ৷ সুস্থতার হার 75 শতাংশ ৷ এখনও পর্যন্ত দেশে কোরোনায় সুস্থ হয়েছেন 23 লাখ 38 হাজার 36 জন ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 836 জনের ৷ এই নিয়ে কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 57 হাজার 542 ৷

  • India reported 61,408 new COVID-19 cases, 57,468 recoveries and 836 deaths in the last 24 hours. With this, the total COVID-19 tally rises to 31,06,349 including 23,38,036 cured/discharged/migrated cases & 57,542 deaths: Union Ministry of Health pic.twitter.com/jzYnnHjTzt

    — ANI (@ANI) August 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে মহারাষ্ট্র । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 6 লাখ 82 হাজার 383 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 71 হাজার 542 । মহারাষ্ট্রের পরেই দ্বিতীয় সর্বাধিক সংক্রমণ তামিলনাড়ুতে । সংশ্লিষ্ট রাজ্যে মোট সংক্রমিত 3 লাখ 79 হাজার 385 জন । সক্রিয় আক্রান্ত 53 হাজার 541 । আক্রান্তের নিরিখে পিছিয়ে নেই অন্ধ্রপ্রদেশ । সেখানে এখনও পর্যন্ত 3 লাখ 53 হাজার 111 জন কোরোনায় সংক্রমিত । সক্রিয় আক্রান্ত 89 হাজার 389 ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.