ETV Bharat / bharat

ইরান থেকে ফিরল আরও 53 ভারতীয় - বিদেশ মন্ত্রক

চতুর্থ ব্যাচে 53 জন ভারতীয়কে ইরান থেকে দেশে ফেরানো হল । তাঁদের মধ্যে একজন শিক্ষক ৷ বাকিরা পড়ুয়া ।

53 indians are arrieved
ইরান থেকে দেশে ফিরল 53 ভারতীয়
author img

By

Published : Mar 16, 2020, 8:55 AM IST

দিল্লি, 16 মার্চ : কোরোনা ভাইরাসের আতঙ্কের জেরে আরও 53 জন ভারতীয়কে ইরান থেকে ফিরিয়ে আনা হল দেশে । আজ সকালে রাজস্থানের জয়সলমের বিমানবন্দরে তাঁদের নিয়ে পৌঁছায় এয়ার ইন্ডিয়ার বিমান ৷ প্রাথমিক স্ক্রিনিংয়ের পর সকলকে আর্মি ওয়েলনেস সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে ৷

ওই ভারতীয়রা দেশে ফেরার পর বিদেশমন্ত্রী এস জয়শংকর টুইট করে জানান, ইরানের তেহরান ও সিরাজ় থেকে ফেরানো হয়েছে ওই 53 জনকে ৷ তার মধ্যে একজন শিক্ষক এবং বাকিরা পড়ুয়া ৷ সবমিলিয়ে ইরান থেকে 389 জনকে এখনও পর্যন্ত ফেরানো হয়েছে ৷ ইরান সরকার ও ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানিয়েছেন বিদেশমন্ত্রী ৷

কোরোনা আতঙ্কে ভারতীয়দের ইরান থেকে ফিরিয়ে আনার কাজ চলছে । গতকাল 234 জনের একটি দল ভারতে পৌঁছায় । মঙ্গলবার প্রথম 58 জন নাগরিককে আনা হয়েছিল সি-17 সামরিক বিমানে ৷ তারপর ফের 44 জনকে আনা হয় শুক্রবার ।

এক সংবাদমাধ্যমের পরিসংখ্যান অনুযায়ী জানা গেছে, সবচেয়ে বেশি কোরোনায় আক্রান্ত দেশগুলির মধ্যে ইরান অন্যতম । নভেল কোরোনায় এখনও পর্যন্ত ইরানে 724 জনের মৃত্যু হয়েছে । প্রায় 14 হাজার জন কোরোনায় আক্রান্ত ।

দিল্লি, 16 মার্চ : কোরোনা ভাইরাসের আতঙ্কের জেরে আরও 53 জন ভারতীয়কে ইরান থেকে ফিরিয়ে আনা হল দেশে । আজ সকালে রাজস্থানের জয়সলমের বিমানবন্দরে তাঁদের নিয়ে পৌঁছায় এয়ার ইন্ডিয়ার বিমান ৷ প্রাথমিক স্ক্রিনিংয়ের পর সকলকে আর্মি ওয়েলনেস সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে ৷

ওই ভারতীয়রা দেশে ফেরার পর বিদেশমন্ত্রী এস জয়শংকর টুইট করে জানান, ইরানের তেহরান ও সিরাজ় থেকে ফেরানো হয়েছে ওই 53 জনকে ৷ তার মধ্যে একজন শিক্ষক এবং বাকিরা পড়ুয়া ৷ সবমিলিয়ে ইরান থেকে 389 জনকে এখনও পর্যন্ত ফেরানো হয়েছে ৷ ইরান সরকার ও ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানিয়েছেন বিদেশমন্ত্রী ৷

কোরোনা আতঙ্কে ভারতীয়দের ইরান থেকে ফিরিয়ে আনার কাজ চলছে । গতকাল 234 জনের একটি দল ভারতে পৌঁছায় । মঙ্গলবার প্রথম 58 জন নাগরিককে আনা হয়েছিল সি-17 সামরিক বিমানে ৷ তারপর ফের 44 জনকে আনা হয় শুক্রবার ।

এক সংবাদমাধ্যমের পরিসংখ্যান অনুযায়ী জানা গেছে, সবচেয়ে বেশি কোরোনায় আক্রান্ত দেশগুলির মধ্যে ইরান অন্যতম । নভেল কোরোনায় এখনও পর্যন্ত ইরানে 724 জনের মৃত্যু হয়েছে । প্রায় 14 হাজার জন কোরোনায় আক্রান্ত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.