ETV Bharat / bharat

একদিনে সংক্রমিত 52 হাজারের বেশি, 24 ঘণ্টায় রেকর্ড টেস্ট - দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা

ভারতে একদিনে সবথেকে বেশি টেস্ট করা হয়েছে । শেষ 24 ঘণ্টায় 6 লাখ 61 হাজার 715 টি পরীক্ষা করা হয়েছে ।

Corona
ছবিটি প্রতীকী
author img

By

Published : Aug 4, 2020, 12:09 PM IST

দিল্লি , 4 অগাস্ট : শিথিল হয়েছে লকডাউন । বর্তমানে দেশে আনলক 3 পর্ব চলছে । বিভিন্ন পরিষেবা বাড়ছে । এই পরিস্থিতিতে দেশে প্রতিদিনই 50 হাজারের বেশি মানুষ সংক্রমিত হচ্ছে । শেষ 24 ঘণ্টায় সংক্রমিত হয়েছে 52 হাজার 50 জন । এনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 18 লাখ 55 হাজার 746 । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 803 জনের । যা নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হল 38 হাজার 938 ।

বাড়ছে সুস্থতার হারও । দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছে 12 লাখ 30 হাজার 510 জন । সুস্থতার হারে অন্যান্য দেশের থেকে অনেকটাই এগিয়ে ভারত । অন্যদিকে, দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা 5 লাখ 86 হাজার 298 ।

আক্রান্তের নিরিখে অ্যামেরিকা, ব্রাজ়িলের পরই বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত । দেশে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে । এরাজ্যে আক্রান্তের সংখ্যা সাড়ে 4 লাখের গণ্ডি ছাড়িয়েছে । গত 24 ঘণ্টায় এখানে নতুন করে আক্রান্ত হয়েছে 8 হাজার 968 জন । তারপরই রয়েছে তামিলনাড়ু । গত 24 ঘণ্টায় এরাজ্যে আক্রান্ত হয়েছে 5 হাজার 609 জন । যা নিয়ে এখানে মোট কোরোনায় আক্রান্ত 2 লাখ 63 হাজার 222 ।

দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে অন্ধ্রপ্রদেশে । গত 24 ঘণ্টায় এরাজ্যে আক্রান্ত হয়েছে 7 হাজার 822 জন । যা নিয়ে এখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 1 লাখ 66 হাজার 586 । সংক্রমণ বাড়ছে কর্নাটক, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গেও । এদিকে কিছুটা হলেও সংক্রমণ কমেছে দিল্লিতে । গত 24 ঘণ্টায় দিল্লিতে আক্রান্ত হয়েছে 885 জন । এই নিয়ে এরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 1 লাখ 38 হাজার 482 ।

অন্যদিকে , গত 24 ঘণ্টায় ভারতে একদিনে সবথেকে বেশি টেস্ট করা হয়েছে । আজ স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে , শেষ 24 ঘণ্টায় 6 লাখ 61 হাজার 715 টি পরীক্ষা করা হয়েছে । সবমিলিয়ে দেশে 2 কোটি 8 লাখ 64 হাজার 206 টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে ।

দিল্লি , 4 অগাস্ট : শিথিল হয়েছে লকডাউন । বর্তমানে দেশে আনলক 3 পর্ব চলছে । বিভিন্ন পরিষেবা বাড়ছে । এই পরিস্থিতিতে দেশে প্রতিদিনই 50 হাজারের বেশি মানুষ সংক্রমিত হচ্ছে । শেষ 24 ঘণ্টায় সংক্রমিত হয়েছে 52 হাজার 50 জন । এনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 18 লাখ 55 হাজার 746 । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 803 জনের । যা নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হল 38 হাজার 938 ।

বাড়ছে সুস্থতার হারও । দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছে 12 লাখ 30 হাজার 510 জন । সুস্থতার হারে অন্যান্য দেশের থেকে অনেকটাই এগিয়ে ভারত । অন্যদিকে, দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা 5 লাখ 86 হাজার 298 ।

আক্রান্তের নিরিখে অ্যামেরিকা, ব্রাজ়িলের পরই বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত । দেশে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে । এরাজ্যে আক্রান্তের সংখ্যা সাড়ে 4 লাখের গণ্ডি ছাড়িয়েছে । গত 24 ঘণ্টায় এখানে নতুন করে আক্রান্ত হয়েছে 8 হাজার 968 জন । তারপরই রয়েছে তামিলনাড়ু । গত 24 ঘণ্টায় এরাজ্যে আক্রান্ত হয়েছে 5 হাজার 609 জন । যা নিয়ে এখানে মোট কোরোনায় আক্রান্ত 2 লাখ 63 হাজার 222 ।

দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে অন্ধ্রপ্রদেশে । গত 24 ঘণ্টায় এরাজ্যে আক্রান্ত হয়েছে 7 হাজার 822 জন । যা নিয়ে এখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 1 লাখ 66 হাজার 586 । সংক্রমণ বাড়ছে কর্নাটক, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গেও । এদিকে কিছুটা হলেও সংক্রমণ কমেছে দিল্লিতে । গত 24 ঘণ্টায় দিল্লিতে আক্রান্ত হয়েছে 885 জন । এই নিয়ে এরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 1 লাখ 38 হাজার 482 ।

অন্যদিকে , গত 24 ঘণ্টায় ভারতে একদিনে সবথেকে বেশি টেস্ট করা হয়েছে । আজ স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে , শেষ 24 ঘণ্টায় 6 লাখ 61 হাজার 715 টি পরীক্ষা করা হয়েছে । সবমিলিয়ে দেশে 2 কোটি 8 লাখ 64 হাজার 206 টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.