ETV Bharat / bharat

ফেসবুকে শিশু পর্নোগ্রাফি ভিডিয়ো আপলোড করে গ্রেপ্তার ব্যক্তি - শিশু পর্নোগ্রাফি ভিডিয়ো

মে মাসে নিজের ফেসবুক পেজে ভিডিয়োটি আপলোড করে অভিযুক্ত । তার বিরুদ্ধে পকসো আইনের ধারা 15(i) এবং IT আইনের ধারা 67এ এবং 67বি-তে মামলা রুজু হয়েছে ।

cyber crime
cyber crime
author img

By

Published : Jul 27, 2020, 2:44 AM IST

কোয়েম্বাটোর, 26 জুলাই : সোশাল মিডিয়ায় শিশু পর্নোগ্রাফি ভিডিয়ো আপলোড করার অভিযোগ । সুনীল কুমার নামে 48 বছর বয়সী ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি ফেসবুকে একটি চাইল্ড পর্নোগ্রাফি ভিডিয়ো আপলোড করে । কেরালার মালুমিচাম্পট্টির বাসিন্দা ওই ব্যক্তি সিটি বিমানবন্দর চত্বরে একটি ক্যান্টিনের কর্মচারী ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাতীয় অপরাধ রেকর্ডস বিউরো যে IP (ইন্টারনেট প্রোটোকল) অ্যাড্রেস দিয়েছিল তার তথ্যের ভিত্তিতে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় । অভিযোগ, ওই ব্যক্তি মে মাসে নিজের ফেসবুক পেজে ভিডিয়োটি আপলোড করে । তার বিরুদ্ধে পকসো আইনের ধারা 15(i) এবং IT আইনের ধারা 67এ এবং 67বি-তে মামলা রুজু হয়েছে ।

কোয়েম্বাটোর, 26 জুলাই : সোশাল মিডিয়ায় শিশু পর্নোগ্রাফি ভিডিয়ো আপলোড করার অভিযোগ । সুনীল কুমার নামে 48 বছর বয়সী ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি ফেসবুকে একটি চাইল্ড পর্নোগ্রাফি ভিডিয়ো আপলোড করে । কেরালার মালুমিচাম্পট্টির বাসিন্দা ওই ব্যক্তি সিটি বিমানবন্দর চত্বরে একটি ক্যান্টিনের কর্মচারী ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাতীয় অপরাধ রেকর্ডস বিউরো যে IP (ইন্টারনেট প্রোটোকল) অ্যাড্রেস দিয়েছিল তার তথ্যের ভিত্তিতে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় । অভিযোগ, ওই ব্যক্তি মে মাসে নিজের ফেসবুক পেজে ভিডিয়োটি আপলোড করে । তার বিরুদ্ধে পকসো আইনের ধারা 15(i) এবং IT আইনের ধারা 67এ এবং 67বি-তে মামলা রুজু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.