ETV Bharat / bharat

আত্মঘাতী জঙ্গিবাহিনীর প্রশিক্ষণ চলছে বালাকোটে : সূত্র

45- 50 জন আত্মঘাতী জঙ্গির প্রশিক্ষণ চলছে বালাকোটে ৷ ইতিমধ্যেই এই সংক্রান্ত নানা তথ্য ভারতীয় গোয়েন্দা সংস্থার হাতে এসেছে ৷

author img

By

Published : Oct 14, 2019, 10:48 PM IST

ছবি

দিল্লি, 14 অক্টোবর : আটমাস আগে বালাকোটের জঙ্গিঘাঁটিতে অভিযান চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা ৷ আবার ওই এলাকায় জঙ্গি প্রশিক্ষণের খবর পাওয়া গেছে ৷ 45- 50 জন আত্মঘাতী জঙ্গির প্রশিক্ষণ চলছে বালাকোটে ৷ ইতিমধ্যেই এই সংক্রান্ত নানা তথ্য ভারতীয় গোয়েন্দা সংস্থার হাতে এসেছে ৷

জঙ্গি কার্যকলাপের আঁচ পেয়েই তাদের গতিবিধির উপর নিয়মিত নজর রাখছেন গোয়েন্দারা ৷ সূত্রের খবর, প্রশিক্ষণপ্রাপ্ত কয়েকজন জঙ্গিকে কাশ্মীরে পাঠানো হয়েছে ৷ ভারতীয় বায়ুসেনা হামলা চালানোর পর ছ'মাস সক্রিয় ছিল না এই জঙ্গিঘাঁটি ৷ গতমাসেই সেনা আধিকারিক বিপিন রাওয়াত জানিয়েছিলেন, পাকিস্তানে ফের মাথা চাড়া দিচ্ছে জঙ্গিঘাঁটি৷

14 ফেব্রুয়ারি পুলওয়ামা হামলায় 40 জওয়ান শহিদ হন ৷ তারপরই 26 ফেব্রুয়ারি বালাকোটে অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা ৷

দিল্লি, 14 অক্টোবর : আটমাস আগে বালাকোটের জঙ্গিঘাঁটিতে অভিযান চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা ৷ আবার ওই এলাকায় জঙ্গি প্রশিক্ষণের খবর পাওয়া গেছে ৷ 45- 50 জন আত্মঘাতী জঙ্গির প্রশিক্ষণ চলছে বালাকোটে ৷ ইতিমধ্যেই এই সংক্রান্ত নানা তথ্য ভারতীয় গোয়েন্দা সংস্থার হাতে এসেছে ৷

জঙ্গি কার্যকলাপের আঁচ পেয়েই তাদের গতিবিধির উপর নিয়মিত নজর রাখছেন গোয়েন্দারা ৷ সূত্রের খবর, প্রশিক্ষণপ্রাপ্ত কয়েকজন জঙ্গিকে কাশ্মীরে পাঠানো হয়েছে ৷ ভারতীয় বায়ুসেনা হামলা চালানোর পর ছ'মাস সক্রিয় ছিল না এই জঙ্গিঘাঁটি ৷ গতমাসেই সেনা আধিকারিক বিপিন রাওয়াত জানিয়েছিলেন, পাকিস্তানে ফের মাথা চাড়া দিচ্ছে জঙ্গিঘাঁটি৷

14 ফেব্রুয়ারি পুলওয়ামা হামলায় 40 জওয়ান শহিদ হন ৷ তারপরই 26 ফেব্রুয়ারি বালাকোটে অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা ৷

New Delhi, Oct 14 (ANI): National Investigation Agency's (NIA) national conference of Chiefs of Anti-Terrorism Squad/ Special Task Force took place in Delhi on October 14. Minister of States for Home Affairs G Kishan Reddy, National Security Advisor (NSA) Ajit Doval, National Investigation Agency (NIA) DG YC Modi, former IB Special Director and Nagaland Governor RN Ravi were present at the event. Speaking at the event, NIA DG, Yogesh Chander Modi said, "We noticed that Jamaat-ul-Mujahideen Bangladesh (JMB) increased their activities in Bihar, Maharashtra, Kerala and Karnataka. Names of 125 suspects have been shared with related agencies."


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.