দিল্লি, 14 অক্টোবর : আটমাস আগে বালাকোটের জঙ্গিঘাঁটিতে অভিযান চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা ৷ আবার ওই এলাকায় জঙ্গি প্রশিক্ষণের খবর পাওয়া গেছে ৷ 45- 50 জন আত্মঘাতী জঙ্গির প্রশিক্ষণ চলছে বালাকোটে ৷ ইতিমধ্যেই এই সংক্রান্ত নানা তথ্য ভারতীয় গোয়েন্দা সংস্থার হাতে এসেছে ৷
জঙ্গি কার্যকলাপের আঁচ পেয়েই তাদের গতিবিধির উপর নিয়মিত নজর রাখছেন গোয়েন্দারা ৷ সূত্রের খবর, প্রশিক্ষণপ্রাপ্ত কয়েকজন জঙ্গিকে কাশ্মীরে পাঠানো হয়েছে ৷ ভারতীয় বায়ুসেনা হামলা চালানোর পর ছ'মাস সক্রিয় ছিল না এই জঙ্গিঘাঁটি ৷ গতমাসেই সেনা আধিকারিক বিপিন রাওয়াত জানিয়েছিলেন, পাকিস্তানে ফের মাথা চাড়া দিচ্ছে জঙ্গিঘাঁটি৷
14 ফেব্রুয়ারি পুলওয়ামা হামলায় 40 জওয়ান শহিদ হন ৷ তারপরই 26 ফেব্রুয়ারি বালাকোটে অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা ৷