রাঁচি, 25 মে : মুম্বই থেকে পশ্চিমবঙ্গে ফেরার পথে রাঁচির কাছে উলটে গেল পরিযায়ী শ্রমিকদের বাস । ঘটনায় আহত মোট 40 জন । এদের মধ্যে 17 জন গুরুতর অবস্থায় ঝাড়খণ্ডের RIMS-এ ভরতি রয়েছেন ।
40 জন পরিযায়ী শ্রমিক নিয়ে মুম্বই থেকে বর্ধমানের দিকে রওনা দিয়েছিল বাসটি । আজ রাঁচির রামগড়ের রজপ্পা থানা এলাকায় বাসটি উলটে যায়। দুর্ঘটনায় 17 জন গুরুতর আহত । তাঁদের তড়িঘড়ি রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে (RIMS) ভরতি করা হয়েছে । বাকিরা অল্পবিস্তর চোট পেয়েছেন । প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে তাঁদের।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ ।