ভুবনেশ্বর, 5 জুলাই : কান্ধামালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল চার মাওবাদীর ৷ আজ ভোরে গভীয় জঙ্গলে সংঘর্ষ বাধে ৷ ঘটনাস্থান থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে ৷
ওড়িশার DGP বলেন, গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোরে কান্ধামাল জেলার তুমুদিবান্ধা এলাকার জঙ্গলে তল্লাশি অভিযান চালায় স্পেশাল অপারেশন গ্রুপ ও ডিস্ট্রিক্ট ভলান্টারি ফোর্স ৷ সেই সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা ৷ শুরু হয় গুলির লড়াই ৷ সংঘর্ষে কয়েকজন মাওবাদী জখম হয় ৷ তাদের কাছ থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে ৷
পুলিশের অনুমান, মৃতরা মাওবাদী সংগঠনের বানসাধারা-নাগাভালি-ঘুমুসুর বিভাগের সদস্য ৷ ওই এলাকায় চিরুনি তল্লাশি চলছে ৷ কান্ধামাল SP প্রতীক সিং বলেন, আজকের অভিযানে মাওবাদীদের একজন মহিলা সদস্যও নিহত হয়েছে ৷ ওড়িশার মুখ্যসচিব একে ত্রিপাঠি নিরাপত্তাবাহিনীকে ধন্যবাদ জানান ৷ তিনি বলেন, আজকের অভিযানের ফলে মাওবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে ওড়িশা আরও শক্তিশালী হয়েছে ৷
তিনি টুইটে লেখেন, "ওড়িশা পুলিশ ও জওয়ানদের অসংখ্য ধন্যবাদ ৷ তাদের সাহসিকতা প্রশংসনীয় ৷ চার মাওবাদীর ঘটনাস্থানে মৃত্যু হয়েছে ৷ " চলতি সপ্তাহের শুরুতেই কান্ধামালের ফিরিঙ্গিয়া এলাকায় মাওবাদী ক্যাম্পে অভিযান চালিয়ে প্রচুর অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয় ৷