রাঁচি(ঝাড়খণ্ড), 25 এপ্রিল: চার জনের শরীরে কোরোনা ভাইরাস মিলেছে রাঁচিতে । রাঁচি ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স(RIMS)-র ডিরেক্টর ডাঃ ডি কে সিং একথা শনিবার জানিয়েছেন ।
কোরোনা মোকাবিলার ক্ষেত্রে রাস্তাঘাটে পুলিশি নিরাপত্তা জারি রয়েছে । তা সত্ত্বেও রাস্তায় কারফিউ পাস নিয়ে অনেক যানবাহন চলাচল করছে । যানবাহন চলাচল কতটা জরুরি সেগুলি খতিয়ে দেখা হচ্ছে । এছাড়া লকডাউনে কোনও অপ্রয়োজনীয় কারণে যানবাহন চলাচল বন্ধ করতে কড়া নজরদারি রাখছে রাঁচি প্রশাসন ।
কর্তব্যরত পুলিশ কর্মী বি কে ঝাঁ বলেন, চেকপোস্টগুলিতে আমরা কোরোনার সতর্কতা প্রচার করছি । মানুষকে ঘরে থাকতে বলছি । বিনা কারণে ঘর থেকে বেরোতে নিষেধ করছি । অযথা গাড়ি ঘোড়া নিয়ে ঘোরাঘুরি করতে বারণ করছি ।
স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ঝাড়খণ্ডে এখনও পর্যন্ত মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা 63 ।